DAO Reserve Fund কি এবং কিভাবে কাজ করবে?

in আমার বাংলা ব্লগlast month

1_20250310_133118_0000.jpg

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যেই একটি প্রপোজাল সম্পর্কে আপনারা জেনেছেন। অনেকেই এখনো ক্লিয়ার না বিষয়টি আসলে কিভাবে কাজ করবে এবং এর মূল লক্ষ্য কি? চলুন সহজভাবে বিষয়টি বুঝিয়ে দিই। প্রথমে বুঝতে হবে এটি কেন?

দীর্ঘদিন ধরে এই ব্লগিং প্লাটফর্মে নতুনত্বের ছোঁয়া নেই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে মানুষের চাহিদা বুঝতে হয় এবং সেটা বাস্তবায়ন করতে হয়। steem ব্লকচেইনের অফুরন্ত সম্ভাবনার জায়গাটা অবহেলায় পিষ্ট। এখান থেকে বেরিয়ে আসারই একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগটির নাম হলো : (Steem.DAO Reserve Fund -

ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, ব্লকচেইন গেমিং, ডিসেন্ট্রালাইজড এপ্লিকেশন ইত্যাদির বিকাশ প্ল্যাটফর্মকে আরো অনেক বেশি গ্রহণযোগ্যতা দেবে এবং ব্যবহারযোগ্যতা বৃদ্ধিতে ব্যাপকভাবে ভূমিকা রাখবে। DAO ফান্ড স্টিমের বিভিন্ন ডেভলপমেন্ট এর কাজের জন্য ইউজ করা হয়ে থাকে। কিন্তু এখানে অনেক জটিলতা এবং সীমাবদ্ধতা রয়েছে। ধরুন একদল ডেভলপার একটি গেম ডেভেলপ করতে চাচ্ছেন স্টিম ব্লকচেইনে। এজন্য একটা ফান্ড দরকার। প্রথমত তাদের একটি প্রপোজাল আনতে হবে এবং সেটি পর্যাপ্ত ভোট প্রাপ্তির মাধ্যমে এপ্রুভ হয়ে লাইভ হবে। রিটার্ন প্রপোজাল ক্রস করার জন্য অনেক চড়াই উৎরাই পেরোতে হবে। একটি প্রোপজাল এক্টিভ করাটাই অনেক জটিল বিষয়। জটিল বিষয় তো বটেই আবার অনেক লেন্দি প্রসেস হয়ে যায়।

সব জটিলতা কাটিয়ে আপ্রুভ করে ডেভেলপমেন্টের কার্যক্রম শুরু করাটাই একপ্রকার চ্যালেঞ্জ। মাকড়সার জালের মতো এই হিজিবিজি প্রসেসটা STEEM ব্লকচেইনের নতুন নতুন ডেভেলপমেন্টের কাজে বাধা হয়ে বসে আছে। ফান্ড পড়ে আছে কিন্তু ইউজ হচ্ছে না। ফলশ্রুত আমরা পিছিয়ে পড়ছি। চলুন ব্যাপারটা আমি আরো একটু সহজ করে ব্যাখ্যা করি।

একটা বিলে অনেক পানি আছে। পাশে অনেক ফসলি জমি রয়েছে যেখানে কৃষকরা কাজ করবে বিল থেকে পানি নিয়ে। কিন্তু সব সময় বিশাল আয়োজনের মাধ্যমে সেই পানি জমি পর্যন্ত আনা সব কৃষকের জন্য সম্ভব হয়ে ওঠে না। যার ফলে কৃষি কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। এখন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে বিল থেকে পানি এনে একটি ওয়াটার টাঙ্কিতে রিজার্ভ করা হলো। এরপর সেখান থেকে যে কৃষকের যতটুকু পানি প্রয়োজন সেটা সময়মতো বিতরণ করা হলো। এবার কৃষক স্বাচ্ছন্দে কাজ করে শোনার ফসল ফলাবে।

রিটার্ন প্রপোজালের জটিলতা কাটিয়ে নতুন নতুন ডেভলপমেন্টের যাত্রা শুরু করতে এটি খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। প্রত্যেকেই এই নতুন প্রপোজালে ভোট দিবেন। প্রত্যেকের ভোটি গুরুত্বপূর্ণ। কিভাবে ভোট দিতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি।

Screenshot_2025-03-10-13-12-09-444_com.chrome.beta-edit.jpgScreenshot_2025-03-10-13-13-54-423_com.chrome.beta-edit.jpg

উপরের স্ক্রিনশট লক্ষ্য করুন। দুইটি উপায়েই আপনি ভোট দিতে পারবেন। steemworld থেকে ঢুকেও ভোট দিতে পারবেন, আবার স্টিম ওয়ালেট থেকেও দিতে পারবে।

Screenshot_2025-03-10-13-08-32-778_com.chrome.beta-edit.jpgScreenshot_2025-03-10-13-08-51-551_com.chrome.beta-edit.jpg

Screenshot_2025-03-10-13-07-31-510_com.chrome.beta-edit.jpg

ওয়ালেট থেকে দিতে হলে প্রথমে ডান পাশের উপরের থ্রি ডট বাটনে ক্লিক করুন। এরপর Steem Proposal অপশনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টটি লগইন করুন। পূর্বে লগইন করা থাকলে আর লগইন করার প্রয়োজন হবে না। এরপর দেখুন একটু নিচের দিকে Proposal for STEEM DAO Reserve Fund নামের প্রপোজালটি Not Started হিসেবে রয়েছে। এবার আপনার মূল্যবান ভোটটি দিয়ে ফেলুন।

Screenshot_2025-03-10-13-11-42-221_com.chrome.beta-edit.jpg

স্টিম ওয়ার্ল্ড থেকে যদি ভোট দিতে চান তাহলে এই লিঙ্কে প্রবেশ করুন: https://steemworld.org/sps-proposals
এখানে গিয়ে লিস্টের একটুখানি নিচের দিকে Proposal for STEEM DAO Reserve Fund নামের প্রপোজালটি দেখতে পারবেন। এখানে ভোট অপশনে ক্লিক করে ভোট দিতে পারবেন। স্টিমওয়ার্ল্ডে লগইন করা না থাকলে প্রাইভেট পোস্টিং কী দিয়ে লগইন করে নিবেন। ব্যাস হয়ে যাবে।

বিস্তারিত জানতে হলে আপনারা এই পোস্টটি ভিজিট করুন: https://steemit.com/proposal/@dao.reserve/proposal-for-steem-dao-reserve-fund - আপনাদের যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমিউনিটির বাইরে আপনাদের পরিচিত কোন বন্ধু থাকলে তার সাথে লিংকটি শেয়ার করুন এবং একটি ভোট দিতে রিকোয়েস্ট করুন। ধন্যবাদ সবাইকে।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 last month 

গতকাল ইংরেজি ভাষার একটি পোস্ট পড়ছিলাম, কিন্তু তেমন কোন বিষয় পারিনি। আজকে আপনি আমাদের মাঝে পুরো বিষয়টি একদম খোলাসা করে দিলেন। বিষয় টি একদম ভালো ভাবে বুঝতে পারলাম ভাইয়া।আর আমি গত কালকেই ভোট দিয়েছিলাম। আশা করছি সামনে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।

 last month 

খুবই চমৎকার এবং সহজ উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পারবেন এবং খুব সহজেই ভোট/সমর্থন করতে পারবেন। অনেক ধন্যবাদ

 last month 

খুব সুন্দর ও বিস্তারিতভাবে আপনি আপনার এই পোস্টের মাধ্যমে সকলের বোঝার সুবিধার্থে সবকিছু শেয়ার করেছেন। এই পোস্ট থেকে আমিও অনেক কিছু জানতে পারলাম। আশা করি সবাই অনেক কিছুই জানতে পারবে।

 last month 

বাহ,পুরো পোষ্টটি পড়ে বিষয়টি সহজ হয়ে গিয়েছে।তাই এখনই ভোট দিয়ে আসলাম।কমিউনিটির এই ধরনের নতুন নতুন উদ্যোগকে সত্যিই সাধুবাদ জানাই, ধন্যবাদ আপনাকে।

 last month 

আমি গতকালই ভোট দিয়ে দিয়েছি। এটা শুধু আমাদের দায়িত্বই নয়, আমাদের সম্প্রদায়ের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সবাই মিলে এটাকে সফল করলে আমাদের সবারই লাভ। ধন্যবাদ ভাই, সবার কাছে বিষয়টা পরিষ্কার করে উপস্থাপন করার জন্য। আশা করি সবাই এগিয়ে আসবে এবং তাঁদের ভোট দিয়ে সমর্থন জানাবে।

 last month 

আসলে আমি মনে করি এই প্রপোজালকে সফল করা সবার দায়িত্ব।আমি নিজেও ভোট করেছি আশা করি সবাই ভোট করবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর উদাহরণ এর মাধ্যমে সবার মাঝে সহজ করে তুলে ধরার জন্য।

 last month 

আগেই বুঝতে পেরেছিলাম, উদাহরণটির মাধ্যমে স্পষ্ট হয়েগেছে। উদাহরণটির মাধ্যমে যে কোন স্টিম মেম্বার বিষয়টি বুঝতে পারবে। আমি অবশ্য আগেই ভোট দিয়েছি। কয়েকজন ফ্রেন্ডকেও শেয়ার করবো। ধন্যবাদ।

 last month 

যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে মানুষের চাহিদা বুঝতে হয় এবং সেটা বাস্তবায়ন করতে হয়।

একেবারে যথার্থ বলেছেন ভাই। একেবারে সময়োপযোগী একটি ইনিশিয়েটিভ গ্রহণ করা হয়েছে। তাছাড়া আপনি একেবারে সহজ ও সাবলীল ভাষায় পুরো বিষয়টি আমাদের মাঝে তুলে ধরেছেন। গতকাল এবং আজকে দুটি ভোট দিয়ে দিয়েছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

বিলের উদাহরণ দিয়ে সমস্ত বিষয়টি ভীষণ সহজ সরল করে বুঝিয়ে দিলেন। এই পোস্টটি পড়ে প্রজেক্টটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা জন্মে গেল। যদিও গতকাল আমি ভোট দিয়ে দিয়েছি, তাও এসে সম্পূর্ণ পোস্টটি পড়লাম এবং বিষয়টি জানলাম। এভাবেই আমার বাংলা ব্লগ এগিয়ে চলুক।

 last month 

যদিও গতকাল রাতেই ভোট দিয়েছিলাম। কিন্তু তখন এই সম্পর্কে এত কিছু জানা ছিল না। আপনার পোস্ট পড়ে একদম ক্লিয়ার হয়ে গেলাম। তাছাড়া আপনি খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে সহজভাবে সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। এখন এই বিষয়ে আশা করি কারো আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ ভাইয়া সম্পূর্ণ বিষয় এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.26
JST 0.031
BTC 84879.24
ETH 1591.83
USDT 1.00
SBD 0.82