কবিতা আবৃত্তি ||জীবন এক বহমান নদী ||রেদোয়ান মাসুদ
picsart থেকে এডিট করা
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।আজকে আমি রেদোয়ান মাসুদ এর " জীবন এক বহমান নদী "কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।আমার বাংলা ব্লগ আস্তে আস্তে অনেক দূরে পৌঁছে যাচ্ছে।আপনাদের বলেছিলাম আমি একটি নতুন দোকান দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি খুব শীঘ্রই সেটা আমি তৈরি করতে পারবো এবং ওখানে বসে বেশ সুন্দরভাবে সকল কার্যক্রম করতে পারবো। আগের মত না ভালো মতো আপনাদের সাথে থাকতে পারবো। প্রতিটা কাজে শুরুতে ভয় পেলে চলবে না ধারাবাহিকতা বজায় রেখে চেষ্টা করতে হবে একটা সময় সেই কাজটা অনেক সহজ হয়ে যায়। আমার বাংলা ব্লগ এমন একটি জায়গা এখানে সবাই নিজের প্রতিভা বুঝতে পেরেছে ও প্রকাশ পেয়েছে। সত্য কথা বলতে মানুষের হতাশা অনেকটাই দূর হয়ে যাই আমার বাংলা ব্লগে কাজ করে। জীবনের সেরা অর্জন একটা বলতে গেলে সত্যি একটা গর্ভের বিষয়।আপনাদের সঙ্গে থাকার জন্য চেস্টা করতেছি নিজের সর্বোচ্চ দিয়ে খুব শীঘ্রই আমি আরো সুন্দরভাবে কাজ করতে পারবো।শুরুতে কোন কাজে পারতাম না আস্তে আস্তে নিজের ভিতরে জেদ তৈরি হতো ওরা পারলে আমরা কেন পারব না তাই প্রতিটি কাজে সফল হয়েছে চেষ্টার মাধ্যমে। চারিধারের পরিস্থিতি খুব একটা ভালো না কিন্তু সবাই নিজেকে এগিয়ে নেয়ার চেষ্টা করতেছে। সবাই নিজ নিজ জায়গায় কাজ করতেছে।এখানে কাজ করতে পারলে সকল ডিপ্রেশন হতাশা দূর করতে পারি।একটা সময় নিজেকে নিয়ে বেশ হতাশ ছিলাম কিন্তু আমার বাংলা ব্লগের মাধ্যমে সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে।কোনভাবেই কিছুতেই শুরু করতে পারতেছি না, এবার শুরু করতেই হবে আর পারতেছি না।প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতেছি প্রমোশন করার জন্য। আমাদের সকলেরই উচিত যে প্রমোশনের কাজে এগিয়ে আসা।দাদার পরিকল্পনা অনেক বড়। এটা আস্তে আস্তে বেশ জনপ্রিয়তা লাভ করতেছে দিনে দিনে প্রচার বাড়তেছে।খুব শীঘ্রই ভালো কিছু হবে এখন মার্কেটের অবস্থা খুব একটা আম ভালো না আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তাই আপনাদের মাঝে থাকার চেষ্টা করতেছি এবং বেশ সুন্দরভাবে সকল কিছু যেন আবারও শুরু করতে পারি দোয়া রাখবেন। ।
কবিতার নাম :জীবন এক বহমান নদী
কবি: রেদোয়ান মাসুদ
আবৃত্তি :@razuan12
কবিতার লাইনগুলোর নিম্নরুপ:
জীবন এক বহমান নদী
আঁকাবাঁকা পথ,
কখনও বা উজানে, কখনও বা ভাটায়,
আমরা শুধু বেয়ে যাই,
সেই বিশাল পথ।
ভাঁটায় যেতে নাহি ঝড়ে শরীরের ঘাম
পানিতে বৈঠা ফেলে শুধু আরাম আর আরাম।
উজানে যেতে বৈঠা নিতে হয় শক্ত হাতে,
করতে হয় কঠিন উদ্যম।
কেউ যেতে পারে, কেউবা হারে
এটাই জীবনের পথ।
জীবন এক বহমান নদী
আঁকাবাঁকা পথ।
কখনও আকাশে মেঘ জমে
কখনও নদীতে ঢেউ উঠে,
স্রোতের বিপরীতে ঢেউয়ের কবলে
কেউ বা উঠে পাড়ে
আবার কেউ ওখানেই পরে মরে।
এরাই পরে কঠিন বাস্তবে
তবুও না পারে এড়িয়ে যাতে সেই পথ।
জীবন এক বহমান নদী
আঁকাবাঁকা পথ।
সময়ের, অসময়ের তরে নদীর রূপ ধরে
আনে যেমন ভিন্নতা
তেমনি মানুষের জীবনেও আনে
রিক্ততা, তিক্ততা আবার পরিপূর্ণতা
কারো জন্য ভাগ্যের ইতিহাস
কারো জন্য নির্মম পরিহাস।
জীবন এক বহমান নদী
আঁকাবাঁকা পথ,
কখনও বা উজানে, কখনও বা ভাটায়,
আমরা শুধু বেয়ে যাই,
