৫ পর্বের রেনডম ফটোগ্রাফি । প্রথম পর্ব ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)



ফটোগ্রাফি


  • The 13th September , 2021
  • Monday

1631507679635-01.jpeg

আমার কাছে অনেকগুলো ফটোগ্রাফি আছে । তো ভাবলাম ৫ পর্বের একটা সিরিজ পোস্ট করা যেতে পারে।আজ হলো প্রথমপর্ব। প্রথম পর্বে যেই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো হচ্ছে মোবাইল ফোনে ধারণ করা।

যে ফটোগুলো আজকে শেয়ার করতেছি সেগুলো তিনটি স্থানে থেকে তোলা। একটি হলো নীলগিরি, একটি হচ্ছে নীলাচল আর মেঘলা পর্যটন কেন্দ্র। তিনটে স্থানের মোট দশটি ছবি । ছবিগুলোতে মেঘ, পাহাড় আর মেঘলা পর্যটন কেন্দ্রের পার্কের মধ্যকার দৃশ্যগুলো ফুটে উঠেছে। আমি নিশ্চিত যে, প্রকৃতিপ্রেমীদের কাছে ছবিগুলো খুবই ভালো লাগবে। আজকের ছবিগুলোর মধ্যে বেশিরভাগ ছবিই তোলা মেঘলা পর্যটন কেন্দ্র থেকে। প্রথম দুটি ছবি নীলগিরি থেকে, আর একদম শেষের ছবি নীলাচল থেকে তোলা। আর বাকি সবগুলোই বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্র থেকে তোলা।

ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

1631503231835-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 30-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/reform.cre.

1631503307676-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 30-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/reform.cre.


1631503637214-01.jpeg

Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/hollow.glo.

1631504014389-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/lemonade.abd.

1631504242075-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/undress.hum

1631504297317-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/spinsters..

1631504328051-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/spinsters..

1631504378516-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/cityscape.

1631503920733-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/file.thorw..

1631504619842-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
Date & EXIF data: 29-07-21 || f/1.89-5.43mm
What's 3 Word Location :https://w3w.co/yachts.


JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Sort:  
 3 years ago 

ভাইয়া আমার কিন্তু হিংসে হচ্ছে এখন। যদিও হিংসে খুব খারাপ জিনিষ!আপনি কিভাবে এতোটা সুন্দর ফটোগ্রাফী পারেন ভাইয়া!!জাস্ট ওয়াও ওয়াও ওয়াও।
আমি প্রত্যেকটা ছবি অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি কারণ এক একটা ছবি এক এক রকমের সুন্দর।বেস্ট ফটোগ্রাফার ভাইয়া আপনি!প্রকৃতির বৈচিত্র‍্যতার সাথে আপনার ফটোগ্রাফীর বেচিত্র‍্যতার মিল ঘটে একেবারে অন্য লেভেলের হয়েছে ব্যাপারটা, জায়গা তিনটি জাস্ট মনোরম। সব শেষে বলবো,জায়গা যেমন সুন্দর আপনার ছবি তুলার হাতটাও তুলনাহীন।
জাস্ট বলবো, মাশাল্লাহ ভাইয়া!!

 3 years ago 

পরের পর্ব গুলো আরো বেশী ভালো লাগবে আশা করি 🥰

 3 years ago 

হ্যা ভাইয়া তা তো অবশ্যই। 🥰🥰🥰

 3 years ago 

প্রথম পর্বেই ফাটাফাটি হয়েছে। দ্বিতীয় এবং শেষের গুলো কেমন হবে জানিনা। তবে বিশেষ করে মেঘ এবং পাহাড়ের সুনিবীড় ভালোবাসা অতীব অসাধারণ

 3 years ago 

দাদা আপনার ফোটোগ্রাফি নিয়ে কোনো কথা হবে না।এককথায় অসাধারণ, অতুলনীয় এবং দুর্দান্ত।প্রত্যেকটি ছবি পর্যটন কেন্দ্র এর নামের সঙ্গে মিলে গেছে।অপরুপ সৌন্দর্যে মোড়ানো সবুজ প্রকৃতি ,তারই মাঝে ভাসমান মেঘের উল্লাস ধোঁয়ার কুণ্ডলীর মতো।পাহাড় থেকে ভাসমান মেঘ দেখে আমার মনে হয়েছে যেন স্বচ্ছ জলের ঝর্নার ফোয়ারা নেমে আসছে পাহাড়ের গা বেয়ে।কাঠের তৈরি সেতুও খুব সুন্দর।

