You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-২৩ (Weekly Hangout Report-23)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলে অনেক ভালো লাগছে। আপনি এত সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। হুবুহু কালকে যেগুলো কথা হলো সেম একদম ঐ কথাগুলি আমি দেখতে পাচ্ছি। সবথেকে ভালো লাগছে আপনার আন্ডারে থেকে আমি দুইবার সেরা ইউজার হতে পেরেছি। এটা খুবই আনন্দের বিষয়। আমি এটি ধরে রাখার চেষ্টা করব আর সত্যিই অনেক ভালো লাগার একটি মাধ্যম ডিসকোর্ড। বৃহস্পতিবার আসলেই মনের ভীতর উত্তেজনা কাজ করে আর আপনি প্রথমে এসে এত সুন্দর করে কথা বলেন নতুনদের জন্য গাইড দেন এবং প্রতিটা কথা আমাদের অনেক প্রয়োজনীয় এবং আমরা সঠিকভাবে কাজ করতে পারব তারপর সকল মডারেটর এডমিন তাদের বক্তব্য দিয়েছেন।নতুনদের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করছেন।এবং কনটেস্ট কুইজ হলো কুইজ সকলে আনসার দিল বিজয়ীদের পুরস্কার দেয়া হল তারপর সুপার একটিভ লিস্ট প্রকাশ করা হলো টানটান উত্তেজনা তারপর যাদের সমস্যা আছে তাদের সাথে কথা বলা হলো।সুন্দর একটি মুহূর্ত ছিল

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 94333.65
ETH 3244.71
USDT 1.00
SBD 7.23