You are viewing a single comment's thread from:
RE: নোটিফিকেশন বন্ধ হলেই সব শেষ!!
ফেসবুকে আমিও একটিভ থাকার চেষ্টা করি। একসাথে সব জায়গায় চেষ্টা করি বলতে গেলে। আমিও একদিন নোটিফিকেশন অফ করে রেখেছিলাম ভাইয়া, কেউ উইশ করে নাই। প্রতিটা মানুষ স্বার্থের জন্য ভালোবাসি। সব সময় ভালো সময় পাশে থাকার চেষ্টা করে। প্রকৃতপক্ষে তারাই আপনজন যারা মন থেকে ভালোবাসে। আপনার বাবা-মা প্রিয় মানুষ প্রিয় আপন জন্য হয়তোবা মনে রাখবে আপনার জন্মদিন। সোশ্যাল মিডিয়া ভাই বলতে গেলে একটা স্বার্থের মিডিয়া। অনেক ফ্রেন্ড সার্কেল আছে যখন টাকার দরকার হয় তখন বলে কেমন আছো। সারা জীবন খোঁজ নাই। যখনই দরকার হয় লাভ রিঅ্যাক্ট ফেসবুকে কমেন্টস এ টু জেড। সব মিলিয়ে স্বার্থের একটা জিনিস এই মানুষ।দিন শেষে মানুষ মানুষকে ভুলে যায় আর এই জন্মদিন উইশ তো 🙂
সুন্দর বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে