টার্গেট ডিসেম্বর সিজন-২
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আজ থেকে টার্গেট ডিসেম্বর সিজন-২ এর যাত্রা শুরু হতে যাচ্ছে। দীর্ঘ পাঁচ মাস টার্গেট ডিসেম্বরের সিজন-১ আমাদের কমিউনিটিতে অ্যাক্টিভলি চলমান ছিল। টার্গেট ডিসেম্বর সিজন-১ ছিল একটি মোস্ট সাকসেসফুল ইনিশিয়েটিভ। যেটার মাধ্যমে বহু ইউজার তাঁদের টার্গেটে পৌঁছাতে পেরেছে খুব সহজেই। টার্গেট ডিসেম্বর সিজন-২ এর প্রধান লক্ষ্য হল নেক্সট ডিসেম্বরের পূর্বেই মিনিমাম ৫০ জন ইউজারকে ডলফিন ক্যাটাগরিতে নিয়ে আসা । আশা করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সিজন-২ এর উদ্যোগটি সফল করতে পারব।
আপনাদের মধ্যে যারা শক্ত মনোবল নিয়ে স্টিমিট প্লাটফর্মে দীর্ঘদিনের জন্য কাজ করতে এসেছেন তাদের জন্য এই উদ্যোগটি অনেক সুফল বয়ে আনবে। এছাড়া সবাই একসাথে অংশগ্রহণ করলে প্রতিযোগিতামূলক একটি পরিবেশ গড়ে উঠবে। আপনারা জানেন স্টিমিটে নিজের একাউন্ট এর পাওয়ার বৃদ্ধি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্দিষ্ট পরিমাণ পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনার একাউন্টে নির্দিষ্ট মানের ভোট দেয়ার সক্ষমতা তৈরি হবে। তাহলে আর দেরি কেন, আজকেই পরবর্তী ডিসেম্বর টার্গেটের হিসাবটা সেরে ফেলুন। আপনার লক্ষ্য স্থির করুন। এগিয়ে চলুন আপনার সর্বশক্তি দিয়ে।
যেভাবে আপনি টার্গেট ডিসেম্বরে অংশগ্রহণ করবেনঃ
সর্বপ্রথম একটি পোস্ট লিখুন। যেখানে উল্লেখ করবেন আপনার টার্গেট ডিসেম্বর সিজন-২ এর লক্ষ্য, এবং প্রতি সপ্তাহে কী পরিমাণ পাওয়ার বৃদ্ধি করার ইচ্ছা আপনার রয়েছে সে বিষয়ে বিস্তারিত।
এরপর প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে আপনি কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।
প্রতি সপ্তাহে মাত্র একটি পাওয়ার বৃদ্ধির পোস্ট করতে হবে।
আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #TargetDecember , #welovepowerups #abb-powerup
পাওয়ার বৃদ্ধির পোস্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটিতেই করতে হবে ।
আপনারা জানেন টার্গেট ডিসেম্বর সিজন-১ কে ভিত্তি করে একটি কনটেস্ট চলমান ছিল । সেটিকে আমরা পাওয়ার আপ কনটেস্ট বলে চিনি। টার্গেট ডিসেম্বর সিজন-২ কে ভিত্তি করে নতুন কনটেস্টের ঘোষণা করা হবে খুব শীঘ্রই। এখানে পূর্বের তুলনায় আরো বেশি বড় প্রাইজ পুল রাখা হয়েছে। আপনাদের জন্য অনেক বড় চমক আসতে যাচ্ছে । অপেক্ষা করুন সে পর্যন্ত এবং প্রস্তুতি গ্রহণ করুন বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করার। যত বেশি পাওয়ার বৃদ্ধি করবেন আপনার ক্ষমতা ততই বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
টার্গেট ডিসেম্বর সিজন-২ আবারও শুরু হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া টার্গেট ডিসেম্বর সিজন-২ প্রজেক্ট চালু করার জন্য। অবশ্যই অংশগ্রহণ করবো আমি ইতিমধ্যেই আমার লক্ষ্য ঠিক করে নিয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের জন্য শুভকামনা রইলো অবশ্যই সবাই অংশগ্রহন করবে
টর্গেট ডিসেম্বর সিজন-২ দেখে খুবই আনন্দিত হলাম। এই মহত উদ্যোগটি আবার চালু করার জন্য অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই।
এই বার ভালো একটা টার্গেট নিয়ে কাজ করবো এবং প্রতি সপ্তাহে পাওয়ার আপ করবো। নিজের আইডিকে আমি আরো অনেক শক্তিশালী করতে চাই।
ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
প্রথম লক্ষ্য নিয়ে যে পোস্ট লিখবো সেটা কি কন্টেস্ট এনাউন্সমেন্ট এর পর নাকি আজ ও লিখতে পারবো? আর সেটায় ও কি এই পোস্ট এ দেওয়া ট্যাগ গুলা লিখবো?
হুম অবশ্যই ভাই অনেক সুন্দর একটা আয়োজন। এর ফলে আমাদের স্টিমিটে টিকে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে। পাওয়ার বৃদ্ধি মানে নিজের ক্ষমতা বৃদ্ধি। তাছাড়া টার্গেট রেখে কোন কাজ করলে সে কাজে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়। ইনশাল্লাহ অবশ্যই আমি আমার টার্গেট পূরণ করব।
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের জন্য টার্গেট ডিসেম্বর সিজন-২ এর বড় একটি প্রজেক্ট নিয়ে আসার জন্য। সফলভাবে সিজন-১ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমি লক্ষ্য স্থির করেছি। শীঘ্রই টার্গেট ডিসেম্বর সিজন-২ কনটেস্টে অংশগ্রহণ করবো। আশা করি আমার বাংলা ব্লগের সকল সদস্য অংশগ্রহণ করবে। আমার বাংলা ব্লগের জন্য শুভকামনা সবসময়।
সিজন-২ এর যাত্রা শুরু হয়েছে এজন্য আমরা সকলে অনেক আনন্দিত। আমরা সকলেই সিজন-১ এ অংশগ্রহণ করে নিজেদের টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছি। এবার আমরা নতুন ভাবে নিজেদের টার্গেট পূরণ করবো এবং এগিয়ে যাব। কারণ আমরা আমাদের স্টিম পাওয়ার বৃদ্ধিকে ভালবাসি। এই প্রতিযোগিতার মাধ্যমে সকলে তাদের নির্দিষ্ট টার্গেট পূরণ করতে পারবে এবং এভাবেই আগামী দিনগুলোতে এগিয়ে যাবে সেই কামনাই করছি। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।
অনেক ভালো উদ্যোগ ভাই । আশা করি ঐ ৫০ জন ডলফিনের মধ্যে আমি থাকবো (ইনশাআল্লাহ) । পাওয়ার আপ করলে নিজেরি ক্ষমতা বৃদ্ধি হবে ।
ধন্যবাদ ভাই । টার্গেট ডিসেম্বর সিজন-২ অপেক্ষায় রইলাম।
আমার আংশ গ্রহন
https://steemit.com/hive-129948/@mohamad786/155-steem-shy-fox