মোবাইল ফটোগ্রাফি - D-2

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)



ফটোগ্রাফি


  • The 8th March , 2022
  • Tuesday

আসসালামুআলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন ? গত দিনে পোস্ট করা আমার একটি মোবাইল ফটোগ্রাফি পোস্টের মধ্যে উল্লেখ করেছিলাম প্রত্যেক মঙ্গলবার আমি মোবাইল ফোন ফটোগ্রাফি, ডিজিটাল ক্যামেরা ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি শেয়ার করব আপনাদের সাথে। আমি আশা করি প্রত্যেক সপ্তাহের এই দিনে একটি করে ফটোগ্রাফি / ভিডিওগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারব। হোক সেটা মোবাইল ফটোগ্রাফি / ভিডিওগ্রাফি অথবা ডিজিটাল ক্যামেরার ফটোগ্রাফি / ভিডিওগ্রাফি ।

আজকে আমি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো প্রত্যেকটি আমার মোবাইল দিয়ে তোলা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ছবিগুলো তুলেছিলাম। আজকে যে ছবিগুলো শেয়ার করতে যাচ্ছি এরমধ্যে অনেক পুরনো ছবিও আছে আবার রিসেন্টলি তোলা এমন ছবিও আছে। তাহলে চলুন দেখে নেয়া যাক আজকের ১১ টি ফটোগ্রাফি।

1646480161946-01.jpeg
রাখাল তার গরু গুলোকে বেলা ফুরাবার আগেই মাঠ থেকে বাথানে নিয়ে যাচ্ছে। এই এলাকায় বিকাল টাইমে হরহামেশাই এমন দৃশ্য দেখা যায়।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

IMG_20220305_175014.jpg
দুই টুকরো খরকুটো ত্রিভুজ আকারে ঘাসের উপর রেখে তার মাঝখান দিয়ে গোধুলীর সুর্য মামাকে ক্যামেরাবন্দি করলাম।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

IMG_20220308_061825.jpg

এখন আর সরষে ফুলের দেখা নেই। এখন মাঠে মাঠে ধানের সমারোহ। ছবিটি তুলে রেখেছিলাম কোনো এক শীতের বিকেলে।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1646699754260-01.jpeg
গতবছরে হয়তো ব্যবহার করা হয়নি। এ বছরে কি আর ফেলে রাখা যায়? এইজন্য গুড়ের কুলা গুলো রোদে শুকোতে দেওয়া হয়েছে। যেন ব্যবহারের উপযুক্ত হয়।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1646699393950-01.jpeg

এই শীতে ব্যাডমিন্টন মাঠ থেকে তোলা ছবি এটি । এক ছোট ভাই ইলেকট্রিক বাল্ব লাগাচ্ছে খেলা শুরু করার পূর্বে। এই শীতে আমরা এই মাঠেই ব্যাডমিন্টন খেলেছিলাম ।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1646699596914-01.jpeg

1646699675732-01.jpeg1646699731113-01.jpeg

বহুল পরিচিত বাঙ্গালীদের প্রিয় খাবার কুমড়ো বড়ি। কলকাতা এবং বাংলাদেশের মানুষের কাছে অনেক অনেক আগে থেকেই একটি প্রিয় খাবার এটি। ছবিটা তুলেছিলাম যখন আমার আম্মু আমাকে এগুলো পাহারা দিতে বসিয়ে রেখেছিল।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1646699846799-01.jpeg

বিশাল বালুচর।। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে সূর্য অস্ত যাওয়ার মতো অপূর্ব দৃশ্যটা এই বালুচরে দাঁড়িয়েই দেখা যায়। যেন বালুচরের অপর পাশেই সূর্য অস্ত যাবে।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

1646699629993-01.jpeg
সে এক বিশাল মাঠ। মাঠের মাঝখানে বেড়ে উঠেছে একটি বড়ই গাছ। যার যখন ইচ্ছা হয় তখন পাশ দিয়ে গেলেই বড়ই পেরে খাচ্ছে। কোন বাধা নেই।


Device : Xiaomi Redmi Note 9 Pro Max
Divisional Location : Khulna, Dhaka, Bangladesh

