You are viewing a single comment's thread from:

RE: স্টিমিট কমিনিটি অবজার্ভ - পার্ট ০১

in আমার বাংলা ব্লগ2 years ago

নতুন নতুন কিছু কমিউনিটি চালু হচ্ছে যেগুলোর নিয়ন্ত্রকরা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত। আর সেগুলো দেখে নতুন ইউজাররা সেইম কাজগুলোই করে। তারা তো আর সঠিক ধারণা পায় না।

এখন এই ধরণের কর্মকান্ড গুলো বহু দিক থেকেই প্ল্যাটফর্মের জন্য ক্ষতিকর।
প্রথমত কিছু ইউজার পথভ্রষ্ট হয়।
দ্বিতীয়ত রিওয়ার্ড ফার্মিং হয়।
এরপর প্লাটফর্মের রেপুটেশন নষ্ট হয় ।

আপনার এই মহান উদ্যোগের মধ্য দিয়ে এই সমস্যা গুলোর সমাধান দেখতে পারবে প্ল্যাটফর্মের জেনুইন ইউজার রা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101735.57
ETH 3676.80
USDT 1.00
SBD 3.15