আমার লেখা কবিতা "ছোট্ট বেলার স্মৃতি" (Poem of my writing "childhood memories")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40 by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ছোট্ট বেলার স্মৃতি
  • ২৮,ডিসেম্বর ,২০২২
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


জীবন কত ছন্দময় সময়ের সাথে সাথে কিছুরই পরিবর্তন হয়েছে। শৈশবকালের স্মৃতিবিজড়িত সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যেগুলো কখনোই ভুলবার নয়। শৈশবে থাকে না কোন চিন্তা মুক্ত জীবন কাটানোর সেরা মুহূর্ত তখন কখনো মনে হয়নি এরকম ব্যস্তময় জীবন পার করবো। যাদের সাথে চলেছি তাদের খুব মিস করি এখন। শৈশবকালের সেই স্বাধীনতা এখন আর পাবোনা ।যেগুলো শুধুই স্মৃতি হয়ে থাকবে জীবন নামের এই পথ চলায় অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। আবার মনে হয় শৈশব কালে ফিরে যাই। সেই সোনালী দিনগুলো নিয়ে আবার দুর্বার গতিতে এগিয়ে যাই হয়তো আর কখনো সেই দিনগুলো ফিরে পাবো না। শুধু স্মৃতিচারণ হয়ে রয়ে যাবে যেটা প্রতিটা মানুষের জীবনের সাথে অমর হয়ে থাকবে শৈশবের স্মৃতি।

sea-7619268__480.jpg

Source

ছোট্ট বেলার স্মৃতি

এখনো আছে মনে
প্রান্তরে খুঁজে পাওয়া গোলাপ,
মনে আছে নীরবে দাঁড়িয়ে
প্রকৃতির সাথে করা আলাপ।
সাহসী হয়ে একাকী
ছুটে চলেছি মহুয়া বনে,
প্রকৃতি সেই কথা
এখনো বলে আমার দুকানে।
এখনো চোখে ভাসে
পদচারণায় আলোকিত প্রান্তর,
উলঙ্গ কাধে শিশির পড়ায়
কেঁপে ওঠে ঘুমন্ত অন্তর।
দুরন্ত হয়ে ছুটেছি সদা
জ্বালি অন্তরে প্রদীপ শিখা,
ভুল করেও কভু হয়নি
থমকে দাঁড়িয়ে ফিরে দেখা।
শান্ত মনে ক্লান্ত হয়ে
হঠাৎ দেখলাম পিছু তাকিয়ে,
অতিক্রম করছি অনেক পথ
সুখ দুঃখকে সাথে নিয়ে।
নদীর পানে চেয়ে দেখি
বদলে গেছে ঢেউয়ের খেলা,
তবে কী হয়ে গেছে অতীত
আমার সোনালি সেই ছেলেবেলা।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 2 years ago 

বাহ খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি সেই দিনগুলো আর কখনো ফিরে আসবেনা। সবার জীবনে শৈশবের হাজারো ঘটনা লুকিয়ে। সেই সময় মুক্ত পাখির মতো চারপাশে ঘুরাফেরা করেছি যা চাইলে এখন আর করতে পারিনা। সেই সুন্দর মুহূর্ত এখন শুধু স্মৃতির পাতায় রয়ে গিয়েছে। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু শৈশবে রয়েছে দিনের কথা মনে পড়লে আবার ফিরে যেতে ইচ্ছে করে আসলেই সেই দিনগুলো অনেকটা মিস করি।

 2 years ago 

সেই সোনালী ছোট্টবেলার দিনগুলো যেন চোখে সব সময় ভাসে ‌‌। কি ছুটো ছুটি দৌড়ানো খেলা মজার আড্ডা কত কিছু করেইনা সময় অতিক্রম হয়ে গেছে। আসলে সেগুলো এখন সোনালী অতীত। আপনার কবিতাটি হৃদয় ছুঁয়ে গেল।

 2 years ago 

চিন্তামুক্ত একটা সময় ছিল যেটা জীবনের বেস্ট সময় সেটা শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। শৈশবকালে জমে থাকা কথাগুলো আপনি আপনার কবিতার মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ছোটবেলায় আমরা মুক্তবিহঙ্গর মত ঘুরে বেড়িয়েছি সব সময় মানুষের ধরাছোঁয়ার বাইরে চলেছে। সত্যি ছোট কালের জীবনটা অনেক সুন্দর ছিল। খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

শৈশব কাল সবারই অনেক সুন্দর হয় যেই সময়টা কখনোই ভুলবার নয়।

 2 years ago 

ছোটবেলা স্মৃতি নিয়ে কবিতাটি লিখেছেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে ছোটবেলা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই স্মৃতিগুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ ছোটবেলার স্মৃতি সেটা খুবই সুন্দর এবং উপভোগ্য সেই বিষয়টি উপলব্ধি করে তুলে ধরেছি।

 2 years ago 

আমাদের সবার জীবনে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে সুখ-দুঃখের। ছোটবেলার অনেক মানুষ আছে যাদেরকে কখনো ভোলার নয় এবং স্মৃতিগুলো। আসলে আপনি আজকে "ছোটবেলার স্মৃতি" এই কবিতাটি খুবই সুন্দর ভাবে লিখেছেন। আপনার এই কবিতাটি পড়ে ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। যেগুলো কখনো ভুলার না। এখনো সে কথাগুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে। ইচ্ছে করে আগের সেই ছোটবেলায় ফিরে যেতে। আসলে ছোটবেলায় মুক্ত পাখির মতো সবাই অনেক দুষ্টামি করতাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। পড়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ পিছনের দিকে একটু চিন্তা করলেই প্রিয় দিনগুলোর কথা মনে পড়ে এবং প্রিয় মানুষগুলোর যাদের সাথে অনেকটা সময় কাটিয়েছি এখন আর কাটাতে পারি না।

 2 years ago 

আপনার কবিতাটি পড়ে মনটা ভরে গেল আমার। আর সেই কবিতাটি ছিল ছোটবেলার স্মৃতি নিয়ে। মনে করিয়ে দিলেন তো সেই ছোটবেলার স্মৃতিগুলো। সত্যি ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়লে এখনো ভীষণ ভালো লাগে। কবিতাটি কিন্তু খুবই সুন্দর ভাবে লিখেছেন যার প্রত্যেকটি লাইন মন ছোঁয়া ছিল। এরকম কবিতা গুলো পড়তে আরো বেশি ভালো লাগে। আর সেই কবিতা যদি এরকম একটি টপিক নিয়ে হয় তাহলে তো কোন কথাই নেই।

 2 years ago 

তাই নাকি আসলেই ছোট্টবেলার স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা মনে পড়লে আবার ফিরে যেতে ইচ্ছে করে যেটা আপনার মধ্যেও কিছুটা অনুধাবন মুলক অনুভূতি হয়েছে।

 2 years ago 

সোনালী শৈশবের স্মৃতিগুলো মনে উঠলেই আবারও শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। আপনি আপনার শৈশবের স্মৃতিগুলোকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। মাঝে মাঝে মনে হয় যেন খুব অল্প সময়ের মধ্যে বড় হয়ে গেলাম। খুব তাড়াতাড়ি শৈশবটাকে হারিয়ে ফেললাম। শৈশবের সবকিছুই এখন সোনালী অতীত হয়ে রয়েছে। শেষের দিকে লাইন গুলো অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু শৈশবের স্মৃতি বিজড়িত দিনগুলো নিয়ে দারুন একটি কবিতা লেখার চেষ্টা করেছি যেটা আপনার কাছে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95807.92
ETH 2778.70
SBD 0.68