রাজুর পথচলা- গল্প (শেষ পর্ব-২) || ( ১০%লাজুক খ্যাকের জন্য )
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- রাজুর পথচলা
- ১৩, এপ্রিল ,২০২২
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি রাজুর পথচলার গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
হঠাৎ কোথা থেকে স্কুল পড়ুয়া মেয়ে এসে হাজির হলো । বয়সে রাজুর চেয়ে অনেক বড় । সে রাজুর কাছে এসে জিজ্ঞেস করল , “ কি নাম তোমার ? রাজুকে জীবনে প্রথম কেউ এমন প্রশ্ন করল । সে কোনমতে বলল , ‘ রাজু । ’ একটা বেলুন দাও তো । দাম কত ? রাজু বলল , ' দশ টাকা । ' মেয়েটা বেলুন নিতে গিয়ে রুবেলের দিকে চোখ পড়তেই চোখ বড় বড় করে বলল , এতটুকু বয়সে সিগারেট খাচ্ছ ! ফেল ! ফেল বলছি ! ' রুবেল এতটাই অবাক হলো যে নিজের অজান্তেই তার মুখ থেকে সিগারেট পড়ে গেল ।মেয়েটাকে দেখে মনে হলো সে ভূত দেখেছে । দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সে বলল , তোমাদের এই সময়টা কত নিষ্পাপ , যেখানে তোমরা খেলবে , আনন্দ করবে । অথচ , তোমাদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে । তবে একটা কথা কি জানো ? আমরা সবাই কিন্তু কোন না কোনভাবে সংগ্রাম করে চলছি । প্রত্যেকে লড়াই করছি । শুধুমাত্র ধনী হলেই মানুষ সুখী হয় না ।
মানুষের সুখ বিরাজ করে তার স্বপ্নে আর মানুষ তখনই সুখী হয় যখন সে তার স্বপ্নকে পূরণ করতে পারে কাজেই নিজেকে ছোট মনে কোরো না । কারণ আমার বিশ্বাস , ইচ্ছ থাকলে একদিন তোমরা আমাদের চাইতে অনেক বড় হবে । যারা রাস্তায় বড় হয় , তারা জীবন থেকে অনেক কিছু শেখে , যা সাধারণ মানুষ শিখতে পারে না । তাই , সৎ পথে চলো আর সংগ্রাম কর । মনে রাখবে , জীবনে যত বাধাই আসুক না কেন , তুমিই সেই বাধাকে অতিক্রম করতে পারবে । আর সফল কিভাবে হবে জানতে চাচ্ছো ?
সেই উত্তর তুমিই সবচেয়ে ভালো জানো । কারণ , একজন মানুষের যখন কোন স্বপ্ন থাকে , তখন সেই স্বপ্নকে কিভাবে সত্যি করতে হবে । সেটা সেই মানুষই ভালো জানে । রাজু আর রুবেল বাক প্রতিবন্ধীর মত দাঁড়িয়ে রইল । ‘ এই যে , তোমার টাকাটা । ' রাজু টাকাটা হাতে নিল । টাকা দেওয়ার পর বেলুন হাতে মেয়েটা ধীরে ধীরে চলে গেল । হঠাৎ খুব উজ্জ্বল রোদের আলোয় পথটা আলোকিত হয়ে গেল । শীতের সকালের সোনালি আলোটা যেন ওদের মনে একটা স্বপ্নের আশা এনে দিল ! স্বপ্নীল আলোয় আলোকিত হয়ে ওরা পথে দাঁড়িয়ে রইল । হতাশায় নয় , জীবনযুদ্ধে জয়ী হওয়ার ও স্বপকে সত্যি করার আশায় ।
আপনি প্রতিনিয়ত ক্ষুদ্রতম সাপোর্ট দিয়ে পাশে রয়েছেন যেটা আমার কাছে অনেক বড় পাওয়া এভাবেই যেন পাশে থাকতে পারেন সেটাই কামনা করি।
গল্পের প্রথম পর্ব পড়ে আকর্ষনীয় লাগছিলো। আজকে লাস্ট পার্ট পড়ে আরো বেশি ভালো লাগলো। আসলে শিক্ষনীয় একটা পোস্ট পড়লাম। গল্পের শেষ টা বেশ ভালো ছিলো। অনেক ধন্যবাদ ভাই।
আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হলো গল্পটা যখন স্বয়ংসম্পূর্ণ একজন পড়ে কমেন্ট করে সেটা অনেক খুশির সংবাদ হয়ে থাকে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রত্যেকটা মানুষের জীবন কোনো-না-কোনোভাবে সংগ্রামের সাথে জড়িত রয়েছে, বিভিন্ন প্রকার ঘটনাবহুল। আপনার সুন্দর একটি উপস্থাপনা দেখে আমার খুবই ভালো লাগলো যেহেতু এটা ছিল শেষ পর্ব যার থেকে নতুন একটি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। জানতে পেরেছি বুঝতে পেরেছি।
মানুষের জীবন মানেই যুদ্ধ করে বেঁচে থাকা যেটা সবার ক্ষেত্রে আলাদা হয়ে থাকে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার গল্পটি আমার খুব ভালো লেগেছে পরবর্তীতে এ ধরনের আরো গল্প দেখতে চাই। শুভকামনা রইল আপনার জন্য
আপনাদের কাছে ভাল লাগাই আমার অনেক বড় পাওয়া পরবর্তীতে আরও অনেক গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ।