পাওয়ার আপ কন্টেস্ট || Power up contest || আমার বাংলা ব্লগ কমিউনিটি।
আমরা পাওয়ার বৃদ্ধি করা কে ভালোবাসি। আর এই ভালোবাসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। পাওয়ার বৃদ্ধি মানেই নিজের স্টিমেট একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনার একাউন্টের পাওয়ার যত বৃদ্ধি পাবে আপনার ভোটিং ভ্যালু ততই বৃদ্ধি পাবে। একটি পর্যায়ে যেয়ে আপনি @Heroism এর মত প্রজেক্টগুলোতে ডেলিগেশন করে ডেইলি ভোটিং সাপোর্ট পেতে পারবেন। এছাড়াও আপনার পছন্দের কনটেন্টে আপনি ভ্যালুয়েবল ভোট দিতে পারবেন। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আমাদের কমিউনিটি তে টার্গেট ডিসেম্বর নামে একটি প্রজেক্ট রান করছে। প্রতি সপ্তাহে প্রায় ১৫ থেকে ২০ জন পার্টিসিপেন্ট নিজেদের একাউন্টের পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে টার্গেট ডিসেম্বর ইনিশিয়েটিভে পার্টিসিপেট করছেন। ৪ মাস আগে থেকে যারা নিয়মিত পাওয়ার বৃদ্ধি করে আসছিলেন (হোক সেটা অল্প) তারা এখন অনেকগুলো এস.পি'র মালিক হয়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়েই একটি মরুভূমি তৈরি হয়।
আমাদের কমিউনিটির ইউজারদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা উইকলি রিনিউয়েবল একটি কনটেস্ট চালু করতে যাচ্ছি। এক্ষেত্রে টার্গেট ডিসেম্বর প্রজেক্টটি বন্ধ করা হবে না। টার্গেট ডিসেম্বরের মেইন উদ্দেশ্য ছিল ডিসেম্বর মাস পর্যন্ত একটি টার্গেট ফিক্স করে সে টার্গেট অনুযায়ী পাওয়ার বৃদ্ধি করে এগিয়ে যাওয়া। ইউজাররা এখনো তাদের টার্গেট অনুযায়ী অগ্রসর হবে। কিন্তু তাদের একাউন্টে পাওয়ার বৃদ্ধি করার কারণে তারা পুরস্কৃত হবে। তবে টার্গেট ডিসেম্বর প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য যে সকল নিয়মাবলী ছিল তার কিছু পরিবর্তন আনা হচ্ছে। নিম্নে পাওয়ার বৃদ্ধি কনটেস্ট এর নিয়মাবলী উল্লেখ করা হলঃ-
যেভাবে আপনি পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করবেনঃ
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে আপনি কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
সর্বনিম্ন ২৫ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups ( @steemcurator01 থেকে সাপোর্ট পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে যদি #club5050 ট্যাগ ইউজ করেন)
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।
যেভাবে বিজয়ী নির্বাচন করা হবেঃ-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করবেন, সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হবে। যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করবে তাদের সবার মধ্যে যার পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি হবে সেই উইনার হবে।
উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
পুরস্কারে যা থাকছেঃ-
অবস্থান | পুরস্কার |
---|---|
১ | ১২ STEEM |
২ | ১০ STEEM |
৩ | ৮ STEEM |
৪ | ৬STEEM |
৫ | ৫ STEEM |
৬ | ৪ STEEM |
৭ | ৩ STEEM |
৮ | ২ STEEM |
কন্টেস্টের প্রাইজ পোলের স্পন্সর: @alsarzilsiam,@kingporos,@rupok,@winkles,@moh.arif,@hafizullah,@shuvo35
প্রত্যেক সাত দিন পরপর কনটেস্টটি অটো রিনিউ হবে । তবে আগামী হ্যাংআউটে প্রথম ছয় দিনের ফলাফল ঘোষণা করে দেয়া হবে। হাংআউট এর পরের দিন থেকে আবার নতুন সপ্তাহ শুরু হবে।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
https://steemit.com/hive-129948/@rasel72/2mqer5-or-or-or-or-10-beneficiaries-shy-fox-or-or
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@monira999/or-or-week-2-or-or
পাওয়ার মানে সক্ষমতা আর সক্ষমতা মানে নিজের যোগ্যতা প্রমাণের দারুণ সুযোগ। আশা করছি সবাই এই সুযোগটির দারুণ ব্যবহার করার চেষ্টা করবেন।
সত্যি ভাইয়া অনেক আনন্দ লাগছে। আপনি আবারও আমাদের জন্য নতুন একটি কনটেস্ট নিয়ে হাজির হলেন। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি এবং একটু একটু ছোট ছোট বালুকণা একদিন বিশাল মরুভূমিতে তৈরি হবে। এটা একদম বাস্তব কথা। আমরা আপনার দিক নির্দেশনা মেনে সঠিক পথে এগিয়ে যাবো। এটাই কামনা অনেক ভালো লাগে। আপনার কাজ দেখে এবং আপনাকে দেখে আমরা আরো অনুপ্রাণিত পায়। খুবই ভালো লাগছে ভাইয়া। আমরা অবশ্যই অংশগ্রহণ করব। পাওয়ার আপ কনটেস্টে। আমরা পাওয়ার আপ কে ভালোবাসি
পাওয়ার আপ করা মানেই নিজের শক্তি বৃদ্ধি করা। আমার বাংলা ব্লগ কমিউনিটি পাওয়ার করাকে সাধুবাদ জানাই। প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
খুবই ভালো লাগছে ভাইয়া এই প্রতিযোগিতাটি দেখে, আমি নিয়মিত পাওয়ার আপ করে থাকি।আপনি একদম ঠিক বলেছেন,ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়েই একটি মরুভূমি তৈরি হয়। আমি 500 স্টিম নিয়ে ডিসেম্বরের পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এখন আমার মোট স্টিম পাওয়ার হয়েছে 1684 স্টিম। অবশ্যই চেষ্টা করব বিজয়ীদের নামের লিস্ট এ নিজের নামটি রাখার ।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই আয়োজনটি করার জন্য।
পাওয়ার আপ ভালোবাসি,পাওয়ার আপ করার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করবো ইনশাআল্লাহ এভাবেই প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করবো। সবাইকে পাওয়ার আপ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এভাবেই এগিয়ে যাবে আমাদের কমিউনিটি আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভকামনা রইলো
আমি অংশগ্রহনের জন্য কিছু বাষ্প সংগ্রহ করব, খুব ভাল উদ্যোগ।
আমার একটা প্রশ্ন আছে!! আমি বর্তমানে শুধুমাত্র 33 স্টিমপাওয়ারের মালিক।
তাদের সমর্থন পাওয়ার জন্য @heroism অ্যাকাউন্টে ন্যূনতম কতটি অর্পণ করা যেতে পারে।?
আমি বর্তমানে স্টিমপাওয়ার দ্বারা মাত্র 33টির মালিক
পাওয়ার আপ আমাদের সবার জন্যউ ভালো একটা উদ্যাগ।এতে আমরা আমাদের সক্ষমতা বারাতে পারবো এবং হিরোইজম কে ডেলিগেশন করতে পারবো।ধন্যবাদ সুন্দর কন্টেস্ট এর জন্য।
আমার বাংলা ব্লগ মানেই নতুন নতুন কিছু শিখা।
নতুন করে কিছু জানা, একটির পর একটি নতুন নতুন কনটেস্ট খুব ভালো লাগছে। অংশ গ্রহণ করবো ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।