সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - আগস্ট চতুর্থ সপ্তাহ (Weekly Plagiarism Report -August -4th week)
23-08-2021
চৌর্যবৃত্তি একটি মারাত্মক ব্যাধি। এটি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজানে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
চৌর্যবৃত্তের সংখ্যা এই সপ্তাহে ও বৃদ্ধি পেয়েছে। আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @iabdur | তাল .. | 100% | উৎস |
২ | @joynalabedin | মোটর .. | 100% | উৎস |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @limon88 | লিংক | উৎস |
২ | @shahriar33 | লিংক | উৎস |
৩ | @sohan-bhuiyan | লিংক | উৎস |
রিপিট পোস্টার :
ক্রমিক নং | নাম | প্রধান পোস্ট | পুনরাবৃত্তি |
---|---|---|---|
১ | @shohel02 | লিংক | লিংক |
যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।
Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
দেখাই যাচ্ছে যে প্রতি সপ্তাহে চুরি করেও কোন ঠাই নেই।ধরা যে পড়তে হবে সেটা তো জানে তবুও চৌর্যবৃত্তি বাদ দিতে পারলো না🐜
যাই হোক কমিউনিটি মোটামুটি পরিষ্কার হতে যাচ্ছে।আগের তুলনায় কমেছে মনে হচ্ছে।।ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য❤️।
আশাকরছি যারা এইরকম ভূল করছে পরবর্তীতে আর এই ভূল করবে না। আপনার রিপোর্ট টা খুবই মানসম্পন্ন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি এক সময় এই চৌর্যবৃত্তি শুন্যর কোঠায় নেমে আসবে।
শূন্যের কোঠায় কখনোই আসবেনা। শুধু ঝাঁটা নিয়ে সব সময় দাঁড়িয়ে থাকতে হবে, এই আরকি।
কথা সত্য ভাইয়া।মানুষ বইলা কথা।অন্য প্রাণী হলে এতো নকল করতো না😁
ভুল করে অনেক শিক্ষা পাওয়া যায় এবং এই শিক্ষা ভুলতে চাইলেও ভোলা যায় না।
এখন থেকে সকালের সর্তক হওয়া উচিৎ।
ভাই আপনার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। আপনি একটা স্ক্যানার মেশিন এর মত সব সময় এলার্ট থাকেন। চমৎকার একটা কাজ।
ভাইয়া এইবার দেখছি পরিচিতমুখ ও আছে আপনার রিপোর্টে। সবাই আসলে ভাবে আপনাকে ফাঁকি দিতে পারবে। রিপোর্টটি সুন্দর উপস্থাপন করেছেন।
সময় একদিন এমন আসবে জে আর এই কমিউনিটিতে কেউ চৌর্যবৃত্তি করতে ভুলে যাবে। কেননা সুমন ভাই যে পদক্ষেপ গ্রহণ করেছে এটি খুবই ভাল একটি পদক্ষেপ।
আমার নিজের পোস্টগুলো করতে খুবই ভয় লাগে নাজানি কোন ভাবে চৌর্যবৃত্তি হয়ে যায়। আমি সাবধানে আছি সকলেই সাবধান থাকবেন
সবাইকে সুন্দর মানের পোস্ট করার জন্য আহ্বান করা হলো এবং চৌর্যবৃত্তি থেকে বিরত থাকার জন্য বলা গেল
আর সাধুবাদ জানাই সুমন ভাইয়ের এমন পদক্ষেপগুলোকে
কমিউনিটিতে স্বচ্ছ রাখতে @rex-sumon দাদার অবদান অনস্বীকার্য। দাদা যেভাবে সবার পোস্টে নজর রাখে নিঃসন্দেহে আমাদের কমিউনিটি 100% স্বচ্ছ থাকবে সবসময়। দাদা যেভাবে কাজ করে যাচ্ছেন। যদিও মাঝে মাঝে কেউ কোথায় ও স্পাম , কপি পেস্ট করে চালায় দাদার নজর ফাঁকি দিয়ে যাওয়া দুস্কর। দাদার এই কাজগুলো সবার দেখে সবাই সতর্ক থাকবে বলে আমি মনে করি। যারা থাকবে না দাদার নজরে এড়িয়ে যেতে পারবেন না। তাই সকলকে বলবো। কমুনিটির নিয়ম মেনে সবাই কাজ করুন। সত্যিই কোটি কোটি প্রশংসা পাওয়া যোগ্য সুমন দাদা। অনেক অনেক ধন্যবাদ @rex-sumon দাদা।
খুবই ভালো একটা রিপোর্ট।সবার সাবধান হওয়া উচিত কারণ চুরি করলে ধরা পড়বেই।