করলা দিয়ে শুটকি মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

1659379007685.png

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আজ আমি আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা অনেকের কাছে খুবই প্রিয় আবার অনেকের কাছে একদমই অপ্রিয়। আমি আজ আপনাদের সাথে করলা দিয়ে শুটকি মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। করলা তেতো এবং শুটকি মাছ গন্ধ হওয়ায় অনেকেই এই খাবার দুইটা পছন্দ করে না। কিন্তু আমার রেসিপি ফলো করে করলা দিয়ে শুটকি মাছ রান্না করলে গন্ধ ও তেতোভাব কোনটিই খাবারে আসবে না।

করলা কেটে লবণ দিয়ে ভালো করে চটকে নরম করে নিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে।তারপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।এতে করলার অনেকটা তেতোভাব দূর হবে।

IMG20220730083053.jpg

এবং শুটকি মাছের গন্ধ দূর করার জন্য হালকা কুসুম গরম পানির মধ্যে মাছগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে।তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

IMG20220730083202.jpg

উপকরণ সমূহ :

১.করলা
২.পেঁয়াজ কুচি
৩.মরিচ কুচি
৪.রসুন বাটা

IMG20220730083107.jpg

৫.তেল
৬.শুটকি মাছ
৭.আলু

IMG20220730083228.jpg

৮.জিরা বাটা

IMG20220730083100.jpg

৯.লবণ
১০.হলুদ

প্রস্তুত প্রণালী :

প্রথম স্টেপে প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

IMG20220730083045.jpg

দুই মিনিট ভাজি করার পর শুটকি মাছ পেঁয়াজ ও মরিচের সাথে ভালো করে ভাজতে হবে। এভাবে তেলের উপর শুটকি মাছ ভাজার ফলে মাছের গন্ধ টা কিছুটা কম হয় এবং খেতেও ভালো লাগে।

IMG20220730083354.jpg

পেঁয়াজ, মরিচ এবং শুটকি মাছ কিছুক্ষন ভাজার পর দিয়ে দিবো লবণ,হলুদ,জিরা বাটা এবং রসুনবাটা।

IMG20220730083509.jpg

IMG20220730083647.jpg
এখন এগুলা মিক্সড করে পরিমান মতো পানি দিয়ে দিবো।

IMG20220730083749.jpg

তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষাতে হবে।

IMG20220730083744.jpg

কষানো শেষ হলে এগুলার সাথে করলা মিক্সড করে অল্প পরিমানে পানি দিতে হবে।
IMG20220730084647.jpg

IMG20220730085509.jpg

এই রান্নায় ঝোলের থেকে শুকনা করে রান্না করলেই বেশি মজা হয়। তাই আমি করলা দিয়ে শুটকি মাছের এই রেসিপিটাতে ঝোল রাখি না।

IMG20220730085832.jpg

অল্প সময়ের মধ্যেই খুব সহজেই করলা দিয়ে শুটকি মাছের রেসিপি তৈরি হয়ে গেলো।

IMG20220730090151.jpg

IMG20220730090239.jpg

যারা শুটকি মাছ পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আজ আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

শুটকি অনেক ধরনের রেসিপি দেখেছি এবং খেয়েছি। কিন্তু আপনার কাছে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি রেসিপি দেখতে পেলাম করলা দিয়ে শুটকি রেসিপি দারুন হয়েছে। নিশ্চয়ই খেতেও অনেক মজা হয়েছে। আর আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন খুব ভালো লাগলো। রেসিপি দেখে বাসায় ট্রাই করব অবশ্যই। ধন্যবাদ ভাইয়া চমৎকার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

করলা ভাজি আমার অনেক পছন্দের তবে আপনার মত করে করলা রান্না করে কখনো খাওয়া হয়নি ।আপনার পরামর্শটি অনেক ভালো লেগেছে কমলার তেতু ভাব দূর করার জন্য ।এভাবে রান্না করে একদিন খাওয়ার চেষ্টা করব।

 2 years ago 

ভাইয়া দারুণ একটা আইডিয়া পেলাম, করলা এবং শুটকি আমায় খুবই প্রিয়, তবে আপনি ঠিকই বলেছেন করলার তেতোভাব আর শুঁটকির গন্ধ থাকার কারণে অনেকেই খেতে চায় না, তবে ভাইয়া আপনার এই সুন্দর পদ্ধতি অবলম্বন করলে কেউ আর এই সুস্বাদু রেসিপি থেকে বঞ্চিত হবে না, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কেন জানি মনে হচ্ছে এখন নিয়মিত তোর কাছ থেকে রেসিপি পোস্ট দেখতে পারবো। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে।

 2 years ago 

আমি করলা কখনো ভাজি ছাড়া রান্না করে খাইনি। তবে শুটকি মাছ আমার খুবই পছন্দ। ভাইয়া আপনার রেসিপিটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। দেখে মনে হচ্ছে খেতেও নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে। আমার কাছে এটি সম্পূর্ণ একটি নতুন রেসিপি।আমি অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আমি করলা খাই না ।কিন্তু ভাইয়া তোমার রেশেভিটি এত সুন্দর লাগসে জিভে জল এসে গেল। আমি আমার বাসায় একবার হলেও ট্রাই করবো।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রেশেভি টি শেয়ার করার জন্য

 2 years ago 

ভাই দেখছি রান্নাও শিখে ফেলেছেন😁।
যাইহোক করলা আমার বেশ পছন্দের খাবার কিন্তু শুটকি মোটেও না😁।তবে রেসিপিটি খুব দুর্দান্ত বানিয়েছেন সে কথা বলতেই হয়।

 2 years ago 

করলা তেতো এবং শুটকি মাছ গন্ধ হওয়ায় অনেকেই এই খাবার দুইটা পছন্দ করে না

এটা আপনি ধরুন ঠিক কথা বলেছেন ভাইয়া দুটো জিনিসেরই আলাদা আলাদা ভাবে সমস্যা রয়েছে যার কারণে প্রত্যেকটা মানুষ এটা পছন্দ করে না কিন্তু ব্যক্তিগতভাবে দুটো জিনিসই আমার কাছে খুবই ভালো লাগে।

আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকারভাবে করোল্লা দিয়ে শুটকি মাছ এর একটা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটা রেসিপি তৈরি করতে হয়।

 2 years ago 

ভাইয়া , করলা দিয়ে কখনও শুঁটকি মাছ খাওয়া হয়নি । দেখি, আপনার রেসিপি ফলো করে একদিন রান্না করে খাবো ইনশা আল্লাহ । অনেক ধন্যবাদ এত মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ।

 2 years ago 

করলা তেতো এবং শুটকি মাছ গন্ধ হওয়ায় অনেকেই এই খাবার দুইটা পছন্দ করে না

কিন্তু ভাইয়া করলা তিতো হওয়ার কারণে আমি খেতে অনেক পছন্দ করি। শুটকি মাছ গন্ধ তাতে কি হয়েছে রান্না করার পরে আর গন্ধ থাকে না খেতে খুব মজাদার হয় আসলে আপনার রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে এত সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.040
BTC 96876.24
ETH 3451.68
SBD 1.58