বন্ধুর নবাগত পুত্র সন্তান সেহেরাণ এখন steemit এ।

in আমার বাংলা ব্লগlast year

bed-1839564_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY

প্রিয় বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটি খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার খুবই কাছের একজন বন্ধু আপনারা সবাই তাকে চেনেন, সে আমার বাংলা ব্লগ কমিউনিটিরি একজন এক্টিভ মেম্বার। সে হচ্ছে @ashikur50 , অনেকদিন যাবত আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে রয়েছে।

খুশির সংবাদ হচ্ছে আমার বন্ধু গতকাল একটি ফুটফুটে পুত্র সন্তানের বাবা হয়েছে। গত কিছুদিন যাবত ও অনেক চিন্তিত ছিলো সেটা আমি খুব বুঝতে পারছিলাম। আসলে চিন্তা হওয়ার মতোই সিচুয়েশন। যাইহোক, সব চিন্তার অবসান ঘটিয়ে গত ১৮ নভেম্বর ২০২৩ এর সকাল ১০:২২ মিনিটে ভাবির কোল জুরে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে।

পরিবারের সকলে তো ভিষণ খুশি। তবে বাবা হওয়ার মধ্য দিয়ে বন্ধু এক নতুন অনুভূতির ছোঁয়া পেল। এখন দায়িত্ব অনেক বেশি, চিন্তা অনেক বেশি, ব্যস্ততাও বেড়ে যাবে অনেক বেশি। তবে প্যাঁ প্যাঁ শব্দে শান্তির ঘুম আর দেয়া হবে না, হাহাহা।

baby-1151351_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY

আমি গতকাল ওকে ছেলের জন্মদিনে একটি steemit একাউন্ট খুলতে পরামর্শ দিয়েছি । ছেলের জন্মদিন যেদিন, একাউন্টের যাত্রাও সেদিন থেকেই শুরু। ওকে পরামর্শ দিলাম যেন ওর প্রত্যেকটা পোস্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বেনিফিশিয়ারি দেওয়া হয় এখন থেকে নতুন একাউন্টে। এটা হবে ওর ছেলের জন্য একটা উপহার। যখন বড় হবে, ব্লগিং করার মত যোগ্যতা হবে তখন এই একাউন্টটা উপহার হিসেবে দেয়া হবে। আর উপহার দেয়ার সময় অবশ্যই অনেকগুলো এসপি জমা হয়ে থাকবে কারণ দীর্ঘদিন ধরে বেনিফিশিয়ারি দেওয়া হবে ওই একাউন্টে।

ব্ল্যাক্স ভাইয়ের বিয়ের কারণে যেহেতু দাদা ব্যস্ত রয়েছে তাই হিরোইজমের রিসোর্স ক্রেডিট দিয়ে আরিফ ভাই গতকাল রাতেই একটি একাউন্ট ক্রিয়েট করে দেয়। একাউন্টের নাম দেয়া হয়েছে @sheheran, একাউন্টের লিঙ্ক : https://steemit.com/@sheheran/posts. নামটা কিন্তু সুন্দর তাই না? যাইহোক গতকাল রাতেই সোহাগের কাছে একাউন্টটা দিয়ে দিয়েছি।

IMG_20231119_082006.jpg

প্রথম উদ্বোধনটা আমিই করে দিলাম। 🥳💕-

পরিশেষে বলতে চাই বন্ধু সোহাগের জন্য অনেক অনেক অভিনন্দন। অন্য সবার মত বলবো না এখন থেকে আরও বেশি ম্যাচিউর হতে হবে। যেরকম আছিস ওরকমই থাক। লাইফটাকে ইজি ভাবে নিতে হবে আর ইনজয় করতে হবে। তোদের নবাগত সন্তান সেহেরাণের জন্য দোয়া রইলো।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 last year 

ভাই প্রথমেই আপনার বন্ধু আশিকুর কে অনেক অনেক অভিনন্দন জানাই।যদিও সে আর আগের মতো নিশ্চিন্তে ঘুমাতে পারবেনা বাচ্চার কান্নার শব্দে🤣🤣। আর খুব দারুণ একটি আইডিয়া দিয়েছেন। যদিও এটি আমাদের জন্য নতুন নয় কারণ ১-১-২০২৩ এ আমাদের ছেলের জন্যও একটি একাউন্ট ক্রিয়েট করেছি।সে একাউন্টে আমরাও বেনেফিশিয়ারি ও প্রতিমাসে একটি পেমেন্ট গিফট হিসেবে তার একাউন্টে জমা করি। যাই হোক এই বিষয় টি আসলে অনেক ভালোলাগ আমার।

 last year 

বাহ দারুণ তো। এটা খুব ভালো করেছেন কিন্তু।

 last year 

সকাল সকাল অবাক হয়ে গেলাম আপনার পোষ্টের হেডলাইনটা দেখে। পরে দেখি আপনার বন্ধু আশিকুরের ছেলের সম্পর্কে লিখেছেন। যাইহোক আপনার বন্ধুকে অনেক অনেক স্বাগতম। তবে আপনার বন্ধুকে তার ছেলের জন্য একটি আইডি খুলে দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। এতে করে ছেলের জন্য কিছু গিফট জমাতে পারবে তার একাউন্টে।এটি আরো ভালো লাগলো প্রথমত আপনিই যাত্রা করে দিলেন। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 last year (edited)