IMG_20220305_175246.jpg
ছবিটিকে কিভাবে ব্যাখ্যা করবো জানিনা৷। ইচ্ছে হলো তাই ছবিটি তুলে ফেললাম। হঠাৎ করেই মাথায় এমন একটা ছবি তোলার আইডিয়া আসলো আর হঠাৎ করেই তুলে ফেললাম। ধূলিকণার ফাঁক গলে সূর্যটা দেখতে আমার খুবই ভালো লাগছিল।



তো বন্ধুরা এটাই ছিল আজকের ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে ফটোগ্রাফি গুলোতে টাইম উল্লেখ করিনি। বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো গ্যালারি থেকে সংগ্রহ করে আপলোড দিয়েছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন । আবার দেখা হবে পরবর্তী কোন পোস্টে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ্ হাফেজ।


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফির চমৎকার হয়েছে। কোনটা রেখে কোনটার কথা বলব। খড়কুটো ত্রিভুজ আঁকার করে তার ভিতরে যে সূর্যমামার ছবিটি তুলেছে ছবিটা অসাধারণ হয়েছে। তাছাড়া আপনার ছবিগুলো দেখে আমার মনে হল যে ছবির বিষয়বস্তু থেকে আপনার ফটোগ্রাফির কারণে ছবিগুলো দেখতে আরো বেশি চমৎকার লাগছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু। ওই ছবিটা উপর থেকে তুললে এরকম দেখাচ্ছিল।

IMG_20220305_175041.jpg

 3 years ago 

আসলেই ভাইয়া ফটোগ্রাফি করার জন্য বিষয়বস্তু জরুরী না। একটি বিষয়কে কিভাবে ফুটিয়ে তোলা যায় ফটোগ্রাফির মাধ্যমে সেটি আসল। আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেন দেখেই বোঝা যাচ্ছে। এর আগেও দেখেছি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি।

 3 years ago 
ভাই আপনার ফটোগ্রাফি সম্পর্কে যতোই প্রশংসা করি কম হয়ে যাবে। এই কমিউনিটিতে কিছু কিছু মানুষের ফটোগ্রাফি আমার ভালো লাগে। এর মধ্যে আপনার ফটোগ্রাফি বেস্ট।
আজকের ফটোগ্রাফির মধ্যে লাস্টের ছবিটা দেখে মনে হচ্ছে তামিল মুভির শুটিং হচ্ছে। এক কথায় অসাধারণ ছিলো কনসেপ্টটি৷ ভাই মাঝে মাঝেই ফটোগ্রাফি শেয়ার করবেন। অনেক ভালো লাগে। 💞💞💞
 3 years ago 

ইউনিক উপমায় প্রশংসিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

প্রিয় ভাইয়া♥

আমি বরাবরই আপনার ফটোগ্রাফির ভক্ত তাই এবারও আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার কাছে সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে তার মধ্য থেকে বরইগাছের ফটোগ্রাফি এবং সবশেষে ফটোগ্রাফি সত্যিই এটা ব্যাখ্যা করা যাবে না♥♥
 3 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপনার এই মন্তব্যের কারণেই তো আরো বেশি উৎসাহ পাচ্ছি।

 3 years ago 

♥♥

 3 years ago 

প্রত্যেক মঙ্গলবার তাহলে আমরা সুমন ভাইয়ের স্পেশাল ফটোগ্রাফি পোস্ট কিংবা ভিডিওগ্রাফি দেখতে পাবো। চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। সেইসঙ্গে আপনার ফটোগ্রাফি গুলোর নিচে লেখা গুলো অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

জি ভাই ঠিক বলেছেন। প্রত্যেক মঙ্গলবার ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি আসবে ইনশাল্লাহ্। আমি এই দিনটি ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির জন্য নির্ধারণ করে রেখেছি ।।

