You are viewing a single comment's thread from:

RE: বাঙালির অসচেতনতা, অজ্ঞতা এবং মূর্খতার ফল (১০% পে-আউট লাজুক শিয়ালের জন্য)

in আমার বাংলা ব্লগ4 years ago

আসলে ঠিক কথা বলছেন বাঙালি একটু অলস প্রকৃতির এটা বাস্তব কথা। এরা কোন কাজেই ঠিকমত করতে চায় না সবসময় সহজ খোঁজে। যেটা সহজে পাওয়া যায় ওই পথ বেছে নেয় অনেক ভালো কথা।এটা আমার সব সময় লাভের ধান্দায় খোঁজে কখনো লস খেতে চায় না। এটাই একমাত্র বড় ভুল করে তারা জীবনে।আসলে আমাদের অভিভাবকরা যদি সচেতন হয় তার ছেলে মেয়ের সঠিক খোঁজ-খবর নেয় তাহলে ছেলেটা নষ্ট দিকে যেতে পারেনা আজ। খুব ভালো কথা বলছেন।তখন বাপ-মা কেই কষ্ট সহ্য করতে হয় সন্তান যতই যখন নেশাগ্রস্ত হয়ে যায় খুবই খারাপ দিক। এখন আমাদের দেশটা পুরাই মাদকাসক্ত হয়ে গেছে।আসলে আমাদের আবর্জনাগুলো আমি আসলে নির্দিষ্ট স্থানে ফেলি না। একটু একটু করে ময়লার ফলে অনেক জমে বিভিন্ন ধরনের ভাইরাস এবং দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে যে আমাদের পরিবেশের জন্য খুবই খারাপ এবং শিশু বাচ্চারা তাদের জন্য হুমকিস্বরূপ এবং এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের পরিবেশ দূষিত হচ্ছে।অনেক ভাল কথা বলছেন

Sort:  
 4 years ago 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.032
BTC 93411.22
ETH 1763.94
USDT 1.00
SBD 0.86