বাবুকে নিয়ে হসপিটালে- অপারেশনের দিন।

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। গত কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাবুর অপারেশনের জন্য আমরা ঢাকাতে একটি হাসপাতালে গিয়েছিলাম। যেদিন গিয়েছিলাম সেদিন সারাদিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছিল। সেদিন কিছু টেস্ট দিয়েছিল ডক্টর এবং সেগুলো সব প্রথমদিনেই কমপ্লিট করেছিলাম। ৩ তারিখে অপারেশনের ডেট দিল ডক্টর।

1728482611804-01.jpeg

সকাল এগারোটার সময় অপারেশন করবে। ছয়টা থেকে খাওয়াতে নিষেধ করে করেছিলো। সকাল থেকে বাবুর পেটে কিছু না পরার কারণে প্রচন্ড কান্নাকাটি করছিল। প্রতিদিন একঘন্টা পরপর খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে৷ সেদিন ৫ ঘন্টা না খাওয়া অবস্থায় থাকতে হলো।

সাড়ে দশটার দিকে ওকে যখন ওটিতে নিয়ে যাচ্ছিল তখন আমার ওয়াইফ প্রচন্ড কান্নাকাটি শুরু করল। ওই সময়টাতে বাবুর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। কাষ্টের ছাপ ছিল চোখে মুখে। ওর চাহনি দেখে সহ্য করার মতো ছিল না আসলেই।

1728482649308-01.jpeg

ওটিতে ঢুকানোর পর প্রায় এক ঘণ্টার মতো চরম পেইনফুল একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি আমরা। অপারেশন শেষে ডক্টর আমাকে ফোন দিয়ে যখন বলল যে সব ঠিকঠাক আছে, অপারেশন সাকসেসফুল তখন স্বস্তি ফিরে এলো। আলহামদুলিল্লাহ।

1728482669056-01.jpeg

ওটি থেকে বের করবে ২-৩ ঘন্টা পর। এই সময়টা অবজারভেশনে থাকবে। ঘন্টা দুই পরে বাবুর আম্মুকে নিয়ে আসার জন্য বলল ডাক্তার। বাবুর আম্মুকে নিয়ে গিয়ে রেখে আসলাম। ঐশী বাবুর কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে পরেছিলো একদম।

1728482633433-01.jpeg

অপারেশনের ৪-৫ ঘন্টা পর বাবুকে বেডে দিয়ে গেল। বাবুর যে জায়গায় অপারেশন হয়েছিল ওখানে একটা নল ঢুকানো ছিল। দু-একদিন এভাবেই থাকবে। যা কিছু বেরোনোর দু একদিনে ওটা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহর অশেষ রহমতে অপারেশন সাকসেসফুল।

রাত্রে যেহেতু আমি ওখানে থাকতে পারবোনা তাই রাত্রে বেলায় আমি চলে গেলাম হোটেলে। রাত্রে ডাক্তার অনেকবার ফোনে খোঁজ নিয়েছে আর দেখেও গেছে। আমিও খোঁজ খবর নিচ্ছিলাম হোটেলে বসে। এভাবেই কাটলো অপারেশনের দিনটি।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 5 months ago 

৫ ঘন্টা না খাওয়া অবস্থায় বাবুকে থাকতে হয়েছে এটা শুনেই তো চোখে জল চলে এসেছে ভাইয়া। আর এই সময় আপনাদের অবস্থা কি হয়েছিল এটা ভাবতেই খারাপ লাগছে। ঐশী আপু তো মনে হয় একেবারে চিন্তায় শেষ হয়ে গিয়েছিল। অপারেশন সাকসেসফুল হয়েছে এটা শুনে ভালো লাগলো ভাইয়া। বাবুর জন্য অনেক অনেক দোয়া রইলো।

 4 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু। 🌹

 5 months ago 

ঈশ্বরের কৃপায় বাবু একেবারে সুস্থ হয়ে উঠবে। আপনি একেবারে চিন্তা করবেন না ভাই। সবকিছু সাকসেসফুল হয়েছে শুনে খুব ভালো লাগলো। মানুষের জীবনে ঈশ্বর বহু পরীক্ষা নেন। আর সেইসব পরীক্ষায় পাস করে করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আপনি লড়াকু মানুষ। সমস্ত পরীক্ষায় আপনি বিজয়ী হবেন এমন শুভকামনা রইল। বাবুর জন্য অনেক ভালোবাসা।

 4 months ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। 🌹

 4 months ago 

অপারেশনের কথা শুনলে তো আমারই ভয় করে। আর সে তো একটা শিশু। আপনার পোস্ট টা পড়ার সময় শরীরের মধ্যে একটা চাপা বেদনা কাজ করছিল। বেশ কঠিন ছিল সময় টা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। আপনার বাচ্চার সুস্থতা কামনা করি।

 4 months ago 

ধন্যবাদ তোমাকে 🌹

 4 months ago 

ওটিতে ঢুকানোর পর প্রায় এক ঘণ্টার মতো চরম পেইনফুল একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি আমরা।

সেই সময়টা সত্যিই খুব কঠিন। কিছুদিন আগে আমার ওয়াইফ এর অপারেশন এর সময় সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আর ইয়াফী তো ছোট্ট মানুষ, আপনাদের তখন কতোটা খারাপ লেগেছিল, সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। যাইহোক অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাই। 🌹

 4 months ago 

এত ছোট বাবু ৫ ঘন্টা না খেয়ে থেকেছে সত্যিই ভাইয়া এটা শুনে অনেক কষ্ট লেগেছে।আসলে বাচ্চার কিছু হলে বাবা-মায়ের কষ্টের যেন শেষ নেই। মনে হয় বুকের ভেতরে কি চলছে এটা সৃষ্টিকর্তা আর বাবা-মা ছাড়া কেউ বুঝতে পারবে না। যাই হোক আপারেশন সাকসেসফুল হয়েছে জেনে অনেক ভালো লাগলো। আর বাবুর জন্য দোয়া রইল সৃষ্টিকর্তা সবসময়ই যেন ছোট্ট বাবুকে ভালো রাখে।

 4 months ago 

আমিন।
অনেক ধন্যবাদ আপু। 🌹

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67