বন্ধুদের স্পেশাল দিনে ট্রিট ||১০% লাজুক খ্যাকের জন্য
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- বন্ধুদের স্পেশাল দিনে ট্রিট
- ১১, ফেব্রুয়ারি ,২০২২
- শুক্রবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ দিনটি ছিল বৃষ্টির দিন বন্ধু সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করেছি ।আশাকরি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
Device : A20s
আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
দিনটি ছিল বৃষ্টির দিন। গতকাল রাত থেকেই বৃষ্টি নিমনিম করে পড়ছিল। বৃষ্টির দিনে ঘুমানোর পরিমাণটা একটু বেশি হয়। এটা আমার ক্ষেত্রে নয় সবাই বৃষ্টির দিনে ঘুমাতে পছন্দ করে। গত কয়েক দিন যাবত এমনিতেই অনেক শীত পড়ছে। ঘরের বাইরে যেতেই অনেক শীতের সম্মুখীন হতে হয়। এবার শীতে কয়েকবার নিম নিম করে বৃষ্টি হয়েছে কিন্তু একটা বিষয় আমি লক্ষ করতে পেরেছি বৃষ্টির দিনে শীতের পরিমাণ কম থাকে। বৃষ্টির দিনের শীতের পরিমাণ কম থাকে কিজন্য সেটা এখনো বুঝে উঠতে পারিনি।
যাইহোক, দিনের বেলা খাওয়ার মুহূর্ত বাদে পুরোটা সময় বিছানায় কাটিয়েছি। মাঝে মাঝে মোবাইল চালাই আর ঘুমিয়ে পড়ি ।এভাবে নিজেকে বোরিং লাগছিল। বাড়ির পাশেই বাজার যেখানে গিয়ে বিকাল টাইমে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় । যেখানে আমার প্রতি নিয়ত যাওয়া হয়ে থাকে। বৃষ্টির কারণে আজ সম্ভবত যাওয়া হবে না সেই চিন্তা ভাবনা করে বিছানায় শুয়েছিলাম। সারাদিন হালকা বৃষ্টির সাথে হাওয়া বাতাস বইছে হঠাৎ বিকেল মুহূর্তে বৃষ্টিটা কমে যায়। তার কিছুক্ষণ পরেই আমার এক বন্ধু ফোন দিলো ঘুরতে বেরোতে হবে। আমি তাকে বললাম এই বৃষ্টি ভিতরে কোথায় ঘুরতে যাব বলল পরিষ্কার হয়ে গেছে কিছু হবে না তুই চলে আয় বাজারে। যাইহোক, বাড়িতে একা একা ভাল লাগছিল না সে জন্য বিছানা থেকে উঠে বিকেলের খাবার খাওয়া দাওয়া করে বাজারের দিকে রওনা হলাম।
বাজারে যাওয়ার পর আমরা যেখানে প্রতিনিয়ত আড্ডা দিই অনেক বন্ধু সেখানে উপস্থিত হয়েছে। আমি তাদের বললাম তোরা কোথায় ঘুরতে যাবি এই বৃষ্টির দিনে ।তারা বলল আজ স্পেশাল একটি দিন আমার কিছু বন্ধু ডিপ্লোমা লেখাপড়া করতো তারা ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই উপলক্ষে তারা আমাদেরকে ট্রিট দিবে সেজন্য আমরা ঘুরতে যাওয়ার জন্য বের হলাম। আমরা কয়েকজন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে নদীর পাশে কফি হাউজ রয়েছে সেখানে গিয়ে সুন্দর মুহূর্ত পার করার সিদ্ধান্ত নিলাম। সেই লক্ষ্যে আমরা মোটরসাইকেল নিয়ে এই অন্ধকারাচ্ছন্ন বিকেলে বের হলাম।
আমরা আধাঘন্টা পর নদীর পাশে কফি হাউজের স্থানটিতে পৌছালাম কিন্তু বৃষ্টির দিনে কফি হাউজ বন্ধ ছিল। আমাদের খুবই খারাপ লাগছিলো সবাই মিলে খুব সুন্দর একটি মুহূর্ত পার করব এখানে কিন্তু এসে দেখি কফি হাউজ টি বন্ধ । আধা কিলোমিটার দূরে আরেকটি কফি হাউজ ছিল আমরা সেখানে গেলাম যেয়ে দেখি দোকান খোলা আছে ।তখন খুবই ভালো লাগছিল আমরা একসাথে 7 জন উপস্থিত ছিলাম সাতটি কফির অর্ডার দেয়া হল ।তারপর আমরা নদীর সাইডে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকলাম পরিবেশটা ছিল কুয়াশাচ্ছন্ন পরিবেশের মতো ।বিকেলের মুহূর্তটা সুন্দর ছিলনা।
তারপর আমরা সেখানে এক ঘন্টা যাবত আড্ডা দেওয়ার পর আবার সিদ্ধান্ত নিলাম শহরের দিকে যাব। সেখানে গিয়ে কেক এবং নুডুলস খাব আমরা আবার মোটরসাইকেল নিয়ে রওনা হলাম। আমাদের এলাকা থেকে 11 কিলোমিটার দূরে শহর অবস্থিত সেই উদ্দেশ্যে রওনা হলাম ।দিনটি মনে হয়েছিল খুবই খারাপ যাবে কিন্তু আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর মুহূর্ত পার করেছি। আমাদের এই রেস্টুরেন্টে প্রায় কিছু খাওয়া দাওয়ার জন্য আসা হয়। রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমার কাছে এই রেষ্টুরেন্টের খাবারগুলো খুবই সুস্বাদু লাগে। সেজন্য এখানে প্রায়ই আসা হয়।
