টার্গেট ডিসেম্বর সিজন-৫|| ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি || Target December -50 STEEM power up|| by ripon40

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি
  • ২১, ফেব্রুয়ারি ,২০২৫
  • শুক্রবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করছি।আমি পাওয়ার আপকে ভালোবাসি।

Black Modern Minimalist Reminder Instagram Post_20250221_235815_0000.png

Made by canva app

আমি প্রথমেই ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ কমিউনিটিকে" এতো সুন্দর একটি প্লাটফর্ম আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা বাংলা ভাষায় মনের ভাব সহজেই প্রকাশ করতে পারছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি পাওয়ার আপ করাকে সাধুবাদ জানায়। আমি বিগত তিন বছর যাবৎ পাওয়ার আপ করে চলেছি। যেটা আমার সাপ্তাহিক ইনকাম থেকে। আমার সাপ্তাহিক ইনকামের ৫০-৬০% পাওয়ার আপ করার চেষ্টা করি।যেটা প্রতিনিয়ত চলমান থাকবে সাপ্তাহিক হিসেবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর বিন্দু বিশেষ করে @rex-sumon ভাই @heroism প্রজেক্ট হাতে নিয়েছে। সেখানে যদি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের পাওয়ার মিলিত করি তাহলে ভোটিং ভ্যালু বৃদ্ধি পাবে।যা থেকে ভালো ভালো কন্টেন্ট গুলো সুবিধা পাবে।সেই জন্য আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করি।তার পাশাপাশি হিরোইজমে ডেলিগেশন করার চেষ্টা করি। সুমন ভাইয়ের সিদ্ধান্তে উপনীত হয়ে অনেকে ডিসেম্বরের লক্ষ্যে পাওয়ার আপ করে চলেছেন।যার যতটুকু সাধ্য অনুযায়ী পাওয়ার করে চলেছেন।টার্গেট ডিসেম্বর সিজন ফোর শেষ করে আবার সিজন-৫ চলমান রয়েছে। সবাই তার লক্ষ্য অনুযায়ী পাওয়ার আপ করে চলেছে।ভিত্তি নাহ থাকলে কোথাও টিকে থাকা সম্ভব নয়। ভিত্তি শক্তিশালী করার জন্য সবাইকে পাওয়ার আপ করা উচিৎ ।আমার টার্গেট এই বছরের মধ্যে ১৫,০০০ স্টিম পাওয়ার আপ করার। আজ আমি ৫০ স্টিম পাওয়ার আপ করবো।৫০ স্টিম পাওয়ার আপ করার পর লক্ষ্যে পৌঁছাতে ৩০৪৩ স্টিম বাকি রয়েছে। আমার সাপ্তাহিক ইনকাম এর অর্ধেকটা পাওয়ার আপ করার চেষ্টা করি । নিজের সক্ষমতা বৃদ্ধির জন্যই পাওয়ার আপ করা।

IMG_20250222_000142.jpg

  • আমার লিকুইড স্টিম রয়েছে প্রায় ২৩১+ স্টিম। আর স্টিম পাওয়ার রয়েছে ১১৯০৭ স্টিম। আমার লিকুইড স্টিমের প্রায় সম্পূর্ণটা পাওয়ার আপ করবো।

IMG_20250222_000157.jpg

  • আমার লিকুইড স্টিম থেকে ৫০ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি।

IMG_20250222_000237.jpg

  • আমার আগে স্টিম পাওয়ার ছিল ১১,৯০৭ স্টিম। পাওয়ার আপ করার পর এখন স্টিম পাওয়ার হয়েছে ১১৯৫৭ স্টিম।আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

Screenshot_2025-02-22-07-32-09-825_com.android.chrome.jpg

Screenshot_2025-02-22-07-31-01-582_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-02-22-07-30-35-745_com.twitter.android.jpg

 6 days ago 

সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে বেশি বেশি পাওয়ার আপ করে নিজের স্থান শক্ত করতে হবে আর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তবে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর নিজেদের স্টিম পাওয়ার কে অনেক বেশি বৃদ্ধি করতে পারবো। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে অনেক সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগলো।

 6 days ago 

প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করে যাচ্ছেন। লক্ষ্যে পৌঁছাতে আর অল্প কিছু স্টিম পাওয়ার আপ করা বাকি। ধারাবাহিকতা বজায় রাখলে খুব শীঘ্রই আপনি এটা পূরণ করতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 6 days ago 

আপনি আজকে ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন, এটা দেখো মাত্রই অনেক ভালো লাগলো আমার কাছে। অনেক বড় একাউন্টের পাওয়ার আপ করলেন। আপনার করা পাওয়ার আপ দেখলে সবাই খুবই উৎসাহিত হবে। সব সময় আমাদের সবার উচিত পাওয়ার আপ করা। অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করে এগিয়ে যাওয়া দরকার।

 6 days ago 

আপনি এই সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১১,৯৫৭+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। এতে করে আপনার আইডির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য ১৫,০০০ এসপি এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 6 days ago 

আজকে আপনি ভালো একটি এমাউন্ট পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে যত বেশি পাওয়ার আপ করা যায় তত বেশি আর্ন করা যায়। তবে এই বছর আপনার টার্গেট হচ্ছে পনেরো হাজার এসপি পাওয়ার আপ পূর্ণ করা। তবে আপনি এখন পর্যন্ত ১১৯৫৭+স্টিম পাওয়ার আপ করেছেন। আশাকরি নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁকি ৩০৪৩ স্টিম পাওয়ার আপ ও পূর্ণ করতে পারবেন।

 yesterday 

একাউন্টঃ @ripon40
পাওয়ার বৃদ্ধিঃ = 0.419921%

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 80672.13
ETH 2117.36
USDT 1.00
SBD 0.64