সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - ডিসেম্বর প্রথম সপ্তাহ (Weekly Plagiarism Report -December -1st week)
02-12-2021
চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @ratula922 | পদ্মায়.. | 100% | উৎস |
২ | @eisha33 | গোলাপ.. | 100% | উৎস |
৩ | @tdas0 | জীবন.. | 100% | উৎস |
রিপিট পোস্ট :
ক্রমিক নং | নাম | রিপিট পোস্ট | প্রধান পোস্ট |
---|---|---|---|
১ | @abdul237 | পোস্ট লিংক | পোস্ট লিংক |
২ | @hossam131313 | পোস্ট লিংক | পোস্ট লিংক |
৩ | @jaesunsang | পোস্ট লিংক | পোস্ট লিংক |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
১ | @hossam131313 | লিংক | উৎস |
২ | @biplopali | লিংক | উৎস |
৩ | @de3p | লিংক | উৎস |
৪ | @biplopali | লিংক | উৎস |
৫ | @tdas0 | লিংক | উৎস |
৬ | @pap-hady | লিংক | উৎস |
৭ | @jaesunsang | লিংক | উৎস |
৮ | @sannem | লিংক | উৎস |
৯ | @ustazkarim | লিংক | উৎস |
১০ | @malkeetsingh | লিংক | উৎস |
১১ | @mo11 | লিংক | উৎস |
যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।
আজকের চৌর্যবৃত্তি এবং কপিরাইট লঙ্ঘন সাথে একই পোস্ট বারবার এগুলো দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। সুন্দর স্বচ্ছ কমিউনিটি তে এগুলো আমাদের জন্য সত্যিই অসহনীয় বিষয়।
তবে যেহেতু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে দেখা যাক পরবর্তীতে কি হয়।
আর সুমন ভাইকে আন্তরিক ধন্যবাদ কমিউনিটিকে সুন্দর রাখার জন্য আপনার এই পরিশ্রমকে।।
হঠাৎ করে এই সংখ্যাটা বেড়েই গেল যেটা সত্যি উদ্বেগজনক। আপনার সময় দিয়ে কমিউনিটির স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক ধন্যবাদ এবং আশা করছি তারা ভুল করছেন তারা খুব তাড়াতাড়ি শুধরে যাবেন।
এই সপ্তাহে তো অনেকেই কপিরাইট বিধি লঙ্ঘন করেছে। user দের এই সব বিষয় থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।
আসলে ব্যাপারটি খুবই দুঃখজনক। কারণ সবকিছু এইভাবে শিখানো সত্ত্বেও যদি কেউ এইভাবে খারাপ অথবা আইন লঙ্ঘণের পথ বেছে নেয় তাহলে বিষয়টা সত্যিই খুব খারাপ হয়ে যায়। আর আপনার কাজ দেখে ও তো সতর্ক হওয়া উচিত। আসলে আমাদের সামনেই আপনি কাজগুলো করেন আর আমাদের সামনেই তুলে ধরেন যাতে আর দশটা মানুষ সাবধান হতে পারে।
বাবারে এতো গুলো। এত চমকে উঠার মত ঘটনা দুশ্চিন্তার বিষয় বটে। আশা রাখি যারা abb-school এর ক্লাস করবেন তাদের এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং আমরা সকলেই বিশ্বাস করি এই চৌর্যবৃত্তির হার একদিন জিরো তে নেমে আসবে।
😮 গত সপ্তাহের লিস্ট দেখে মনটা খুব ভালো লাগছিলো ।আজকের লিস্ট দেখে মনে হচ্ছে সব ধারনা ভুল ।এতো জন একসাথে এমন কাজ কেন যে করলো বুজেই উঠতে পারছি না ।সবাই কি এক লাফে আসমানে উঠতে চায় ।একেবারেই হুট করে ঢুকেই পোষ্ট মারলেই কি হবে দেখে শুনে বুজে পোষ্ট করবে না ।এদের সবার abb-school এ পুরা শুরু থেকে ক্লাস করা উচিৎ ।ধন্যবাদ ভাই ,ভুল না ধরলে সঠিক শিখবে কেমনে ।এখন
আবার শিখবে এরপর সুধরাবে ।ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাই।
এই সপ্তাহের লিস্ট দেখে নিজের কাছেই খারাপ লাগছে।সত্যি নতুন নতুন যারা এসেছে তারা কমিউনিটির রুলস না মেনেই পোস্ট করে চলেছে ফলে এতো গূলার লিস্ট এটা সত্যি দঃখের বিষয়।যাইহোক সুমন ভাই যখন আছেন আহার চুরি করেও পার পাবে না।অনেক সুন্দর রিপোর্ট করেছেন ভাইয়া।
লিষ্টটি দেখে অবাক হয়ে গেলাম। নতুন যারা কমিউনিটিতে জয়েন করেছেন তারা সম্ভবত রুলস্ টা পরে নাই। নতুন এখানে যাদের নাম আছে তাদেরকে ক্লাসে জয়েন করাতে পারলে এ ধরনের ভুল মনে হয় আর হবে নাহ। আর এ ধরনের অপরাধ করে সুমন ভাইয়ের কাছ থেকে পার পেয়ে যাওয়া কোন মতেই সম্ভব নাহ। ভাই একটি গুগল 😜। সো যারা এই লিষ্টে আছেন তারা অবশ্যই এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। ইনশাআল্লাহ সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য।
এই সপ্তাহের লিস্ট দেখে আমি হতাশ। এই সপ্তাহে এতগুলো সাসপেক্ট ধরেছেন। ভাবতেই অবাক লাগছে। তবে একদিকে ভালই লাগলো যারা ক্লাসের আওতায় আসছে তাদের এই লিস্টে নাম নেই। পুরাতন দেরতো কথা বাদই দিলাম।
এই লিস্টে যারা আছেন তারাও যদি আমাদের ক্লাসে জয়েন করে তবে তারও আর এরকম কাজ করবে না।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া, আপনার সুস্বাস্থ্য কামনা করছি।