বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা - পর্ব -#১
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবসময় চেষ্টা করি একটু ঘুরাঘুরি করে নিজের মনটাকে ফ্রেশ রাখতে। গত বছরে গিয়েছিলাম বান্দরবানের রেমাক্রি ও নাফাকুম অঞ্চলে। এ অঞ্চল গুলো সম্পন্ন নেটওয়ার্কের বাইরে। এ লাইন ধরে আরও বেশি দূর অর্থাৎ আরো বেশি গভীরে যাওয়ার প্লান ছিল এবার কিন্তু নিরাপত্তা জনিত সমস্যার কারণে ওই অঞ্চলগুলো এখন বন্ধ আছে সাময়িকভাবে।
অনেকদিন ধরে প্লান করছি আবারো বান্দরবান যাব। আমাদের প্রত্যেকটা টুরের ডেট ফাইনাল করাটা খুবই ঝামেলা পূর্ণ হয়। কয়েকজন চাকরি করে। প্রত্যেকের ছুটি মিলাতে হবে এবং বাকিদের ফ্রি থাকতে হবে এরকম একটা টাইম ফিক্স করা অনেক কঠিন ব্যাপার। তবে সব ঝামেলা শেষ করে এই ৬ তারিখে অর্থাৎ আজকের দিনেই আমাদের ট্যুরের ফাইনাল ডেট ফিক্স করা হয়েছিল।
এবার বান্দরবানের গভীরে যেতে পারবো না তবে যতটুকু সম্ভব সুন্দর সুন্দর জায়গা গুলোতে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের প্ল্যানিংয়ে ছিল মোট ১৪ ঘণ্টার লম্বা ট্রাকিং। সেটা এখন আর হচ্ছে না। ট্যুরটা হবে রিলাক্সিং বাট সেই মজাটা অবশ্য পাওয়া যাবে না। যেহেতু আমরা গভীরে যেতে পারছি না তাই সময় বেঁচে যাচ্ছে। এজন্য আমরা বান্দরবান ঘোরাঘুরি শেষ করে কক্সবাজার হয়ে তারপর বাসায় ব্যাক করব এরকমই প্ল্যান করা হয়েছে।
চারটার দিকে বাসা থেকে রউনা দিয়েছি। বাজারে সবাই এসে একত্রিত হয়েছি। এরপর সবাই একসাথে স্টেশন এর উদ্দেশ্যে যাত্রা। সবাই একসাথে রেলস্টেশনে এসে অপেক্ষা করার মাঝে অমায়িক আনন্দ কাজ করে। যথা সময় ট্রেন চলে আসলো। ট্রেনে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ৯ঃ২২ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছি।
ঢাকায় পৌঁছে খাওয়া-দাওয়া শেষ করে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষমাণ তুর্ণা এক্সপ্রেস এর সামনে গিয়ে সবাই দাঁড়াইলাম। সবার সিট চিহ্নিত করার পর ট্রেনের সামনে এসে খানিকক্ষণ আড্ডা দিলাম। এই মুহূর্তগুলো দারুন আনন্দের।
নির্দিষ্ট সময় থেকে কিছুটা বিলম্ব সময়ে ট্রেন যাত্রা শুরু করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। সারারাতের জার্নি। আগামীকাল ইনশাআল্লাহ চট্টগ্রামে পৌঁছে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব। দেখা হবে ট্যুরের নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ । এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ছেলেদের এই এক মজা। এরা ইচ্ছে হলেই বন্ধুরা মিলে যেখানে সেখানে ঘুরতে যেতে পারে।কিন্ত মেয়েরা তা পারে না।তবে আপনাদের জার্নি ময় আনন্দটুকুর ফিল নিতে ও ভালো লাগে আমার।আপনারা বান্দরবন যাচ্ছেন সেই উদ্দেশ্যে বন্ধুরা সব এক হয়ে রওনা দিলেন।ট্রেন জার্নি তো আরো বেশী মজার।ইনশা আল্লাহ সুস্থ ভাবে পৌঁছে যাবেন আশাকরি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। অনেক অভিনন্দন রইলো আপনাদের সবার জন্য।
ট্রেনের মজা একদমই আলাদা। কিছুদিন আগে আমরাও ট্রেনে করে কক্সবাজার গিয়েছি। যদিও বান্দরবানের সেদিকে এখনো যাওয়া হয়নি তবে যাওয়ার ইচ্ছা আছে। তবে যাই হোক আপনি যেহেতু ঘুরতে বের হয়েছেন বন্ধুরা মিলে আপনার মাধ্যমে অসংখ্য চিত্র দেখতে পাবো যেগুলো এখনো দেখা হয়নি। যাইহোক ভাই বাকি পর্বের অপেক্ষায় রইলাম ভাই ধন্যবাদ।
আপনাদের টিম তো অনেক বড়। সেজন্য সবার সুবিধামতো সময়ে ঘুরতে যাওয়াটা আসলেই খুব কঠিন। তবুও আপনারা সবকিছু ম্যানেজ করে প্রায়ই ট্যুর দিয়ে থাকেন। এই ব্যাপারটা খুব ভালো লাগে ভাই। আশা করি এবারও বান্দরবানের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই।
ট্রেনে করে আপনারা ঢাকায় পৌঁছেছেন সেখান থেকে আবার ট্রেনে করে চট্টগ্রাম। ট্রেন জার্নি অনেক কনভারটেবল হয়ে থাকে।অনেকে যেহেতু চাকরি করে ডেট ফিক্স করাটা অনেকটা ঝামেলার। তারপরেও আপনারা সবাই মিলে মানিয়ে গুছিয়ে বেশ দারুন একটি টুর প্লান করেছেন। আশা করছি সেখানে গিয়ে অনেক মজা করবেন এবং সেখানকার সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের যাত্রা শুভ হোক। বান্দরবান এবং কক্সবাজারের সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম ভাইয়া।
ভ্রমণ করা শরীর ও মন উভয়ের পক্ষেই ভালো।তেমনি আপনারা ভ্রমণে বেরিয়েছেন বান্দরবানের উদ্দেশ্যে জেনে ভালো লাগলো।বিশেষ করে আপনাদের এতগুলো সঙ্গী একত্রে যাওয়ার বিষয়টি আমার কাছে বেশি ভালো লাগে।সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার সুযোগ পাবো আমরাও,ধন্যবাদ দাদা।
আমার হাজবেন্ড বলে বন্ধুরা মিলে যেখানে সেখানে ঘুরতে গেলে নাকি ভালোই মজা হয়।আপনারা তাহলে অনেক মজা করবেন।আসলে ঘুরাঘুরি করতে আমার ও ভালো লাগে।কিছুদিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসলাম তবে বাসে নয় ট্রেনে করে।কারণ ট্রেনে ভ্রমণ এর মজাই আলাদা।যাইহোক আপনাদের ঘুরাঘুরির বাকি পর্ব কিন্তু শেয়ার করবেন। অপেক্ষায় রইলাম ভাইয়া।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
তাহলে তো আপনাদের ঈদ ভাইয়া ।একসাথে দুইটা জায়গায় ঘুরতে পারবেন
কক্সবাজার ও বান্দরবান কক্সবাজার যাওয়ার অনেক ইচ্ছে আছে কিন্তু আজও যাওয়া হয়নি ।দোয়া করি আপনার যাত্রা শুভ হোক ভাইয়া শুভকামনা রইল।