 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাফিক সেন্স যে মারাত্মক লেভেলের তাতে কোন সন্দেহ নেই। কিছু সাধারন গ্রামীণ জন জীবনের নিত্য দিনের ঘটনা গুলোকে খুব সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। আর হ্যাঁ শেষের ছবিটি নিয়ে তেমন কিছু বলার নেই কিন্তু অনেক কিছুই বলা যায়, ছবিটি দেখে শুধু একটা কথাই বলবো রক্তিম সূর্য থেকে ধূসর কিছু বালুকণা খসে পড়ছে। এছাড়াও খুবই ভালো লাগছে প্রত্যেকটি ফটোগ্রাফি। আর এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ্ আপনি তো খুব সুন্দর বললেন। আর আমি কি লিখবো খুজেই পাচ্ছিলাম না। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

গ্রামবাংলার ফটোগ্রাফি দেখতে আসলেই খুবই ভালো লাগে। ফটোগ্রাফি দেখলে মনের ভিতর শান্তি অনুভূতি হয় আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শেষের ফটোগ্রাফি টার কথা আর না বললাম ভাই। সত্যি অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

গ্রাম বাংলার দৃশ্যের ফটোগ্রাফি গুলো সব সময় একটু বেশি সুন্দর হয় কারণ গ্রাম বাংলার দৃশ্য গুলো এক একটা ছবির মত।

 3 years ago 

image.png

ভাই ছবিটা দেখে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর একটি ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এটা সত্যি অনেক চমৎকার একটা বিষয়। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই স্পষ্ট ছিল এবং একদম প্রফেশনাল ভাবে আপনি আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি যে ছবিটা শেয়ার করেছেন এখানে আমার নিজের কাছেই ছবিটা অনেক প্রিয়।

 3 years ago 

ফটোগ্রাফি করা কিন্তু অতটা সহজ কাজ নয়। ফটোগ্রাফিক করাটাও একটা আর্ট। আপনার কাছ থেকে ফটোগ্রাফি করা শিখতে হবে দেখছি। মোবাইল দিয়ে এত অসাধারণ ফটোগ্রাফি করেছেন কি বলবো। কোনটা ছেড়ে কোনটা কে ভালো বলব তা বুঝতে পারছি না। প্রত্যেকটা ফটোগ্রাফি যেন চমৎকার লেগেছে। কুমড়োর বড়ি ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি কুমড়োর বড়ি পাহারা দিচ্ছেন শুনে খুবই ভালো লাগলো। তাছাড়া সবার শেষের ধূলিকণার ফাঁকে সূর্যের ফটোগ্রাফি আসলে এরকম কখনো চিন্তাও করি নাই। অনেক ভালো লেগেছে। আমাদের মাঝে এত অসাধারণ ফটোগ্রাফি নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্যটা দারুন ছিল আপু। আর কুমড়ো বড়ি যারা খেতে পছন্দ করে তাদের এই ছবিটা একটু বেশী ভালো লাগবে। 🥰🥳

 3 years ago 

কোনটা ছেড়ে কোন ছবিটা ভালো বলবো তাই বুঝতে পারছি না 😍
প্রতিটি ছবি থেকে আমি কিছু না কিছু শিখলাম।
ছবি তোলার জন্য প্রথমত ভালো পরিবেশ এবং দক্ষতা প্রয়োজন যা আপনি চমৎকার ফুটিয়ে তুলেছেন 💖
শিখলাম অনেক কিছু ❣️
জানি এটাই আপনার স্বার্থকতা 😍
দোয়া এবং শুভ কামনা সবসময়ই রয়েছে 🤗

 3 years ago 

ঠিক বলেছেন ভাই। এটাই আমার সার্থকতা। পোস্ট করার পর আমি সবসময়ই আপনাদের মন্তব্য গুলো পড়তে খুব বেশি পছন্দ করি।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটো গুলো নিয়ে আপনি আপনার ফটোগ্রাফি পোস্ট সাজিয়েছেন। প্রতিটা ছবি এতটাই ভালো লেগেছে আমার কাছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আর ছবিগুলো কোনটা থেকে কোনটা বেশি সুন্দর সেটা যাচাই করার জন্য অসম্ভব। আপনার জাদুকরী হাতে ক্লিক করা ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 96612.01
ETH 3387.37
USDT 1.00
SBD 3.05