মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৩৯
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: কুয়াশাচ্ছন্ন সকালের ফটোগ্রাফি। এ সপ্তাহে ৫ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৫ জন পার্টিসিপেট করেছে । ৫ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @riyadx2
বিবরণ: আমি এই ফটোগ্রাফি টি বেশ দুই দিন আগে সকাল বেলা কলেজে যাওয়ার সময় আমাদের চকের পাতারের রাস্তা থেকে সংগ্রহ করেছি। আমাদের উত্তর বঙ্গের মধ্যে বেশ কিছু দিন ধরে প্রচন্ড পরিমানে কুয়াশা পড়েছিল। কুয়াশার কারণে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছিল না।আর বিশেষ করে ফসলের মাঠ গুলোর মধ্যে একটু বেশি পরিমাণে কুয়াশা পড়ে।
By: @emon42
এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম গতবছর। ইচ্ছা করেই এক কুয়াশাচ্ছন্ন সকালে হাঁটতে বের হয়ে আমার গ্রামের মধ্যে থেকে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করি।
By: @nazmul01
আমি এই ফটোগ্রাফিটি ধারণ করেছিলাম আজকে সকালে হাঁটতে বের হয়ে। আমার বাসার পিছনে কিছুদিন আগে ধান কাটা হয়েছিল। তাই আমি সকালে ঘুম থেকে উঠে কিছু সময় হাঁটার চেষ্টা করি। শীতের কুয়াশাচ্ছন্ন সকালের অপরূপ সৌন্দর্য দেখে ভীষণ ভালো লাগে। ঘন কুয়াশার কারণে দূরের কোন কিছুই দেখা যাচ্ছিল না। সেই মুহূর্তে আমি ফটোগ্রাফি করেছিলাম।
By: @shahid540
কিছু কথা:শীতকাল মানেই কুয়াশার মেলা। কুয়াশা ছাড়া যেন শীতের কোন মজাই নেই। কুয়াশা ছাড়া শীত আর ফলহীন বৃক্ষ যেন একই রকম। তবে এই শীত আর কুয়াশা দিনের শুরুতে তথা প্রভাতের দিকেই সব থেকে বেশি ভালো লাগে দেখতে। কিছুদিন আগে গিয়েছিলাম ভার্সিটি ক্লাস করার জন্য ক্লাস ছিল ৮:৪৫ মিনিটে। রাস্তা দিয়ে যাওয়ার পথেই এই ফটোগ্রাফিটি করেছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।
By: @mohinahmed
এই ফটোগ্রাফিটা গতকাল সকালে ক্ষেতের দিকে গিয়ে তুলেছিলাম। ঘন কুয়াশা না থাকলেও, কুয়াশা মোটামুটি ভালোই ছিলো। পাতাবিহীন গাছে একটি পাখি বসে ছিলো, যা দেখে ভীষণ ভালো লেগেছিল আমার। তাই আমি সাথে সাথে ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।
উক্ত ৫ টি এন্ট্রি থেকে ৫ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @mohinahmed - 3 STEEM -
- 2nd Prize - @shahid540 -2 STEEM -
- 3rd Prize - @nazmul01 - 2 STEEM -
- 4th Prize - @riyadx2 - 2 STEEM -
- 5th Prize - @emon42 - 1 STEEM-
- 6th Prize - @X - 1 STEEM-
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Congratulations, your post was upvoted by @supportive.
আসলে এবারের প্রতিযোগিতার টপিকটা সত্যিই দারুণ ছিলো। কুয়াশাচ্ছন্ন সকালের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। যাইহোক আমাকে বিজয়ী নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
এবারের প্রতিযোগিতা খুবই সুন্দর এবং আকর্ষণীয় ছিল। বিশেষ করে শীতের সৌন্দর্য ও কুয়াশাচ্ছন্ন সকালের ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। আমি তৃতীয় স্থান অর্জন করেছি জেনে ভীষণ খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
ইস প্রতিযোগিতাটা মিস করে গেছি। এবারের প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করেছিল সেই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের নাম প্রকাশ করেছেন।
এই টপিকসটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আসলে প্রতিযোগিতা কোন বিষয় নয়। আমার কাছে আনন্দটাই বেশ প্রিয়। তবে দুখের বিষয় হলো এমন একটি প্রতিযোগিতায় ব্যস্ততার কারনে অংশগ্রহণ করা হয়ে উঠে না। তবুও যারা এবারের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছেন তাদের সবাই কে জানাই অভিনন্দন।
যেকোনো প্রতিযোগিতায় জয়ী হতে পারলে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ অনুভূত হয়।যা বর্তমান সময়ে অনুভব করতেছি এই ফটোগ্রাফি কনটেস্টে বিজয়ী হিসেবে নিজেকে দ্বিতীয় স্থানে দেখে। তবে এবারের টপিক টা সময়োপযোগী এবং দারুন ছিল। যাহোক অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে বিজয়ী হিসেবে দ্বিতীয় স্থানে জায়গা দেওয়ার জন্য।
আপনার মাধ্যমে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি খুবই সুন্দর একটি টপিক নিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। আশা করছি ভবিষ্যতে ও এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করবেন। প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সবাই কে অভিনন্দন।