মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #০৭steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
ছোটদের খেলার মুহূর্তের ছবি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।

Sort:  
 last year 

দেখা যাক তাহলে এবার কার মোবাইলে কোন ধরনের ফটোগ্রাফি জমে আছে। এখন তাহলে আমরা ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি উপলব্ধি করতে পারবো সবার মাধ্যমে। জাস্ট অসাধারণ ভালো লেগেছে আপনার প্রতিযোগিতার বিষয়টি। তাহলে শেয়ার করার চেষ্টা করব অংশগ্রহণ করার চেষ্টা করব। খুবই ভালো লেগেছে চলতে থাকুক তাহলে প্রতিযোগিতা টি। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

নিশ্চয়ই এবারও অংশগ্রহণ করার চেষ্টা করব। তবে এতগুলো বাচ্চা কোথায় পাবো সে নিয়ে চিন্তিত 😂😂।

 last year 

ভাইয়া আপনি মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার সপ্তম পর্বের অ্যানাউন্সমেন্ট নিয়ে হাজির হয়েছেন আজকে।এবারের প্রতিযোগিতার বিষয়টি অনেকটা ভালো লেগেছে।চেষ্টা করবো অংশগ্রহণ করতে।নতুন নতুন ফটোগ্রাফি দেখতে পারবো এই প্রতিযোগিতার মাধ্যমে।গ্যালারিতে অবহেলিত ছবি অনেকেরই থেকে যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

বাহ্! বরাবরের মতো এবারের প্রতিযোগিতার টপিক্স চমৎকার লেগেছে আমার কাছে। প্রতি বারের মতো এবারও চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যাইহোক এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার প্রতিযোগিতা টাই আমি আশাকরি অংশগ্রহণ করব। তবে আমার একটা বিষয় জানার আছে। এক্ষেত্রে কী আমি আমার পূর্বে ফটোগ্রাফি করা কোনো ফটো এখানে শেয়ার করতে পারব??

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া এবারের প্রতিযোগিতার বিষয়টাও অসাধারন। আশা করি এবারও সকল ইউজাররা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে তাদের ক্রেয়েটিভটিক কাজে লাগিয়ে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

এবারের ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয়বস্তু সত্যি অনেক দারুন। ছোটদের খেলার ফটোগ্রাফি যেহেতু নেই তাই শেয়ার করতে পারছিনা। নির্দিষ্ট সময়ের পূর্বে অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ভাইয়া।

 last year 

এবারের প্রতিযোগিতার বিষয় দেখে খুব ভালো লাগলো। ছোট ছেলে মেয়েরা খেলতে বেশ পছন্দ করে। খেলার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে তা তাদের দেখাতে পারলে তারা খুবই খুশি হয়। আসলে ছোটদের খেলাধুলার মুহূর্তগুলো দেখলে নিজেরও শৈশবের কথা মনে পড়ে যায়। কত না মধু মুহূর্ত পার করেছি। এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 100671.43
ETH 3655.73
USDT 1.00
SBD 3.14