♠️Target December Power Up♠️টার্গেট ডিসেম্বর পাওয়ার বৃদ্ধি♠️আমার অংশগ্রহণ 🔃১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

PicsArt_10-15-09.04.00.jpg

images_1.png

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আজ আমি আপনাদের মাঝে ২৫ স্টিম পাওয়ার আপ করব দ্বিতীয়বারের মতো। সত্যিই অনেক ধন্যবাদ জানাই @rex-sumon ভাইয়াকে তিনি এত সুন্দর একটি প্রতিযোগিতা এবং আয়োজন আমাদের মাঝে করে দিয়েছেন।আর ভাইয়া ও আমাদের অনুপ্রেরণা দেয়ার জন্য তিনি অংশগ্রহণ করেন এবং আমরা তাকে দেখে অনুপ্রাণিত হই এবং এই কমিউনিটিতে প্রায় সবাই পাওয়ার আপ করতে ভালোবাসি। খুবই ভাল একটি দিক।

images_1.png

এইবার আমি দ্বিতীয়বারের মতো 25 স্টিম পাওয়ার আপ করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক।

images_1.png

প্রথম ধাপ

PicsArt_10-20-12.22.04.jpg

২য় ধাপ

PicsArt_10-20-12.22.42.jpg

৩য় ধাপ

PicsArt_10-20-12.23.07.jpg

চতুর্থ ধাপ

PicsArt_10-20-12.23.30.jpg

৫ম ধাপ

PicsArt_10-20-12.24.01.jpg

অবশেষে আমি ১৩৬৭ স্টিম করতে সক্ষম হলা। আপনাদের ভালোবাসা একটু একটু সাপোর্ট আমার লক্ষ্যের দিকে পৌঁছে দিয়েছে। আমি আরো পাওয়ার আপ করতে চাই পাওয়ার আমাদের নিজেদের অবস্থানকে শক্ত করে এবং আমাদের নিজেকে বিল্ড আপ করতে সহায়তা করে। নিজের শক্তি নিজের পায়ের তলার মাটি শক্ত হয় খুবই ভাল একটি উদ্যোগ। আমাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয় এটি খুবই ভাল একটি গুন।

  • আমার লক্ষ্য এই মাসে ১৫০০ স্টিম সম্পন্ন করব।
Sort:  
 3 years ago 

অভিনন্দন।
আমি খুব সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছেন।
আশা করি আরো ভালো ভাবে এগিয়ে যাবেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

ভাইয়া আপনার এই পোস্ট টি আমার জন্য অনেক হেল্পফুল। জানতে পারলাম কিভাবে পাওয়ার আপ করতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি উপকৃত হয়েছেন খুবই ভালো লাগলো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর উদ্যোগ নিয়েছেন পাওয়ার আপ করার মাধ্যমে নিজের সক্ষমতা বৃদ্ধি করুন আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

হুম ভাইয়া।আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই। শুভকামনা রইলো আপনার জন্য।
#welovepowerup

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে পাওয়ার আপ করতে হয় আশা করি যারা এ বিষয়টি জানেনা তাদের জন্য খুব উপকার মূলক একটি পোস্ট হয়েছে এটাও ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল

ভাই 25 ক্রিস্টিন পাওয়ার বৃদ্ধি করেছেন এটা খুবই চমৎকার

ভাই এভাবে চালিয়ে যান অবশ্যই আপনি আপনার টার্গেট 15০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবেন। খুব দ্রুত যেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই কামনা করি

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

স্টিম পাওয়ার আপ করা মাধ্যমে আমরা যেমন সমৃদ্ধ হবো। আমাদের কমিউনিটি ততটাই সমৃদ্ধি লাভ করবে। নিঃসন্দেহে এই কাজ প্রসংশার দাবির আপনি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হুম আপু ঠিক বলছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

পাওয়ার আপ এর মাধ্যমে নিজের ক্ষমতাকে প্রকাশ করা হয়, আপনার ক্ষমতা যত বেশি হবে আপনার মান তত বেশি হবে। তাই আপনার মান বৃদ্ধি করার জন্য আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন। এজন্য আপনাকে শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

দারুন একটি লক্ষ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন ভাই। দোয়া রইলো আপনার লক্ষ যেন পুরণ হয়। পাওয়ার আপ মানেই নিজের ক্ষমতা বৃদ্ধি করা। আপনি সেটাই করছেন। শুভকামনা রইলো

 3 years ago 

হুম ভাইয়া।অনেক ধন্যবাদ 👌

 3 years ago 

নিজের স্বক্ষমতা বাড়াতে পাওয়ার আপের বিকল্প হয় না বললেও চলে। সত্যি ভালো উদ্যোগ নিয়েছেন। এভাবেই এগিয়ে যান। স্থায়ী ভাবে ভালো কাজ করতে পারবেন। শুভেচ্ছা অবিরাম

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23