টার্গেট ডিসেম্বর সিজন-৩
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আজ থেকে টার্গেট ডিসেম্বর সিজন-৩ এর যাত্রা শুরু হতে যাচ্ছে। দীর্ঘ ১২ টি মাস টার্গেট ডিসেম্বরের সিজন-২ আমাদের কমিউনিটিতে অ্যাক্টিভলি চলমান ছিল। টার্গেট ডিসেম্বর সিজন-২ ছিল একটি মোস্ট সাকসেসফুল ইনিশিয়েটিভ। যেটার মাধ্যমে বহু ইউজার তাঁদের টার্গেটে পৌঁছাতে পেরেছে খুব সহজেই। মোট ১০৪৯৩৭ স্টিম (104,937 STEEM) পাওয়ার বৃদ্ধি করা হয়েছিল। টার্গেট ডিসেম্বর সিজন-৩ এর প্রধান লক্ষ্য হল নেক্সট ডিসেম্বরের পূর্বেই মিনিমাম ৭৫ জন ইউজারকে ডলফিন ক্যাটাগরিতে নিয়ে আসা । আশা করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সিজন-৩ এর উদ্যোগটি সফল করতে পারব।
আপনাদের মধ্যে যারা শক্ত মনোবল নিয়ে স্টিমিট প্লাটফর্মে দীর্ঘদিনের জন্য কাজ করতে এসেছেন তাদের জন্য এই উদ্যোগটি অনেক সুফল বয়ে আনবে। এছাড়া সবাই একসাথে অংশগ্রহণ করলে প্রতিযোগিতামূলক একটি পরিবেশ গড়ে উঠবে। আপনারা জানেন স্টিমিটে নিজের একাউন্ট এর পাওয়ার বৃদ্ধি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্দিষ্ট পরিমাণ পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনার একাউন্টে ভেলুঅ্যবল ভোট দেয়ার সক্ষমতা তৈরি হবে। তাহলে আর দেরি কেন, আজকেই পরবর্তী ডিসেম্বর টার্গেটের হিসাবটা সেরে ফেলুন। আপনার লক্ষ্য স্থির করুন। এগিয়ে চলুন আপনার সর্বশক্তি দিয়ে।
যেভাবে আপনি টার্গেট ডিসেম্বরে অংশগ্রহণ করবেনঃ
- সর্বপ্রথম একটি পোস্ট লিখুন। যেখানে উল্লেখ করবেন আপনার টার্গেট ডিসেম্বর সিজন-৩ এর লক্ষ্য, এবং প্রতি সপ্তাহে কী পরিমাণ পাওয়ার বৃদ্ধি করার ইচ্ছা আপনার রয়েছে সে বিষয়ে বিস্তারিত।
প্রতি সপ্তাহে মাত্র একটি পাওয়ার বৃদ্ধির পোস্ট করতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup , #welovepowerups, #TargetDecember
পাওয়ার বৃদ্ধির পোস্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিতেই করতে হবে ।
আপনারা জানেন টার্গেট ডিসেম্বর সিজন-২ কে ভিত্তি করে একটি কনটেস্ট চলমান ছিল । সেটিকে আমরা পাওয়ার আপ কনটেস্ট বলে চিনি। টার্গেট ডিসেম্বর সিজন-৩ কে ভিত্তি করে নতুন কনটেস্টের ঘোষণা করা হবে খুব শীঘ্রই। অপেক্ষা করুন সে পর্যন্ত এবং প্রস্তুতি গ্রহণ করুন বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করার। যত বেশি পাওয়ার বৃদ্ধি করবেন আপনার ক্ষমতা ততই বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমার মনে হয় সিজন-২ সফল হয়েছে। এবার নতুন আরেকটি মিশন! সিজন-৩ তে আমরা যেন পাওয়ার আপের মাধ্যমে নিজের আরেকটি লক্ষ্য পূরণ করতে পারি। বছরের শুরু ও শেষটা যেন সুন্দর হয় এমনটাই কামনা করছি।
বিভিন্ন ব্যস্ততা ও চাপের কারণে সিজন ২ তে তেমনভাবে অংশগ্রহণ করতে পারিনি।কিন্তু এবার সিজন ৩ এ চেষ্টা করবো সবগুলো কন্টেস্টে যোগ দেবার। নিজের সর্বোচ্ছটুকু দিয়ে চেষ্টা করবো আপনাদের নির্ধারণ করা ৭৫ জন ডলফিনের মধ্যে নিজের নামটি আনার।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
টার্গেট ডিসেম্বর সিজন -৩ যাত্রা শুরু করলো বছরের প্রথম দিন থেকে। এটা আসলেই আমাদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ। আমরা যারা বিভিন্ন কারণে আগের কন্টেস্টে টার্গেট পূরণ করতে পারেনি চেষ্টা করব সিজন -৩ এ প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে লক্ষ্য পূরণ করার। নতুন বছরে সবার জন্য শুভকামনা রইল।
ভাইয়া খবরটা দেখে অনেক ভাল লাগলো যে টার্গেট ডিসেম্বর সিজন-৩ শুরু করতে যাচ্ছেন। সিজন-৩ এর টাগের্ট হলো ৭৫ জন ইউজারকে ডলফিন বানানো। চেষ্টা করবো ৭৫ জনের মাঝে আমিও যেন থাকতে পারি। ধন্যবাদ ভাইয়া।
বছরের প্রথম দিন থেকেই যাত্রা শুরু হল টার্গেট ডিসেম্বর সিজন- ৩ এর। অবশ্যই চেষ্টা করবো নিজের সাধ্যমত প্রতিনিয়ত সপ্তাহে একটা পাওয়ার বৃদ্ধি করার জন্য। কেননা যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতা অর্জন। নিজেকে শক্তিশালী এবং সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে এই প্লাটফর্মে পাওয়ার বৃদ্ধির বিকল্প অপরিসীম।।
বছরের প্রথম দিনে এত বড় একটি সুখবর! এত যেন মেঘ না চাইতে বৃষ্টি। যদিও পাওয়ার আপ প্রতিযোগিতার সিজন - 2 , তেমন ভাবে অংশগ্রহণ করতে পারিনি। আশা করছি এবার পাওয়ার আপ প্রতিযোগিতার প্রতি সপ্তাহে অংশগ্রহণ করতে পারব।
যাক অবশেষে আসল সেই শুভ সংবাদ।সিজন টু তে টার্গেট কমপ্লিট করতে পারি নি।তাই সিজন থ্রি এর অপেক্ষা করছিলাম।আশা করি এবার ডলফিন হতে পারব। ধন্যবাদ ভাইয়া বছরের প্রথম দিন সুসংবাদ টি দেওয়ার জন্য।
ভাইয়া প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরে নতুন ভাবে লক্ষ্য নির্ধারণ করে নিয়ে এগিয়ে গেলে অবশ্যই সফলতা আসবে। যারা নিজের মনবল স্থির করে নিজের স্টিম পাওয়ার বৃদ্ধি করবে তারা অবশ্যই ভালো অবস্থানে যাবে। আশা করছি ৭৫ জন ইউজার নির্দিষ্ট সময়ের পূর্বেই ডলফিন ক্যাটাগরিতে পৌঁছে যাবে।