মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৩৪

in আমার বাংলা ব্লগlast month

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
সাদাকালো জীবনের ছবি
(কর্মব্যস্ত মুহুর্ত)

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 last month 

IMG_20241026_191411.jpg

ডিভাইস- redmi note 10 pro max
ফোকাল ল্যান্থ-6.04 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড

বিবরণ:সাদাকালো জীবনের ছবিতে মাছের বাজারের কর্মব্যস্ত মুহুর্তকে তুলে ধরা হয়েছে এখানে।এটা বর্ধমান শহরের তেঁতুলতলা আড়তের ছবি।তাই এখানে অনেক মানুষ কাজ করছেন।মাছ বাজারে কেউ জল থেকে তুলে মাছ বিক্রি করছেন তো কেউ আবার মাপের কাজে সাহায্য করছেন।এখানে রুই মাছ তোলা হচ্ছে জল থেকে।তাছাড়া দুই প্রকার রুই এখানে পাওয়া যায়।চালানী রুই(অন্ধ্রপ্রদেশের)ও লোকাল রুই (দেশি),এখানের লোকাল দেশি রুই মাছ খেতে খুবই টেস্টি।রুই জাতীয় মাছগুলো একদম জ্যান্ত পাওয়া যায় সকালবেলায়।

میں نے ایک چیز نوٹس کی ہے کہ، بنگلہ دیش کے لوگ بہت محنتی اور طاقتور ہوتے ہیں ۔اس کے علاوہ ان کی خوراک میں کاشت کی ہوئی چیزیں اور مچھلی شامل ہوتی ہے۔ چاول مچھلی ان کی خوراک میں ضرور ہوتی ہیں۔ کیا میں اپنے خیال میں ٹھیک ہوں؟ اپ میری بات سے ایگری ہیں؟

 last month 

1000563608.jpg

ডিভাইস- VIVO 1820
ফোকাল ল্যান্থ-4.5 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড

শীতকালে বাংলাদেশের গ্রামের একেবারে সাধারণ দৃশ্য এইটা। মাঠে গেলেই দেখা যায় কৃষকেরা তাদের জমিতে ধান রোপন করতে ব‍্যস্ত সময় অতিবাহিত করছে। কাজের সময় শীতের কনকনে ঠান্ডা ঘন কুয়াশা বা বাতাস কোন কিছুরই যেন পরোয়া করে না।

یہ واقعی قابل تعریف بات ہے کہ بنگلہ دیش کے عوام سردی ہو یا گرمی ہر موسم کی سختی کا بڑی بہادری سے مقابلہ کرتے ہیں۔ اور اپنے مچھلی پکڑنے کا ہنر اور کاشتکاری کا ہنر ہما وقت جاری رکھتے ہیں۔

 last month 

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5HrMq1JJsbjx22CKR4VPFrxpAxdpKyv9EYGsq4x1YrJhkypjXvZhynXMweUN8KrULzdcNhc5DtRHbhemcuEhuH8MZHbpZAuXgZomdUyTk.jpg

Device-Realme 53
Camera- 108 MP- Front 8 MP
Non Edited
No Flash
Time-11.30 am
Location-kasba,Brahmanbaria.

বর্ষার সময় হঠাৎ বাড়িতে গিয়েছিলাম। সকালে নাস্তা করে হাটতে হাটতে বীজ তলার দিকে গিয়ে দেখি কিছু কৃষক ভাই ধান চাষ করার জন্য বীজ তৈরীর চেষ্টা করছে। এই বীজ বড় হলে জমিতে রোপন করা হয়। তারপর ধান হলে সেটা আমাদের পাতে আসে। কর্ম ব্যস্ত কৃষক ভাইদের ফটোগ্রাফিটা আমি নিজেই ক্যাপচার করেছি। তখন আকাশ খুবই আলোকিত ছিল।

یہ ایک بہترین فوٹوگرافی ہے جو کہ اپ نے بارش سے پہلے ہی لے لی اور کسانوں کا ایسے وقت میں بھی اپنے فصل کی کاشت میں مصروف رہنا بہت ہی ہمت اور قابل۔

 last month 

IMG20231014103740.jpg
ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: দুই জন লোক বেশ কর্মব্যস্ত গাছ কেটেছে। গাছ কাটা খুবই পরিশ্রমের কাজ। এই গাছটি প্রায় ৪ ফুট মোটা ছিলো। মাছের অনেক ডালপালা ছিলো। গাছটি কাটতে প্রায় এক দিন সময় লেগেছে।

او میرے خدا درخت کا کاٹنا بالکل ایسے ہے ،جیسے انسان اپنے جسم کا کوئی عضو کاٹ دے ۔جتنا فائدہ ہمیں درختوں سے ملتا ہے اتنا فائدہ ہمیں کسی بھی چیز سے نہیں ملتا ہوگا ۔یہ ہمارے لیے اور ہماری زمین کے لیے خوبصورتی کے علاوہ صحت کا ذریعہ ہیں ان کو کاٹنا بہت بڑا جرم ہونا چاہیے۔

 29 days ago 

20241007_122757 (1).jpg

ডিভাইস- Samsung Galaxy S23 ultra
ফোকাল ল্যান্থ- 69mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড

এই প্রতিযোগিতা টা খুবই ইউনিট ছিল ভাই। বেশ দারুন লেগেছে আমার কাছে। বিশেষ করে কর্মব্যস্ততার সাথে সাদাকালো। দুইটি মিশ্রণে অনেক ভালো লাগলো আমার ছবিটা। এখানে একজন ব্যক্তি মাটি আনা নেওয়া করতে ছিল। তার সাথে আরও অনেকেই এই কাজটি করতেছিল। খুবই সিক্রেটলি আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লাগতেছে।

واقعی محنتی لوگوں کو اپنے کام کی اور اپنی تصاویر کھنچوانا ناپسند ہوتا ہے کیونکہ یہ ان کے ہنر اور ان کے عزت نفس پر حملہ ہوتا ہے لیکن اپ نے محض ان کی تعریف کے لیے ان کی تصویر کھینچی ہے لہذا میرے خیال میں اس میں کوئی مضائقہ نہیں اپ نے بہت خوبصورت تصویر لی ہے شاباش۔

 last month 

আমার কাছে এই প্রতিযোগিতার টপিক অনেক বেশি ভালো লেগেছে দেখতে। প্রতিনিয়ত মানুষ নিজেদের কর্মে ব্যস্ত থাকে। আমি চেষ্টা করবো এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর সবার মাধ্যমেও ফটোগ্রাফি দেখার অপেক্ষায় থাকলাম।

 last month 

দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। সাদা কালো ছবিগুলো দেখতে অনেক ভালো লাগে। আশা করছি দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ হবে।

 last month 

এবারে কিন্তু চমৎকার একটি টপিক্স নির্ধারণ করেছেন ভাইয়া। মানুষের কর্মব্যস্ততা নিয়ে সুন্দর কিছু ফটোগ্রাফি আমরা দেখতে পারবো অবশ্যই। ইউনিক একটি টপিক্স নির্বাচন করে আমাদের পার্টিসিপেট করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

এবারের দারুণ টপিক। জীবনের রোজকার যাপনই সাদাকালো। দেখি কি আছে বা কি তুলতে পারি৷ অংশগ্রহন করব৷

 last month 

বরাবরের মতো এবারের প্রতিযোগিতার টপিক দারুণ হয়েছে। চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.19
JST 0.038
BTC 91978.14
ETH 3326.03
USDT 1.00
SBD 3.84