দাদা আমার জানতে ইচ্ছে করছে ওই খাঁচাগুলির ভিতর কী ছিল?অনেক ধন্যবাদ দাদা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাসমান মেঘের উল্লাস ধোঁয়ার কুণ্ডলীর মতো।

এই দৃশ্যগুলো আমার কাছেও সবচেয়ে বেশি ভালো লাগে।

দাদা আমার জানতে ইচ্ছে করছে ওই খাঁচাগুলির ভিতর কী ছিল?

অল্প কয়েকটা হরিণ ছিল। কিন্তু ভিতরের পরিবেশ আমার পছন্দ হয়নি তাই ছবি উঠাইনি 😋

 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর।আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য্যকে সকলের মাঝে তুলে ধরেছেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আরো চারটি পর্ব আছে। আশাকরি ওইগুলোও ভালো লাগবে।

সৌন্দর্যে ভরপুর হয়েছে পোস্টটি।সবগুলো ফটোগ্রাফি খুব নিখুঁত ভাবে তুলেছেন ভাই।আপনার ফটোগ্রাফি গুলো প্রশংসার দাবিদার।কোনটাকে বেস্ট ফটোগ্রাফি হিসেবে সিলেক্ট করতে পারছি না।সবগুলো যেন ১০/১০ ফটোগ্রাফি হয়েছে।এরকম আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফির চারটি পাবে ভেবেই ভালো লাগতেছে।পরবর্তী পর্বগুলোর জন্য অপেক্ষায় রইলাম ভাই।শুভ কামনা রইলো ভাই।

 3 years ago (edited)

প্রকৃতির মাঝেও বৈচিত্র্যর অভাব নেই। আপনার ছবি গুলি প্রকৃতির বিচিত্র তা ফুটে উঠেছে। তিনটি জায়গায় খুবই দৃষ্টি নন্দিত। খুবই শান্ত পরিবেশ। যাওয়ার ইচ্ছা প্রকাশ করি। চমৎকার মুহুর্ত কাটিয়েছিলেন । টোটাল 10 টা ছবি মনোমুগ্ধকর ।নীলগিরি, নীলাচলের ছবির সহ বান্দরবনের পর্যটন কেন্দ্রের ছবিগুলি দেখেই চোখ জুড়িয়ে গেলো। দারুন ভাবে ক্যামেরা বন্দি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা ছবিগুলি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। মোবাইল ফোন দ্বারা আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনি নীলগিরি, নীলাচল ও বান্দরবানের যে ফটোগ্রাফি গুলো করেছেন সেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নীলগিরি, নীলাচল ও বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য কাছাকাছি থেকে দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি। কারণ এই পর্যটনকেন্দ্রগুলোতে আমি কখনো যাইনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার এই জায়গাগুলোতে যেতে খুব ইচ্ছে করছে। এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের ফটোগ্রাফি পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 3 years ago 

কি অসাধারণ রুপ বৈচিত্রে ভরা ফটোগ্রাফি, সত্যি ভাইয়া আপনার ফটোগ্রাফির তুলনা হয়না। প্রত্যেকটা ছবিতে মনে হচ্ছে যে বাস্তবতার আসল রূপ গুলো একেবারেই পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার এই অসাধারণ প্রতিভা।

 3 years ago (edited)

ছবি একদম সুপার ডুপার, কোনো কথা হবেনা। প্রথম দুটো ছবি আমার কাছে অসাধারণ লেগেছে। প্রথম দুটি ছবি দেখেই বোঝা যাচ্ছে নীলগিরি জায়গাটা কত সুন্দর মনোরম পরিবেশ হতে পারে।

ভাই ছবিগুলো এত সুন্দর তুলেছেন যে এই ছবিগুলি যে দেখবে সেই ওইখানে ঘুরতে যেতে চাইবে। আপনার ছবি তোলার হাত এমনিতেই অনেক ভালো। আর জায়গাটা এমন সুন্দর যে ছবি ভালো হতে বাধ্য। আপনার কাছে ছবি তোলা শেখার আশায় রইলাম। ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.29
ETH 2435.35
USDT 1.00
SBD 2.33