|| লেভেল ২ হতে আমার অর্জন :- By @rimon03 || 24-ডিসেম্বর-2021 || ১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য ||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)



আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কিছুদিন আগে @abb-school থেকে আমি ক্লাস গুলো মনোযোগ দিয়ে শুনেছি এবং লেকচার শিট গুলো ভালোভাবে পড়েছি। প্রথমে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটি এডমিন মডারেটরদের কে যারা এত সুন্দর করে ক্লাস গুলোর দিচ্ছে এবং সবাইকে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। যাতে করে আমরা প্রত্যেকে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং আমাদের জীবনে কিছু সফলতা আনতে পারে। একজন শিক্ষক যেমন তার ছাত্রকে কোন একটা বিষয় সুন্দর করে বুঝিয়ে মাথার ভিতরে গেঁথে দেয় ঠিক তেমনি এখানেও এডমিন মডারেটররা এক একজনকে সেই রকম করে গড়ে তুলতেছে সত্যিই আমার কাছে এটা অনেক অনেক বেশি ভালো লেগেছে।


1000009734-01.jpeg


কিছুদিন আগে আমি লেভেল টু এর ক্লাস দুটো মনোযোগ দিয়ে শুনে সম্পন্ন শেষ করেছে। আর সেই ক্লাস এবং সিট গুলো ভালো ভাবে চর্চা করে আজকে আমি সেই আলোকে কয়েকটি প্রশ্নের উত্তর করতে যাচ্ছি। যদি কোন কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,



abb-school থেকে লেবেল টু এর বিষয় সমূহঃ---


★সিকিউরিটি
★পাওয়ার আপ
★ডেলিগেশন
★ওয়ালেট

এই বিষয়গুলো সম্পর্কে আমি ডিসকটে এবং এবিবি স্কুলের মধ্যে যে জ্ঞান অর্জন করেছি তার উপর ভিত্তি করে এই প্রশ্নগুলোর উত্তর আমি নিচে করতে যাচ্ছি।



  • প্রশ্নঃ Posting key এর কাজ কি ?


উত্তরঃ স্টিমিটে লগইন করার সময় এই পোস্টিং কি এর প্রয়োজন হয়। অর্থাৎ পোস্ট করা, কমেন্ট করা, আপভোট ডাউনভোট দেয়া, পূর্বের পোস্ট অথবা কমেন্ট কে এডিট করা, পোস্ট শেয়ার করা, ফলো এবং আনফলো করা ইত্যাদি। এসব বিষয়ে আমরা পোস্টিং কি ব্যবহার করে থাকি।



  • প্রশ্নঃ Active key এর কাজ কি ?


উত্তরঃ ওয়ালেট সংক্রান্ত সকল কাজ করার জন্য মূলত আমাদের এই অ্যাক্টিভ কি এর প্রয়োজন হয়। এই কি দিয়ে SBD থেকে steem করা হয়ে থাকে, পাওয়ার আপ এবং পাওয়ার ডাউন করতে পারব, সেভিংস করতে পারব, কাউকে steem অথবা SBD পাঠাতে পারব, এই কি টাকে সন্দুকের চাবিও বলা হয়ে থাকে কারণ সব কি যদি হারিয়ে যায় তাহলে এটা দিয়ে অনেক কাজেই করা যায় তাই এই কি আমাদের সুরক্ষিত ভাবে রাখতে হবে যাতে করে হারিয়ে না যায়।



  • প্রশ্নঃ Owner key এর কাজ কি ?


উত্তরঃ উনার কি সকল কিয়ের মূলে কারণ, কখনো যদি পোস্টিং কি অথবা অ্যাক্টিভ কি হারিয়ে যায় তাহলে সেগুলো ফিরিয়ে উনার একটা উপায় হলো এই উনার কি। উনার কি এর এমন পাওয়ার যে সে নিজেকেই পরিবর্তন করে ফেলতে পারে।



  • প্রশ্নঃ Memo key এর কাজ কি ?


উত্তরঃ নিদিষ্ট কোনো কিছুকে চিহ্নিত করতে এই কি প্রয়োজন করতে। কোনো ব্যক্তিগত তথ্য যদি কারো কাছে পাঠানো হয় তা দেখতে এই কি এর দরকার হয়। কিন্তু স্টিমিটে এই কি এর বেশি প্রয়োজন হয় না।



  • প্রশ্নঃ Master password এর কাজ কি?


উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড এগুলো কি এর চেয়ে একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ মাস্টার পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড যা দিয়ে আমরা সব কি পরিবর্তন করতে পারব। কখনো যদি আমাদের সবগুলো কি হারিয়ে যায় শুরু মাস্টার পাসওয়ার্ড থাকে তাহলে আমরা আবার সব কি গুলোকে রিকভার করতে পারব। তাই মাস্টার পাসওয়ার্ড হলো একটা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড।



  • প্রশ্নঃ Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?


উত্তরঃ বর্তমানে আমি আমার ফোনের ফাইল ম্যানেজার এ সুন্দর করে কপি করে রেখে দিয়েছি। শুধু ফাইল ম্যানেজারে না ভিন্ন ভিন্ন সুরক্ষিত জায়গা গুলোতে আমি কপি করে রেখেছি। এছাড়া আমি আমার জিমেইলে এই মাস্টার পাসওয়ার্ড রেখে দিয়েছি। এবং মেমোরি কার্ডেও আমার এই পাসওয়ার্ড রয়েছে।



  • প্রশ্নঃ পাওয়ার আপ কেন জরুরী?


উত্তরঃ পাওয়ার আপ করা হয় নিজেকে শক্তিশালী এবং সমৃদ্ধ করার জন্য। আমরা যদি কোনো প্লাটফর্মে দীর্ঘ স্থায়ী ভাবে কাজ করতে চাই তাহলে আমাদের অবশ্যই পাওয়ার আপ শক্তি বৃদ্ধি করতে হবে। আমরা যত বেশি বেশি পাওয়ার আপ করব আমাদের অ্যাকাউন্টের ভ্যালু ততো বেশি বাড়তে থাকবে। এবং এর জন্য আমরা কিউরেশন রিওয়ার্ড ও পাব। তাই আমাদের পাওয়ার আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।



  • প্রশ্নঃ পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?


উত্তরঃ আমাদেরকে প্রথমে যেতে হবে ওয়ালেটে, এবং ওয়ালেটে গিয়ে কিছু SBD কে স্টিমে কনভার্ট করতে হবে। তারপর steem এ ক্লিক করতে হবে এবং পরবর্তীতে পাওয়ার আপ একটা অপশন আসবে ওখানে ক্লিক করতে হবে এবং তারপর আমরা কতো স্টিম পাওয়ার আপ করব তার অ্যামাউন্ট দিতে হবে অ্যামাউন্ট দেওয়ার পর অ্যাক্টিভ কি প্রদান করতে হবে তারপর কন্টিনিউ করে দিলে আমাদের পাওয়ার আপ হয়ে যাবে।



  • প্রশ্নঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?


উত্তরঃ তিন দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্স আমাদের একাউন্টের যোগ হয়।



  • প্রশ্নঃ মেমো ফিল্ড এর কাজ কি?


উত্তরঃ যখন আমরা কোনো স্টিম বা কোনো লিকুইড স্টিম এক একাউন্ট থেকে অন্য একাউন্টে পাঠাতে চাই তখন সে একাউন্টকে আইডেন্টিফাই করার জন্য একটা কোড বা পিন থাকে যার কারণে আমরা সহজেই সেখানে ট্রান্সফার করতে পারি।



  • প্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?


উত্তরঃ পাঁচ দিন পর।



  • প্রশ্নঃ ধরুন, আপনি প্রজেক্ট Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?


উত্তরঃ আমাকে পূর্বের ডেলিগেশন করা এস.পি এবং বর্তমানের ডেলিগেশন করা এস.পি যোগ করে এখানে বসাতে হবে অর্থাৎ আমাকে ৩০০ এস.পি লিখতে হবে।



ধন্যবাদ সবাইকে, আমার প্রশ্নের উত্তর গুলো লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই দেখা হবে আবার অন্য আরেকটি পোস্টে তো বন্ধুরা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG...mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP1mCUC5SnebPUVJx44gP8SzUDJ9qHZxCn5H4gVGkHNmtgVBghzv13zaz.png





Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে জানাই সাদুবাদ। আপনি খুব সুন্দর করে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি আপনি পরবর্তী লেভেলে উত্তীর্ণ হবেন। লেগে থাকেন৷ ইনশাআল্লাহ সফল হবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

প্রথমেই আপনাকে level2 তে স্বাগত জানায়। আশা করি সফলভাবে আপনি level 2 পার করতে পারবেন। অনেক সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করেছেন। key গুলোর ব্যবহার, পাওয়ার আপ এবং অন্যান্য বিষয়। ভালোবাসা অবিরাম ভাই।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে লেভেল ২ এর পরিক্ষা দিয়েছেন। দেখে খুব ভাল লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার পক্ষ থেকে তোমার প্রতিও শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97939.48
ETH 3363.31
USDT 1.00
SBD 3.31