মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৪০

in আমার বাংলা ব্লগ18 days ago

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
শীতকালীন বাহারি সবজির ফটোগ্রাফি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 12 days ago 

1000009139.jpg

ক্যামেরা মডেল:- Redmi12
ফোকাল লেন্থ:- 28mm
ফ্ল্যাশ :- ব্যবহৃত হয় নি।
এডিট:- নন- এডিট

কিছু কথা: শীতকালীন সময়ে নানারকম বাহারি সবজি পাওয়া যায়। যেগুলো কেবলমাত্র শীতকালেই অ্যাভেলেবেল পাওয়া যায়। খেতেও অনেক সুস্বাদু লাগে। গতকালকে খুব সকাল সকাল বাজারে গিয়েছিলাম হঠাৎ দেখতে পেলাম বেশ কিছু চমৎকার শীতকালীন সবজি ,দেখেই আমার কাছে ভীষণ ভালো লাগছিল ।তাই ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে।

 11 days ago 

20241226_134411.jpg

20241223_140125.jpg

সত্যি বলতে আমি বাজারে যেতে পারিনি তাই জন্য শীতকালীন সবজির ফটোগ্রাফিও করা হয়নি। তবে মজার ব্যাপার হচ্ছে ক্লে দিয়ে ঘরে বসে শীতকালীন সবজি তৈরি করেছি। যেগুলো আমার নিজের কাছে খুব বেশি ভালো লেগেছে। আর এগুলোর বেশ কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। যেহেতু সত্যিকারের সবজির ফটোগ্রাফি করতে পারেনি, তাই জন্য ভাবলাম নিজের তৈরি করা ছোট কিউট সবজি গুলোর ফটোগ্রাফি শেয়ার করি। জানিনা বিষয়টা আসলে কেমন হবে। তবে নিজের ভালো লাগা থেকে এটা শেয়ার করলাম।

ক্যামেরা মডেল:- Samsung Galaxy S23 ultra
ফ্ল্যাশ :- ব্যবহৃত হয় নি।
এডিট:- এডিট

 14 days ago 

IMG_20240126_161658.jpg

Camera : Redmi 9
Focus length : 27 mm
flash : couldn't use
no edited

আমি বেশ কিছুদিন আগে বাজার করতে গিয়েছিলাম। সে বাজারে শীতকালীন বাহারি সবজি উঠেছিল। প্রতিটি সবজি দেখতে টাটকা এবং ফ্রেশ ছিল। দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। শীতকালে এই ধরনের সবজিগুলো খেতে খুব সুস্বাদু হয়। তাই নিজের ভালো লাগা থেকে আমি ফটোগ্রাফি করেছিলাম। কিন্তু মজার বিষয় হলো আমি যখন ফটোগ্রাফি করছিলাম তখন দোকানদার আমার ফোন ক্যামেরার দিকে তাকিয়ে ছিল। তারপর আমার পছন্দ মত কিছু বাজার করে আমি বাসায় চলে আসি।

 14 days ago 

IMG_20241226_184829.jpg

ডিভাইস- redmi note 10 pro max
ফোকাল ল্যান্থ- 6.04mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড

বিবরণ: গতদিন গির্জা পরিদর্শন করে আসার সময় বাজার করতে ঢুকেছিলাম বর্ধমান স্টেশনের কাছে।বড় বাজার বসে সেখানে আর শীতের হরেক রকমারি সবজি দিয়ে ঠাসা ছিল বাজারটি।তাই অনেকগুলো ছবিই ক্যাপচার করেছিলাম।তার মধ্যে এই ছবিতে অনেক শীতকালীন সবজি ছিল, যেমন--ফুলকপি,বিটকপি,গাজর,টমেটো,ক্যাপসিকাম, বিন,বরবটি,পেয়াজসহ পাতা এবং বিটুলীসহ পুঁইশাক ইত্যাদি।আমরা অবশ্য শীতকালীন সবজি ফুলকপি,বাঁধাকপি ও আলু কিনেছিলাম।

 13 days ago (edited)

IMG20241227171420~2.jpg

ক্যামেরা মডেল:- Realme 9 5G SE
ফোকাল লেন্থ:- 4.17 mm ; ISO160
ফ্ল্যাশ :- ব্যবহৃত হয় নি।
এডিট:- নন- এডিট

শীতকালীন সবজির বাজারে গিয়ে চোখের শান্তি পাওয়া যায়! এত এত কালারের সবজির ভ্যারাইটি শীতকালের অন্যতম আকর্ষণ! 😍

 12 days ago 

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErLp68tfaM8jxY1BLe8hFvWyMJCyMz1swbERsEsLf9pKmLPD6Fsr5Ueupyex4kLZiMqsJ7b3NYb6LtSAYn76vABqJjz2c13hqUSr.jpeg

ডিভাইস - Samsung Galaxy Note 20 Ultra 5g
ফোকাল ল্যান্থ - 25 mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - ইডিটেড

আসলে শীতকালীন সবজি খাওয়ার মজাই আলাদা। নতুন আলু,শিম,মটরশুঁটি,টমেটো,শালগম সহ বিভিন্ন ধরনের সবজি এই ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন। এই সবজি গুলো আমার খুব পছন্দ। এই ফটোগ্রাফিটা লাঙ্গলবন্দ সাপ্তাহিক হাট থেকে ক্যাপচার করেছিলাম। প্রতি সপ্তাহের শুক্রবারে লাঙ্গলবন্দ বাজারের পাশে সাপ্তাহিক হাট বসে থাকে।

 18 days ago 

বরাবরের মতো এবারের টপিকটাও দারুণ লেগেছে ভাই। শীতকালীন সবজি খেতে যেমন ভালো লাগে, তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে শীতকালীন সবজির অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

দারুন সুন্দর একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা নিয়ে এলেন ভাই এই প্রতিযোগিতার জন্য অনেক রকম নতুন নতুন ফটো দেখবার সুযোগ হবে। শীতের দিনে সবজিগুলি ভীষণ তাজা হয়। আর সেগুলি ছবি দেখতে দারুন সুন্দর লাগবে।।

 17 days ago 

এই সপ্তাহেও ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। আজকের টপিক্স টা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। উপযোগী একটা বিষয় এটি। আমি তো যথাযথভাবে চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য। শীতকালীন সবজি গুলো খেতে যেমন ভালো লাগেড় দেখতে অনেক সুন্দর লাগে।

 18 days ago 

বরাবরের মতো আবারো সময় উপোযোগি একটি বিষয় নিয়ে মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন দেখে ভালো লাগলো। এবার অবশ্যই পার্টিসিপেট করবো!

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.25
JST 0.040
BTC 95038.31
ETH 3326.36
USDT 1.00
SBD 7.20