আবারো সকাল সকাল আপনার পোস্টের দেখা পেয়ে গেলাম ৪ মিনিটের মাথায়। জি আপু আমরা তো জানি আপনার শ্বাসকষ্টের সমস্যা আছে। আপনি তো দেখছি সমস্যা ডেকে নিয়ে আসেন যখন সুস্থ হয়ে যান তখনই আপনি আইসক্রিম খাওয়া শুরু করেন আবারো আপনার শ্বাসকষ্ট বেড়ে যায় তাহলে তো বকবে আম্মু।আপু ভালো ডাক্তার দেখিয়েছেন কিছু বলে নাই? যে আইসক্রিমের সাথে শ্বাসকষ্ট কি সম্পর্ক। দেখলেই কেন শ্বাসকষ্ট এত বেড়ে যায়। জি আপু মানুষের জীবনে বদঅভ্যাসগুলো বদলানোর উচিত। ঠিক কথা বলেছেন এটা নীতি বাক্য এবং প্রতিটা মানুষের জীবনে কিছু বদভ্যাস থাকে তারা কখনো ইচ্ছা করলেও বদলাতে পারে না আপু।