মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৪২
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: গতিশীল বাহনের মোশন ফটোগ্রাফি। এ সপ্তাহে ৫ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৫ জন পার্টিসিপেট করেছে । ৫ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @riyadx2
বিবরণ: এই ফটোগ্রাফি টি হচ্ছে একটি চলমান নৌকার ফটোগ্রাফি। বেশ কিছু দিন আগে লালমনিরহাট জেলার একটি নদীর মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমরা নৌকায় করে ঘোরাঘুরি করার সময়ে এই ফটোগ্রাফি টি সংগ্রহ করেছিলাম। আসলে এই নদী টি আকারে অনেক টা বড় ছিল।
ডিভাইস: আইফোন ১১
নন ফ্ল্যাশ, নন এডিটেড।
By: @kazi-raihan
বর্ননা: শীতকালে সকাল বেলার রাস্তায় খুব একটা গাড়ি চলাচল দেখা যায় না যেহেতু আমি গ্রামে বেশিরভাগ সময় থাকি সেহেতু গ্রামের সকাল বেলায় দু একটা ভ্যান গাড়ির দেখা পাবেন। মূলত এই ভ্যান গাড়ির খুব একটা দ্রুতগতিতে যেতে পারে না তবে কুয়াশা ঘেরা সকালবেলায় এই চলন্ত ভ্যান গাড়ির ছবি কাপচার করেছিলাম মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই। যাইহোক অবশেষে এই ছবির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগলো।
By: @nevlu123
By: @mohinahmed
ডিভাইস - Samsung Galaxy S24 Ultra
ফোকাল ল্যান্থ - 23mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন এডিট
এই ফটোগ্রাফিটা আজকে ঢাকা উত্তরা দিয়াবাড়ি থেকে ক্যাপচার করেছিলাম। ক্যামেরার মোশন অপশন অন করে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। বাইক সহ বেশ কয়েকটি বাহন তখন রাস্তা দিয়ে চলাচল করছিল।
By: @green015
ডিভাইস - poco m2
ফোকাল ল্যান্থ - 27mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড
বিবরণ: পরের স্টেশন যাবো বলে কয়েকদিন আগে সকালবেলা যখন ট্রেন মিস করে ফেলি তখন উপায় না পেয়ে হাইরোড অর্থাৎ জিডি রোড ধরে সাইকেল চড়ে যাচ্ছিলাম।তখনই এই ফটোটি ক্যাপচার করেছিলাম,দূরে লোকভর্তি একটি চলন্ত যানবাহন যাচ্ছিলো।।
উক্ত ৫ টি এন্ট্রি থেকে ৫ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @riyadx2 - 3 STEEM -
- 2nd Prize - @kazi-raihan -2 STEEM -
- 3rd Prize - @nevlu123 - 2 STEEM -
- 4th Prize - @green015 - 2 STEEM -
- 5th Prize - @mohinahmed - 1 STEEM-
- 6th Prize - @X - 1 STEEM-
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সকল বিজয়ী কে অনেক অনেক অভিনন্দন। আর অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকেও বিজয় করার জন্য। এই প্রতিযোগিতাটি আসলেই অনেক মজার। যাই হোক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আপনার প্রতিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি। একইভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের তালিকায় নিজের নাম লেখাতে পেরে অনেক ভালো লেগেছে ভাই।
এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়েছি। তাছাড়া এই প্রতিযোগিতার টপিকটাও দারুণ ছিলো। যাইহোক এই প্রতিযোগিতার ফলাফল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দারুন একটি টপিক্স দিয়েছিলেন এবার। প্রত্যেকেই দেখতেছি চমৎকার ফটোগ্রাফি গুলি শেয়ার করেছিল। আমিও চেয়েছিলাম অংশগ্রহণ করতে কিন্তু সেরকম ফটোগ্রাফি করতে পারিনি। পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব। যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি।
প্রথমেই সকল বিজয়ীদের অভিনন্দন জানাই। এবারের মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয়বস্তু বেশ ইন্টারেস্টিং ছিলো, মানতেই হবে। এর মাঝে নেভলু ভাইয়ের ছবিটি কিন্তু দারুণ সচেতনতামূলক একটি ছবি! পথে ঘাটে এত অতিরিক্ত মালামাল বোঝাই গাড়ি চলাচল করলে সেটা সকলের জন্যই ক্ষতির কারণ হতে পারে যে কোন সময়েই!
প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও ফটোগ্রাফী প্রতিযোগিতার মধ্যে বিজয়ী হতে পেরে বেশ ভালো লাগলো। আশা করছি আপনার এই ফটোগ্রাফি প্রতিযোগিতা সব সময় অব্যাহত থাকবে। আমরা আপনার এই ফটোগ্রাফি প্রতিযোগিতার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর দেখতে পারি। সকল বিজয়ীদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।