জন্ম নেওয়ার থেকে জন্ম নিবন্ধন সংশোধন করাই যেনো বড় চ্যালেন্জ

in আমার বাংলা ব্লগ12 days ago (edited)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, তবে আমি @redwanhossain তেমন একটু ভালো নেই। কারন কয়েকদিন জন্ম নিবন্ধন সংশোধন করা নিয়ে বেশ বিপাকে পড়ে আছি।

জন্ম নিবন্ধন, একটি মৌলিক নাগরিক অধিকার এবং প্রয়োজনীয়তা। অথচ, আমাদের দেশে জন্ম নিবন্ধন প্রক্রিয়া এমন এক ধাঁধার মতো হয়ে দাঁড়িয়েছে যা সমাধান করা কঠিন এবং প্রায়শই হতাশাজনক। জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় আসা জটিলতা ও কর্মকর্তাদের ঘোরাফেরার কারণে সাধারণ মানুষের ভোগান্তির অন্ত নেই।

ChYr1cJZCH5JkqXe3tdrNiB7sRxTnhdm6CFm8J2c3fftEJ6WNic9aVjL2QdtLf7KHno1vnMo2mGxVTvLsUWhKzg6Ms3KsGTnJEmYPypPbWhJvNeUjjEhYgmAWBo2moofHoWFRLFEkUAuXTTTXbc6CoGmnHrwW4T55vtgpU3GZSpZXsxK8zbiCWjShZnFcz.jpeg

শিশু জন্মানোর পর বাবা-মায়ের মনে আশার আলো জাগে, নতুন সদস্যের আগমনে পরিবারে নতুন এক অনুভূতির সঞ্চার হয়। কিন্তু সেই আনন্দকে ম্লান করে দেয় জন্ম নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা। একটি শিশু জন্মানোর পরপরই যে প্রক্রিয়াটির মাধ্যমে তার আইনি সত্তা ও অধিকার নিশ্চিত করা হয়, সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই ভোগান্তির শিকার হতে হয়। জন্ম নিবন্ধন করাতে গিয়ে কখনও হাসপাতালের কর্মকর্তাদের পেছনে, কখনও ইউনিয়ন পরিষদের মেম্বার কিংবা চেয়ারম্যানের পেছনে ঘুরতে হয়।

জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করা, সেগুলো সঠিকভাবে পূরণ করা, এবং সবশেষে কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিল পাওয়া একটি বিশাল চ্যালেঞ্জ। প্রক্রিয়াটির বিভিন্ন ধাপে নানা ধরনের অসুবিধার মুখোমুখি হতে হয়। অফিসে গেলে কখনও বলা হয় ফরম পাওয়া যায় না, আবার কখনও ফরম পূরণে ছোটখাটো ভুল ধরা হয় এবং তা সংশোধনের জন্য আবারও ঘুরতে হয়। এছাড়া, অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের অসহযোগিতা এবং উদাসীনতার কারণে কাজ আরও কঠিন হয়ে পড়ে।

এছাড়া, যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন, তাদের জন্য এ কাজটি আরও কঠিন। ইউনিয়ন পরিষদ বা পৌরসভার অফিসে যাওয়া এবং সেখান থেকে প্রয়োজনীয় সেবা পাওয়া সহজ নয়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও এখনো অনেক জায়গায় যাতায়াত সুবিধা সীমিত। এর পাশাপাশি, অফিসের নির্ধারিত সময়ের মধ্যে সেখানে পৌঁছানো এবং সেবা গ্রহণ করা অনেকের জন্যই দুরূহ।

প্রযুক্তির উন্নতির ফলে অনলাইনে জন্ম নিবন্ধনের সুযোগ সৃষ্টি হলেও, সেই প্রক্রিয়াটিও সহজ নয়। অনেকেরই ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা নেই, ফলে তারা অনলাইন নিবন্ধন করতে গিয়ে সমস্যায় পড়েন। যারা ইন্টারনেট ব্যবহার জানেন, তারাও অনলাইনে আবেদন করতে গিয়ে নানা ধরনের প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন। ফলে, তারা বাধ্য হয়ে আবারও সরাসরি অফিসে গিয়ে কাজটি করতে চান, কিন্তু সেখানেও বাধা এসে দাঁড়ায়।

অফিসের কর্মকর্তারা অনেক সময় কাজে অবহেলা করেন এবং সাধারণ মানুষকে নানা রকম হয়রানির শিকার করেন। এতে করে জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই বাধ্য হয়ে দালালের সাহায্য নিতে যান, যা সমাজে দুর্নীতির প্রসার ঘটায়।

এই পরিস্থিতির উন্নতি প্রয়োজন। সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে এবং জনগণের কষ্ট ও সময়ের মূল্যায়ন করতে হবে। জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে প্রযুক্তির আরও কার্যকর ব্যবহার এবং সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।

সর্বোপরি, জনগণের সচেতনতা বৃদ্ধি ও সরকারি সেবার মানোন্নয়নই পারে জন্ম নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা দূর করতে। জন্ম নিবন্ধন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি শিশুর পরিচয়, তার অধিকার এবং তার ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই, এ প্রক্রিয়াটিকে সহজ, দ্রুত এবং জনবান্ধব করতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।


আমার সংক্ষিপ্ত পরিচিতি

IMG_7696.jpg

আমি রিদওয়ান হোসাইন। পরিবারের শেষ সন্তানটি আমি। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। ভ্রমণ করা, গান গাওয়া ও শোনা এবং ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেখা শুরু করি, তাই "আমার বাংলা ব্লগ" আমার গর্ব, আমার ভালোবাসা। নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মুক্ত প্লাটফর্ম। এখানে নিজের মনের ভেতর জমে থাকা হাজারো কথা তুলে ধরা যায়।

Sort:  
 12 days ago 

আপনি আমাদের মাঝে আজকে যে বিষয়টা শেয়ার করেছেন সেটা সম্পর্কে আমি খুব ভালোভাবে অবগত তাই আমি জানি এটা কতটা কঠিন কাজ। আমিও জন্ম নিবন্ধন এর কিছুটা পরিবর্তন করতে গিয়েছিলাম আর সেখানে যে পরিমাণে ভোগান্তির শিকার হয়েছি তা মনে হয় কোথাও হয়নি।

 11 days ago 

আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে ভাইয়া এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া খুবই হতাশাজনক। এমন ছোট কাজের জন্য যদি এভাবে দৌড়ের উপর থাকতে হয়, তাহলে মনে হয় অভিযোগ করার আর কোনো বিষয় থাকেনা।😅

 11 days ago 

বাংলাদেশের বিষয়গুলো এরকম এই ভাই। কোন কিছু সহজে করা যায় না যদি আবার টাকা খাওয়ানো যায় তাহলে সেই কাজটা দেখবেন খুব দ্রুত হয়ে যাবে।

 11 days ago 

সত্যিই, দুর্নীতি আমাদের দেশের একটি বড় সমস্যা ভাইয়া, বড় দুঃখ লাগে। শুধু এটুকুই বলতে পারি এ থেকে মুক্তি পেতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14