প্রথমে নুডুলস অর্ডার দেয়া হলো আমরা সবাই নুডুলস খেতে খুবই পছন্দ করি ।সেজন্যই প্রথমে নুডুলস অর্ডার দেয়া হয় ।নুডলস খাওয়ার পর হঠাৎ আমার এক বন্ধু বলে কেক খেতে হবে কিছু ঝাল জাতীয় খাবার খাওয়ার পর মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে হয় ।সেই সেই কথার থেকেই কেক খাওয়া। সুন্দর সুন্দর কয় প্রকারের কেক ছিল আমার এক বন্ধু একটি কেক পছন্দ করে অর্ডার দিল। আমরা ততক্ষণে সবাই আড্ডা দিচ্ছিলাম। কেক খাওয়া-দাওয়া শেষ করে সবাই আর কিছুক্ষণ আড্ডা দেয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এক ঘন্টা পর বাড়িতে পৌঁছে যাই। আসলে বৃষ্টির দিনে খুব সুন্দর মুহূর্ত পার করলাম কখনো কল্পনাও করতে পারেনি ।এত সুন্দর মুহূর্ত পার করতে পারব যাই হোক ভাগ্য সহায়ক ছিল বলেই অনেক সুন্দর মুহূর্ত পার করলাম। আশা করি আমাদের কাটানো মুহূর্ত আপনাদের ভালো লাগবে।
বৃষ্টির দিন মানে খাওয়া-দাওয়ার একটা দিন। আপনি খুবই সুন্দর ভাবে বৃষ্টির এদিনটি উপভোগ করেছেন। আর আমার মনে হয় প্রত্যেকটি মানুষই নুডুলস খেতে অত্যন্ত পছন্দ করে। আমার কাছে নুডুলস খেতে খুবই ভালো লাগে। আমাদের এলাকায় এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছিল যে বাইরে যাবার মতো কোনো সময় পেয়েছিলাম না।
বৃষ্টির দিনে এরকম মুহূর্ত পার করব কখনো ধারণা করিনি ।আপনার সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।
বন্ধুদের স্পেশাল দিনে ট্রিট দেখে খুবই ভাল লেগেছে আমার কাছে। বন্ধুদের কাছ থেকে অনেক দিন হলো ট্রিট নেওয়া হয় না। আর এই সময়টা খুব স্মরণীয় হয়ে থাকে । এমন অনেক দিন রয়েছে আমার স্মরণীয়। খুব ভালো লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার উপস্থাপন। সবার জন্য শুভকামনা রইল
আপনার বন্ধুর কাছ থেকে ডষ ট্রিট নেওয়া বাকি থাকলে তাড়াতাড়ি নিয়ে ফেলুন। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাই এমন ট্রিট আমরাও ভাই🤲🤲😁
অনেক দারুন ছিলো মুহুর্ত আর বন্ধুদের যখন স্পেশাল ট্রিট দিছেন তার মানে পকেট টাও স্পেশাল ভাবে ফাকা হয়ে গেছে🤣
পকেট ফাকা হলেও দারুন এই মুহুর্ত ফিরে আশার না।খুব সুন্দর সময় ছিলো।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ট্রিট দিলে তো একটু পকেট ফাঁকা হবেই ।যাইহোক, কিছু করার নেই খেতেই হবে। মতামত পেশ করার জন্য ধন্যবাদ।
বন্ধুদের সাথে ঘুরতে কার না ভালো লাগে। বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো ছবি মজাদার, রোমাঞ্চকর। বৃষ্টির দিনে যদিও প্রয়োজন ছাড়া বাইরে তেমন বের হওয়া হয় না তবুও সেই দিনে বন্ধুদের সাথে আপনার কাটানো মুহূর্তগুলো ছিল দারুণ। বিশেষ করে কফি খাওয়ার আড্ডাটা আমার কাছে ছিল খুবই চমৎকার।
বৃষ্টির দিনে সবাই বাড়িতে ব্যস্ত সময় পার করে হঠাৎ করে এমন একটা মুহূর্ত পার করব কখনো ভাবেনি। ভালোই লেগেছে ধন্যবাদ মতামত জানানোর জন্য।
ধন্যবাদ ও আমন্ত্রন রইলো।
বাহ ভাইয়া প্রতিটি ছবি তুলেছেন। ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনার এনজয়মেন্ট এর কিছুটা মুহূর্ত বাস্তবে ফুটে উঠেছে। খুব সুন্দর কিছু মুহূর্ত বন্ধুদের সাথে। এবং ট্রিটের বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইলো আপনাদের সকলের জন্য ভাইয়া।
সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।
ভাই বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলোর ছবি ও মজাদার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে তো খুবই মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে কফি খাওয়ার আড্ডাটা আমার কাছে খুবই ভালো লেগেছে । বৃষ্টির দিনে যদিও প্রয়োজন ছাড়া বাইরে তেমন বের হওয়া হয় না তবুও সেই দিনে বন্ধুদের সাথে আপনার কাটানো মুহূর্তগুলো ছিল এককথায় দারুণ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ও অসাধারণ মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কফিটা অনেক সাদের ছিল বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগছিল। সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।