পাওয়ার আপ প্রতিযোগিতা -৬ এর ফলাফল || প্রতিযোগিতার সপ্তাহ- ৭ -নতুন সপ্তাহে চলমান থাকবে। [ ABB-POWER UP CONTEST]
পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় ৪২ দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে ২৯ জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।
কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @isha.ish | 9.44109% | 500 STEEM |
২ | @tauhida | 8.57633% | 50STEEM |
৩ | @shopon700 | 4.73934% | 50 STEEM |
৪ | @rasel72 | 0.830625% | 23 STEEM |
৫ | @tangera | 2.09118% | 50 STEEM |
৬ | @rayhan111 | 1.49701% | 35 STEEM |
৭ | @md-razu | 12.1359% | 50 STEEM |
৮ | @sangram5 | 12.7714% | 100 STEEM |
৯ | @ripon40 | 8.06452% | 50 STEEM |
১০ | @emranhasan | 4.28449% | 50 STEEM |
১১ | @mdsamad | 2.70688% | 55 STEEM |
১২ | @rezamusic22 | 41.9355% | 52 STEEM |
১৩ | @sagor1233 | 1.73863% | 60 STEEM |
১৪ | @robiul02 | 80.6452% | 50 STEEM |
১৫ | @mrahul40 | 1.37994% | 15 STEEM |
১৬ | @munna101 | 26.1194% | 35 STEEM |
১৭ | @ebrahim2021 | 9.44882% | 60 STEEM |
১৮ | @engrsayful | 13.6477% | 400 STEEM |
১৯ | @alokroy647 | 11.2941% | 47 STEEM |
২০ | @mahamuddipu | 10.1351% | 30 STEEM |
২১ | @shamaounali | 150.943% | 80 STEEM |
২২ | @sikakon | 269.565% | 186 STEEM |
২৩ | @nazmul-sakib | 8.1448% | 36 STEEM |
২৪ | @green015 | 15.0094% | 320 STEEM |
২৫ | @abusalehnahid | 11.0701% | 90 STEEM |
২৬ | @rahimakhatun | 625% | 100 STEEM |
২৭ | @razuan12 | 2.4975% | 50 STEEM |
২৮ | @rita135 | 24.8571% | 87 STEEM |
২৯ | @rex-sumon | 2.82227% | 400 STEEM |
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৩১২১ স্টিম। চলমান কনটেস্টে পাঁচ সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে ৩৩৯,৬৯০ স্টিম।
গত সপ্তাহে যারা কনটেস্টে পার্টিসিপেট করেছে কিন্তু নিয়ম মানেনি তাদেরকে উইনার লিস্টে রাখা হচ্ছে না। নিম্নে তাদের লিস্ট প্রদান করা হলোঃ-
ক্রমিক | নাম | পাওয়ার বৃদ্ধি | স্টিমের পরিমান |
---|---|---|---|
১ | @mahamuddipu | 10.1351% | 30 STEEM |
২ | @alokroy647 | 11.2941% | 47 STEEM |
৩ | @munna101 | 26.1194% | 35 STEEM |
৪ | @mrahul40 | 1.37994% | 15 STEEM |
৫ | @rayhan111 | 1.49701% | 35 STEEM |
৬ | @rasel72 | 0.830625% | 23 STEEM |
৭ | @rahimakhatun | 625% | 100 STEEM |
পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৫০ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-
অবস্থান | নাম | পাওয়ার বৃদ্ধি | পুরস্কার এর পরিমান |
---|---|---|---|
১ | @sikakon | 269.565% | ১২ STEEM |
২ | @shamaounali | 150.943% | ১০ STEEM |
৩ | @robiul02 | 80.6452% | ৮ STEEM |
৪ | @rezamusic22 | 41.9355% | ৬ STEEM |
৫ | @rita135 | 24.8571% | ৫ STEEM |
৬ | @green015 | 15.0094% | ৪ STEEM |
৭ | @engrsayful | 13.6477% | ৩ STEEM |
৮ | @sangram5 | 12.7714% | ২ STEEM |
যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-
ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।
উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।
তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।
এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।
কনটেস্টে পার্টিসিপেট করার জন্য যে সকল নিয়ম অনুসরণ করতে হবে সেগুলো নিম্নে দেয়া হলঃ-
পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে আপনি কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
সর্বনিম্ন ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। সর্বোচ্চ: আনলিমিটেড।
পার্টিসিপেট করতে হলে নিজের একাউন্টে কমপক্ষে ৫০ স্টিম পাওয়ার থাকতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #abb-powerup #TargetDecember , #welovepowerups ( @steemcurator01 থেকে সাপোর্ট পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে যদি #club5050 ট্যাগ ইউজ করেন)
কনটেস্টে অংশগ্রহণের পোস্ট শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় করতে হবে।
কন্টেস্টের প্রাইজ পোলের স্পন্সর: @alsarzilsiam,@kingporos,@rupok,@winkles,@moh.arif,@hafizullah,@shuvo35
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
খুব ভাল ছবির ছবি আমি সত্যিই আপনার পাওয়ার ইউপি ইমেজ দিয়ে পছন্দ করি ধন্যবাদ
ষষ্ঠ সপ্তাহের ফলাফল প্রকাশিত হলো যারা অংশগ্রহণ করছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।এবং যারা ভালো করছেন তাদেরকে অভিনন্দন।
এ সপ্তাহের পাওয়ার দেখে খুবই ভালো লাগবো ।অনেকেই পাওয়ার আপ করেছেন ডিসেম্বর এর টার্গেট পূরন করার জন্য ।সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ রইলো ভাই।
প্রথম স্থান দখল করেছি। আমি খুবই আনন্দিত। ধন্যবাদ সুমন ভাই। 🥰🥰🥰🥰
পাওয়ার আপ প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে জানাই অন্তরের অন্তস্থল থেকে প্রান ঢালা শুভেচ্ছা। আর যারা বিজয়ী হতে পারেন নাই ইনশাআল্লাহ সামনে ভাল কিছু হবে এভাবেই আগাতে থাকেন। সবার প্রতি শুভকামনা ও অভিনন্দন রইল।
প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছি।কমিউনিটিতে জয়েন হওয়ার শুরু থেকেই এই কার্যক্রম চালিয়ে গেছি।এখন অবশ্য তার ফলও পাচ্ছি।হিরোইজম এ ডেলিগেশন দেওয়ায় শাই-ফক্স থেকে ভালই সাপোর্ট পাচ্ছি।
পাওয়ার আপ করতে আমার কাছে অনেক ভালো লাগে। আমিও চেষ্টা করছি গত কয়েক মাস যাবত পাওয়ার আপ করার জন্য। কেননা পাওয়ার আপ করলে কাজ করার আগ্রহ টা অনেকাংশে বৃদ্ধি পায় সাথে সাথে একাউন্টের শক্তিও বৃদ্ধিতে পাই।
পাওয়ার বৃদ্ধির প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকল কেই শুভেচ্ছা জানাচ্ছি। আর এ প্রতিযোগিতায় এ সপ্তাহের যারা পুরস্কার বিজয়ী হিসেবে গণ্য হয়েছে তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমিও আগামী সপ্তাহে এ প্রতিযোগিতায় অংশগ্রহণে চেষ্টা করবেন ইনশাল্লাহ।
পাওয়ার আপ করতে খুব ভালো লাগে ভাইয়া।
নতুন ছিলাম যখন তখন একটু ভয় পেতাম তবে এখন খুব ভালো লাগে।
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ জানাই কারণ আপনার জন্যই আমরা এই পাওয়ার আপ কনটেস্টে অংশ নিতে পারছি।
আমাদের সবার প্রয়োজন প্রতি নিয়ত পাওয়ার আপ করা।
ভাইয়া আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো।
আমি @heroism এ ২৫০ এসপি ডিলেগেশন করেছি ভাইয়া ।
নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আমি নিশ্চিতভাবে শক্তি আপ কার্যক্রমে অংশগ্রহণ করব, বারবার। অনেক মজা🙏🏻