সেই বিশাল পথ।
কবিতা আবৃত্তির লিংক
আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি।খুব শীঘ্রই প্রতিষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজীর হবো। আশা করি আপনারা সকলে পাশে থাকবেন। কবিতা আবৃতি করতে পারতাম না এখন অনেকটাই নিজের কাছে ভালো লাগে আপনাদের অনুপ্রেরণার জন্য। আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা আবারও সুন্দরভাবে কাজ করতে পারি। মানুষের জীবনে ভালো ও খারাপ দুটি সময়ই আসে।সর্বদা আমাদের সংগ্রাম করে যেতে হবে। বর্তমানে দাদা অনেক প্রজেক্ট নিয়ে কাজ করছে। দিনের পর দিন নতুনত্ব প্রজেক্ট আমাদের সামনে আসছে সত্যি এটা আমাদের জন্য বেশ কল্যাণকর। সামনে যেন আরো সুন্দরভাবে কাজ করতে পারি।শুরু করতে যাচ্ছি কিন্তু কিছুতেই শুরু করতে পারতেছি না আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য।
আমি অনেক খেয়াল করে দেখেছি আপনি প্রায় সময় কবি রেদওয়ান মাসুদের লেখা চমৎকার সব কবিতা আবৃতি করে আমাদের সাথে শেয়ার করেন। আজকেও আপনি খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শোনালেন। কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আপনার আবৃতিও চমৎকার হয়েছে।জীবন সত্যি রহমান নদী। কখনো উজানে কখনো ভাটাই। চমৎকার কবিতা ভাইয়া।
ডেইলি টাস্ক:

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
সুন্দর কবিতা আবৃত্তি শুনলাম আপনার কাছ থেকে। আপনি তো প্রতিনিয়ত শেয়ার করেন সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি সুন্দর সুন্দর কবিতা দিয়ে। খুবই ভালো লাগে সময় দিয়ে শোনার চেষ্টা করি। আজকের কবিতা আবৃত্তি আমার কাছে দারুন লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু পাশে থাকার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া প্রতিটি কাজই সফলতা আসে চেষ্টার মাধ্যমে। দোয়া করি খুব শীঘ্রই আপনি আমাদের সাথে আরও ভালোভাবে কাজ করেন ।আপনার কবিতাটি শুনে অনেক ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইল।
ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য। আসলে প্রতিটা কাজেই চেষ্টার মাধ্যমেই মানুষ সফলতা লাভ করে।
আজকে আপনি খুব চমৎকারভাবে রেদোয়ান মাসুদের একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লেগেছে আমার। এমন চমৎকারভাবে কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিবারের মতো এবারও আপনি কবি রেদওয়ান মাসুদের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবি রেদওয়ান মাসুদের লেখা কবিতা আবৃত্তি শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আজকে আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুরো কবিতা টি আবৃত্তি করেছেন।
এর আগেও আমি আপনার কন্ঠে অনেক কবিতা আবৃত্তি শুনেছি। তুমি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আপনার চমৎকার কন্ঠ। আশা করব এভাবেই সুন্দর সুন্দর কবিতা আবৃত্ত নিয়ে আসবেন আমাদের মাঝে।
আজকে রেদোয়ান মাসুদের কবিতা আপনার কন্ঠে শুনে সত্যিই অনেক ভালো লাগলো। আপনার আবৃত্তিতে যে গভীরতা এবং অনুভূতি ছিল, তা কবিতার প্রতিটি শব্দে প্রাণ সঞ্চারিত করেছে। এমন সুন্দরভাবে কবিতা শোনানোর জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আপু দারুন মন্তব্য করার জন্য। অনেক ভালো ছিল আপনার মন্তব্যটি।