আপনার মত মানুষ ভাইয়া খুব কমই আছে। আপনি নিজেকে নিজে যতোটা ভাবেন। আপনি আশপাশের মানুষগুলোকে নিয়ে অনেক ভাবেন ভাইয়া। আপনাকে মন থেকে ভালবাসি ভাইয়া।এরকম চিন্তাধারার মানুষ খুব কম দেখা যায় । বন্ধুর নবাগত পুত্র সন্তান সেহেরাণ এর স্টিমিট আইডি দেখতে পেলাম ভীষণ ভালো লাগছে। এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনি। আপনার দেখাদেখি আমারও তো মন বলছে আমারও যদি সন্তান হয়। আমিও রেখে দেবো এবং সে যখন বড় হবে ব্লগিং করার জন্য তাকে আইডিটা উপহার দেব 🫡🫡🫡।এখন তো বাচ্চা হল এখন রাতে তো ঘুমানোই যাবে না অনেক কান্নাকাটি করবে। যাই হোক ছেলেকে নিয়ে অনেক সুন্দরভাবে জীবনটা যেন কাটাতে পারে এই কামনা করি।

 last year 

হুম এটা ভালো হবে। জন্মদিনের দিনেই একটা একাউন্ট খুলে রাখতে হবে।

 last year 

হঠাৎ বাচ্চার ছবি দেখে একটু কনফিউসড হয়ে গিয়েছিলাম। কেমনে কি? সুমন ভাই এরকম ভাবে গোপন করে গেল বিষয়টি। পরে টাইটেল পড়ে আমি বুঝতে পারলাম যে আশিকুর ভাইয়ের ছেলে। আসলে পরিবারের প্রথম সন্তান আসলে বাবা মায়ের আনন্দের শেষ থাকে না। সেই সঙ্গে দায়িত্ব অনেক বেড়ে যায়। বাচ্চার নামটি কিন্তু খুব সুন্দর হয়েছে। তাছাড়া আপনার বুদ্ধিটাও খুব ভালো লেগেছে। ছেলের বয়সের সাথে সাথে স্টিমিট একাউন্ট এর বয়সও বাড়তে থাকবে। শুভকামনা রইল ভাইয়া এবং বাচ্চার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

আপনার কনফিউশানের ব্যাপারটি মজার ছিলো 😜।

 last year 

আমার বাংলা ব্লগ কমিউনিটির একটিভ মেম্বর এবং আপনার বন্ধুর পুত্র সন্তান হয়েছে।যেটা একটি খুশির খবর আমার বাংলা ব্লগ পরিবারের জন্য।আর সেই উপলক্ষ্যে বাবুর নামে একটি স্টিমিট আইডি খোলা হয়েছে গিফট হিসেবে।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 last year 

"হোয়াট এন আইডিয়া " সুমন ভাই!! খুবই ভালো পরামর্শ দিয়েছেন আপনি। আর আশিকুর ভাই ও তার পরিবারকে অভিনন্দন 😍😍। মা ও নবাগত শিশু দ্রুত সুস্থ ভাবে বাসায় ফিরুক।

Posted using SteemPro Mobile

 last year 

আপনিও এই আইডিয়া কাজে লাগাইয়েন ঠিক আছে? 🥳

 last year 

ভাইয়া আপনার বন্ধুর ছেলের জন্য আপনার আইডিয়াটা দারুন। একদিন যখন সে বড় হবে ,বুঝতে শিখবে তখন আপনাকে ধন্যবাদ জানাবে। জানিনা আপনি তখন কোথায় থাকবেন। আর সেহেরাণই বা কোথায় থাকবে। তবে যে যেখানেই থাকুক ভালবাসা থাকবে। ধন্যবাদ।

 last year 

ওকে তো আমার জামাই বানাবো 😅

 last year (edited)

আগে বউকে দুনিয়াতে আসতে দেন,হা হা হা। মাত্র জামাইয়ের আগমন ঘটলো। বউয়ের আগমন কখন ঘটে আল্লাই জানে, হি হি হি।

 last year 

😆

 last year 

ভাই দারুণ আইডিয়া তো,আমি তো ভেবে রেখেছিলাম সন্তান জন্মগ্রহণ করলে ব্যাংকে মাসিক ডিপোজিট স্কিম খুলবো। কিন্তু আপনার আইডিয়া কিন্তু সেই। এই আইডিয়াটা সবাই কাজে লাগাতে পারে। যাইহোক আপনার বন্ধুর নবাগত সন্তান, তথাপি পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

 last year 

হুম ভাই এটা ভালো আইডিয়া। অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

@ashikur50 ভাইয়াকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ছেলের জন্মদিনে ছেলের নামে নতুন একটি steemit একাউন্ট খোলা হয়েছে দেখে সত্যিই ভালো লেগেছে। আর আইডিয়াটাও বেশ ভালো লেগেছে ভাইয়া। ছোট বাবুটির নামটা সত্যি অনেক সুন্দর।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে। নাম টা আসলেই সুন্দর।

 last year 

আপনার বন্ধু আশিকুর ভাইয়া ও ভাবীকে অভিনন্দন জানাই। সন্তানের জন্মদিনের দিন ই তার জন্য একটি স্টিমিট আইডি করা হয়েছে জেনে ভীষণ ভালো লাগলো। ছেলে বড় হবে আর আইডির ও ভ্যালু বাড়বে।আইডিয়াটা কিন্তু চমৎকার ছিল।ছেলের নামটিও কিন্তু দারুন।👌

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91017.04
ETH 3083.40
USDT 1.00
SBD 2.87