গুরুত্বপূর্ণ সতর্কমূলক বিজ্ঞপ্তি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

banner-1165979_1280 (1).png

  • গুরুত্বপূর্ণ সতর্কমূলক বিজ্ঞপ্তি


সম্মানিত সকল ইউজারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে “আমার বাংলা ব্লগ” কমিউনিটির মালিক ফ্যান্টম দাদার STEEMIT একাউন্টের নাম এর সাথে হুবহু মিল রেখে HIVE ব্লকচেইনে @rme নামের একটি একাউন্ট ক্রিয়েট করেছে। @rme এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, Hive প্ল্যাটফর্মের @rme অ্যাকাউন্টের মালিক, STEEMIT প্ল্যাটফর্মের @rme নয়। HIVE ব্লকচেইন এর উক্ত অ্যাকাউন্ট থেকে কোন ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটলে সেটার দায়ভার কোনভাবেই STEEMIT ব্লকচেইন এর ফ্যান্টম দাদা অর্থাৎ @rme নিবেনা। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।

এই ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে যে কাজগুলো করা হতে পারেঃ

  • উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেক অ্যাকাউন্ট দ্বারা স্পামিং এর মাধ্যমে STEEMIT ব্লকচেইনের @rme এর রেপুটেশন নষ্ট করার চেষ্টা করা।

  • ফ্যান্টম দাদা অর্থাৎ @rme এর খ্যাতি ব্যবহার করে যেকোনো ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি করা।

  • Hive ব্লকচেইনের @rme দিয়ে সর্বত্র ফিশিং লিংক ছড়িয়ে দিয়ে অসৎ উদ্দেশ্য হাসিল করা।

  • সাধারণ ইউজারদের টার্গেট করে তাদের কাছে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া।

  • ফেক অ্যাকাউন্ট দিয়ে কোন টার্গেট ব্যক্তির সাথে মিথ্যা পরিচয়ে যোগাযোগ স্থাপন করা।

এছাড়াও বিভিন্ন অসৎ উদ্দেশ্যে ফেক অ্যাকাউন্ট ব্যবহার করা হতে পারে। সে ক্ষেত্রে প্রত্যেক ইউজারদের বাড়তি সর্তকতা অবলম্বন করতে হবে। কোন ধরনের অপরিচিত লিংকে যাচাই-বাছাই ব্যতীত প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। @rme দাদার নামে তৈরি করা ফেক অ্যাকাউন্ট দিয়ে যেকোনো সময় যেকোনো ধরনের অপকর্ম করা বা কোন ইউজারকে আক্রমণ করা হতে পারে। সে ক্ষেত্রে STEEMIT ব্লকচেইনের ফ্যান্টম দাদা কোনভাবেই দায়ী নয় । আপনার সুরক্ষা আপনার নিজের কাছে সংরক্ষণ করুন। ধন্যবাদ।

স্টিমিটের @rme দাদার নামে তৈরি করা হাইভের ফেক অ্যাকাউন্টঃ https://hive.blog/@rme/posts




An anonymous person has created a fake account named @rme on the Hive platform by matching the name of @rme, the owner of the "Amar Bangla Blog" community of the steemit platform. If any dishonest act is done using the fake account, @rme of steemit platform will not take the responsibility.


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপনার সর্তকতামুলক পোস্ট খুবই গুরুত্বপূর্ণ।অবশ্যই আমরা এখন সর্তকতা অবলম্বন করবো। আমাদের কোনো ধরনের ঝুঁকিতে আর পড়তে হবে না।সর্তকতা মুলক পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক সুন্দর একটি বার্তা আমাদের মাঝে শেযার করার জন্য অসংখ্য ধন্যবাদ। নোটিফিকেশনটি অবশ্য দেখেছি।কিন্তু যারা জানেন না তাদের এখনো জানা হলো।আমরা সবাই এই সকল ফেক আইডি বা হ্যাকারদের নিকট থেকে দুরে থাকতে গেলে অবশ্যই শতর্ক থাকতে হবে।আবারো ধন্যবাদ সুমন ভাইকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ সতর্কতামুলক তথ্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য ।আমরা এখন সতর্ক হলাম প্রতারোনা থেকে ।ধন্যবাদ ভাই

ধন্যবাদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য উপস্থাপন করেছেন।

ভাই মানুষের মাঝে কেন যে এতো হিংসা বুঝে আসে নাহ!!!! আমাদের দিয়ে কিভাবে সুন্দর একটা পৃথিবী গড়া সম্ভব হবে...!? অন্যের উন্নতি দেখে যারা সহ্য করতে পারে না এদের সন্তানরাও তাদের মাকে দেখে বলবে আমার বউ বাবার বউয়ের মত নয়।

খুব ভারি একটা কথা বলে ফেললাম...!

 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন ভাইয়া। আমাদের প্রত্যেককে আরো বেশি বেশি সচেতন হওয়া প্রয়োজন। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবো এবং অন্যকে সতর্ক হতে উৎসাহী করবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

এই পোস্টটি যারা পড়বেন তারা অবশ্যই সবাই রি স্টিম করবেন । কারণ আমাদের সবাইকে এই পোস্টটি সবজায়গায় ছড়িয়ে দিতে হবে ।যাতে সবাই সাবধান হতে পার।ধন্যবাদ সুমন ভাইকে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তির জন্য ।

 3 years ago 

ভাইয়া আমি করেছি রিস্টিম।

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমিও করলাম ভাইয়া,,,,

 3 years ago 

রি স্টিম করে দিয়েছি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ সতর্কতামূলক পোস্ট উপহার দিয়েছেন।

ধন্যবাদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য উপস্থাপন করেছেন।আশা করছি দাদার কোনো ক্ষতি হবে না।

 3 years ago 

এই পোস্টটির জন্যই গতকাল থেকে অপেক্ষা করছিলাম।সত্যিই সবার ই জানা উচিত যে কেও একজন এভাবে অসৎ উদ্দেশ্য নিয়ে দাদার নাম ব্যবহার করছে।যা সত্যিই খুবই দুঃখজনক একটি ব্যাপার। আমাদের সবার উচিত সচেতন থাকা যাতে এই আইডি দ্বাড়া কোনো অনৈতিক কিছু যেনো করতে না পারে।আর করলেও যেনো সেটা সাথে সাথেই আমাদের নজরে পরে।
ধন্যবাদ সুমন ভাইয়া এভাবে সুন্দর ভাবে লিখার জন্য।

খুব ভালো হইলো ভাই।পোস্টটি আমাদের সকলের নজরের আসায় ফেক অ্যাকাউন্ট কারোর ক্ষতি করতে পারবেনা।আমি ১০০% সতর্কতা অবলম্বন করেছি ভাই।আশা করছি সকলে বিষয়টা খুব গুরুত্ব সহকারে পালন করবে।আশা করছি দাদার কোনো ক্ষতি হবে না।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 108039.23
ETH 3363.81
SBD 5.02