You are viewing a single comment's thread from:
RE: " বাড়ীতে রাখী বন্ধন উৎসব উদযাপন"
সত্যি বৌদি,
ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্ক।
আমি ঠিক যেমন চেয়েছিলাম স্বাগতা ঠিক তেমনিই।
এই পরিবারটি সবসময় এমন হাসিখুশি আর আনন্দে থাকুক এই কামনা করি।
রাখি বন্ধন সম্পর্কে আগে জানতাম না তেমন। গত বছর আর এই বছর অনেক কিছু জেনেছি। কোন এক রাখি বন্ধনের সময় কোলকাতা গেলে এই বোনটির হাতে রাখি পরে আসবো। 💞
হ্যা দাদা আসবেন আমি রাখী পড়াবো। আমি ও চাই আমার বাংলা ব্লগ এর সকল দাদাদের রাখী পড়াতে। সামনের বছর আসবেন কিন্তু রাখীর দিন দাদা। এই বোন আপনার জন্য রাখী কিনে রাখবে।
অন্যরকম একটা অনুভূতি ফিল করলাম। কি বলবো বোঝাতে পারবো না!!
সামনের বছরের জন্য অপেক্ষায় রইলাম। আর আজ থেকে আমি একটি বোন পেলাম। মনে রাখবো দেশের ওপারে আমার একটি বোন আছে।
আমার ওয়াইফের কাছে আপনার গল্প করি মাঝেমধ্যেই। যে, আমাদের বৌদি অনেক লক্ষী একটা মেয়ে। কেমনে একাই সবার খেয়াল রাখে। কতকিছু ম্যানেজ করে একাই। আবার এখন দেখছি ভাইদের কথাও ভোলেনি। 💕🥰
বোনেরা কখনো ভাইয়ের কথা ভুলে যায় না দাদা।
এজন্যই ভাই বোনের সম্পর্ক এতো মিষ্টি। 😍😍