সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন -জানুয়ারী চতুর্থ সপ্তাহ - [Weekly Plagiarism Report -January 4th week]
28-01-2025
চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ-
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
1 | @khudro | Link.. | Here.. |
2 | @khudro | Link.. | Here.. |
ট্রান্সলেটেড পোস্ট:
ক্রমিক নং | নাম | পোস্ট | উৎস |
---|---|---|---|
1 | @imon623 | Link | Translated |
2 | @rockamit7584 | Link | Translated |
3 | @andytherbg | Link | Translated |
4 | @rockamit7584 | Link | Translated |
বিভিন্ন অনিয়মের কারণে গত সাত দিনে অনেকগুলো পোস্ট মিউট করা হয়েছে ।
যে পোস্টগুলো বিভিন্ন কারণে mute করা হয়েছে:-
ক্রমিক নং | নাম | পোস্ট | স্ট্যাটাস |
---|---|---|---|
1 | @mhmart | Link.. | Muted 🚩 |
2 | @emrekahya | Link.. | Muted 🚩 |
3 | @khudro | Link.. | Muted 🚩 |
কারোর কোনো প্রশ্ন থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
বাংলা ব্লগ কমিউনিটি কে পুরোপুরি পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। নিয়ম ভঙ্গ করে যে সকল ইউজার পোস্ট শেয়ার করেছিলেন তাদেরকে মিউট করেছেন। প্রতিনিয়ত এই ধারাবাহিকতা অব্যাহত রাখায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
নতুন বছরে জানুয়ারি মাসের চতুর্থ ও শেষ সপ্তাহের চৌর্যবৃত্তির প্রতিবেদনটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটির ভেরিফাইড মেম্বাররা প্রতিদিন আমাদের কমিউনিটির সকল নিয়ম-কানুন গুলো নিখুঁতভাবে মেনে কাজ করছে। আর এভাবেই আমাদের সকলকে কাজ করতে হবে, যাতে সব সময় আমাদের কমিউনিটির পরিবেশটা সুন্দর ও মসৃণ থাকে।
যে সকল ইউজার কে প্লাগিয়ারিজম রিপোর্টে দেখতেছি তাদের মধ্যে কেউই আমাদের বাংলা ব্লগের ভেরিফাইড ব্লগার নেই। এটি আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। তবে ক্ষুদ্র নামের ঐ ইউজারটিকে আমাদের বাংলা ব্লগে কিছুদিন যাবত পোস্ট এবং কমেন্ট করতে দেখতেছি। আমি নিজেই তাকে কমিউনিটির কিছু রুলস বলেছিলাম। কিন্তু হয়তো সেগুলো সে ফলো করেনি। যাইহোক প্ল্যাগিয়ারিজম এর রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
আগের তুলনায় এখনকার রিপোর্ট তো দেখছি বেশ ভালো। মিউট করা পোস্টের সংখ্যাও বেশি না। আমাদের প্রাণপ্রিয় কমিউনিটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সেটাই মনেপ্রাণে চাই। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।