সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহ - [Weekly Plagiarism Report -February -3rd week]

in আমার বাংলা ব্লগ3 years ago

Tue_23_11_2021_13_43_02.png

20-02-2022

চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@mirazul-islamমোটরসাইকেল
100%
উৎস
@shakil321১৪ ফেব্রুয়ারি..
100%
উৎস

কপিরাইট বিধি লঙ্ঘন:

ক্রমিক নংনামপোস্টপ্রধান উৎস
@mirazul-islamলিংক উৎস

যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png


Sort:  
 3 years ago 

দাদা,আমার মনে হয় এখনো পর্যন্ত চৌর্যবৃত্তির প্রতিবেদনে 2 এর কম সংখ্যা আসে নি।মনে হচ্ছে এর থেকে আর কমানো যাবে না, কারণ প্রতিনিয়ত নতুন মানুষ যুক্ত হচ্ছেন।তাই তারা ঠিকভাবে না বুঝে প্রথমে ভুল করছে।তবুও আমরা আশা রাখি শুন্য তালিকার।ধন্যবাদ দাদা।

 3 years ago 

শুদ্ধ ভাবে এগিয়ে যাবো বিশ্বে নতুন পরিচয় পাবো।এভাবেই এগিয়ে যাক আমার বাংলা ব্লগ। চুরি কে না বলি, আর যেই চুরি করুক আমাদের জিনিয়াস ভাইয়ার থেকে রক্ষা নেই ধরা পরতেই হবে।

আগের তুলনায় অনেকটা কুমেছে লিস্ট গুলো।

 3 years ago 

আসলে চৌর্যবৃত্তি কেউই কামনা করে না। আর এটি আসলে স্টিমিট এর জন্য একটি ভয়ঙ্কর হুমকিস্বরূপ ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর করে মনিটরিং করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ,এবং ভাল থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনা করব।

সবাই স্বচ্ছতার সহিত এগিয়ে যাক এটিই সবার প্রত্যাশা। আর সেটি নিশ্চিত করতে রয়েছে আমাদের সবার প্রিয় সুমন ভাই।

 3 years ago 

আপনার কাজের সত্যি প্রশংসা করতে হয়, আপনি আমাদের কমিউনিটির মান উন্নয়ন ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

115.png

 3 years ago 
হাহাহা, এই সপ্তাহেও আসামী আছে। তবে এগুলো থাকবেই দুই একজন। আপনি অসাধারণ ভাবে দায়িত্বের সাথে প্রতিনিয়ত অপরাধীদের পাকরাও করে চলছেন। ধনবাদ আপনাকে। ভালোবাসা অবিরাম 💞💞
 3 years ago 

আসলে চৌর্যবৃত্তি কেউ পছন্দ করেনা। ব্যক্তিগতভাবে আমিও না, তবে সুমন ভাই যেটা বলব আপনার তদারকির কারণে অনেক কমে গিয়েছে। যেটা অনেক বেশি ছিল ।অনেক ধন্যবাদ নিজের কমিউনিটির এবং নিজের কমিটিতে এভাবে মনিটরিং করার জন্য।

 3 years ago 

গত সপ্তাহের রিপোর্ট তা দেখে বেশ ভালো লাগছিল। তবে
এই সপ্তাহে আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি একটা জিনিস বুঝি না, যেখানে চুরি করে ধরা পড়তে হবে নিশ্চিত সেখানে চুরি করে কি লাভ?? মানুষ গুলো সত্যিই কেমন জানি।

তবে আশা করছি সুমন ভাইয়ের এমন ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে এটি 0% নেমে আসবে বলে আমি বিশ্বাস করি।

ধন্যবাদ সব সময় আমার বাংলা ব্লগ এর পাশে সুন্দরভাবে নিজেকে নিয়োজিত রাখার জন্য

বাংলা ব্লগ কমিউনিটিতে চৌর্যবৃত্তির কোন আশ্রয় নেই সেটা আপনার প্রতিবারের রিপোর্ট গুলো দেখলেই বোঝা যায়। আমার ধারনা মতে কমিউনিটিতে লিগ‍্যাল যে ইউজারগুলো আছে তাদের কোন ধরনের সমস্যা হচ্ছে নাহ নতুনদের জন‍্য এই চৌর্যবৃত্তি গুলো এখনো দেখা যাচ্ছে।

 3 years ago 

ভাইয়া আপনি অনেক পরিশ্রম করে সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদন তৈরি করেছেন। কমিউনিটির পরিবেশ ভালো রাখতে এবং কমিউনিটি দূষণমুক্ত রাখতে এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। আপনি অনেক পরিশ্রম করে ও দক্ষতার সাথে এই প্রতিবেদন তৈরি করেছেন। আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে সকলে সচেতন হবে এবং চৌর্যবৃত্তি ধীরে ধীরে একেবারে নির্মূল হবে। অনেক সুন্দর ভাবে এই প্রতিবেদনটি প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97111.20
ETH 3382.29
USDT 1.00
SBD 3.20