মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #১০
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: কুয়াশাচ্ছন্ন সকালের দৃশ্যের ফটোগ্রাফি
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এর পূর্বে দুইবার আমি আপনার ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। যেহেতু শীত পড়া শুরু হয়েছে। সকালে মোটামুটি ভালো কুয়াশা পড়ে। আশাকরি কুয়াশাচ্ছন্ন সকালের ফটোগ্রাফি করে এই প্রতিযোগিতা টাই অংশগ্রহণ করতে পারব। ধন্যবাদ ভাই এইরকম একটা ফটোগ্রাফি কনটেস্ট এর আয়োজন করার জন্য।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এখনো আমার এখানে কুয়াশার দেখা নেই।এবারের বিষয়টি খুব চমৎকার। যারা ঢাকার বাইরে থাকে,তাদের জন্য বেস্ট।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এই আয়োজনের জন্য।
বরাবরের মতো এবারও চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে আশা করি চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পাবো। যদিও আমাদের এখানে এখনো কুয়াশা দেখা যায় না। তবুও চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
This contest has been included in the daily Active Contest List
🌟 Contest alerts are now proudly sponsored by the WOX community! 🌟
Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem
লোকেশন
ফটো ডিটেইলসঃ
IOS: 100
F:1:8
FLASH: Off
DEVICE: SAMSUNG F23
Edit: non edit
Date:08/11/2023
কুয়াশাচ্ছন্ন সকালের দৃশ্যের ফটোগ্রাফি।ফটোগ্রাফিতে সকালে সৌন্দর্য রক্ষা করা যায়। নিস্তব্ধ সকালে সূর্য মামা কুয়াশার পিছন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে। সকালের এই সুন্দর ও মনমুগ্ধ পরিবেশ সবার মন কেড়ে নিতে বাধ্য । ছবিটি আজকে সকালেই তোলা৷ এখন মোটামুটি সকালে কুয়াশার দেখা মেলে ।
কুয়াশাচ্ছন্ন সকালের দৃশ্যের ফটোগ্রাফি করতে সত্যিই অনেক ভালো লাগে। আমিও চেষ্টা করব সকালবেলার সেই দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য। ভাইয়া আপনার আয়োজন করা এই প্রতিযোগিতার মাধ্যমে দারুন দারুন ফটোগ্রাফি দেখতে ভালো লাগে।
Foggy Photography: A football field being overtaken by fog was one of the best sight to see. I went to play football when I couldn't see people on the field. The fog had made it difficult to see people who were faraway. That made it very difficult to see our opponents and the ball also. But we still played regardless.The fog made it look like a snowy environment.
Photo details:
Device: Redmi 10c
Pixel installed camera
f /1.8
4.2mm
No flash
10/12/2022
This contest is only for Bangla blog community members.
This picture was captured during my stay at Haputhale, one of the beautiful destinations in Sri Lanka. Eventhough the sun was shining in its bright you can see how those hills are shrouded by the fog. The climate here is cold throughout the year and has beautiful attractions nearby such as Babarakanda, Adisham banglow, Ella, Idalgasinna, Horatin Plains.
This contest is only for Bangla blog community members.
ক্যামেরা মডেল: Samsung Galaxy F-54
ফোকাল ল্যান্থ: 1.8
আই এস ও: 25
ফ্লাশ: নেই
ইডিটেড ওর নন ইডিটেড: ইডিটেড
বিবরণ: গ্রামীণ প্রকৃতিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশে সূর্য উদিত হওয়ার দৃশ্য। এই ফটোগ্রাফিটি করার জন্য সকাল ৬ টার দিকে ঘুম থেকে ঊঠতে হয়েছিলো। অপরূপ সৌন্দর্য ভরা এই দৃশ্যটা আমার কাছে সুন্দর লেগেছিলো তাই ক্যাপচার করেছিলাম।