You are viewing a single comment's thread from:

RE: ফিশিং এট্যাক (Phishing attack)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোষ্ট ছিল। আসলে বর্তমানে মানুষ কাজ করে খেতে চায় না শুধু প্রতারণার পথ খুঁজে বেড়ায় এবং অনলাইনে প্রতারণা চলছেই আসলে এমন ঘটনাও শোনা গেছে আপনি যে তিনটা ঘটনা শেয়ার করলেন সবগুলোতেই ফিশিং অ্যাটাক এবং মানুষকে প্রতারিত করা হচ্ছে এবং বর্তমানে তা অনলাইনে পণ্য কেনার নাম করে
প্রতরনা। আমি একটি জায়গায় দেখলাম আইফোন অর্ডার দিচ্ছে এবং তাকে জাস্ট একটা আই ফোনের কভার দিচ্ছে প্রথমে 50000 টাকা পেমেন্ট নিয়ে নিছে। তাহলে মানুষ কত ধরনের প্রতারণা করে আর অনলাইনে তো এই ফিশিং অ্যাটাক দিনদিন জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। আসলে মানুষের ধোঁকা দিচ্ছে আসলে মানুষ না বুজে বিভিন্ন লিঙ্কে ক্লিক করে তাতে তাদের সবকিছু শেষ হয়ে যায়। আমাদের উচিত হবে সতর্ক থাকা। অত্যন্ত সুন্দর একটি পোস্ট করেছেন দাদা

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 99266.82
ETH 3364.44
USDT 1.00
SBD 3.11