আসলে আমাদের যদি কোন কিছুর ওপর চর্চা না থাকে না সবকিছুই মন থেকে উঠে যায়। ধরেন দুই বছর কলেজ বন্ধ এখন পড়াশোনার প্রতি মন নাই। একটা জিনিসের উপর মন না থাকলে তা কোন কিছুই সম্ভব নয়। আপনি অনেক পড়তেন আপনার জন্য দোয়া রইল আপনি যেন ভাল ভাবে সফল হতে পারেন। সবকিছু করার আগে আমাদের চর্চাটা নিয়মিত চালিয়ে যেতে হবে।
ভালো বলেছেন ভাইয়া,সাধুবাদ জানাই🥰