কবিতা আবৃত্তি ||আমি আজ ক্লান্ত||রেদোয়ান মাসুদ

in আমার বাংলা ব্লগ4 days ago

Picsart_25-01-08_18-12-19-198.jpg

picsart থেকে এডিট করা

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।আজকে আমি রেদোয়ান মাসুদ এর "আমি আজ ক্লান্ত "কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।আমার বাংলা ব্লগ আস্তে আস্তে অনেক দূরে পৌঁছে যাচ্ছে।প্রতিটা কাজে শুরুতে ভয় পেলে চলবে না ধারাবাহিকতা বজায় রেখে চেষ্টা করতে হবে একটা সময় সেই কাজটা অনেক সহজ হয়ে যায়। সত্যি একটা গর্ভের বিষয়।আপনাদের সঙ্গে থাকার জন্য চেস্টা করতেছি নিজের সর্বোচ্চ দিয়ে খুব শীঘ্রই আমি আরো সুন্দরভাবে কাজ করতে পারবো।শুরুতে কোন কাজে পারতাম না আস্তে আস্তে নিজের ভিতরে জেদ তৈরি হতো ওরা পারলে আমরা কেন পারব না তাই প্রতিটি কাজে সফল হয়েছে চেষ্টার মাধ্যমে। চারিধারের পরিস্থিতি খুব একটা ভালো না কিন্তু সবাই নিজেকে এগিয়ে নেয়ার চেষ্টা করতেছে। সবাই নিজ নিজ জায়গায় কাজ করতেছে।এখানে কাজ করতে পারলে সকল ডিপ্রেশন হতাশা দূর করতে পারি।একটা সময় নিজেকে নিয়ে বেশ হতাশ ছিলাম কিন্তু আমার বাংলা ব্লগের মাধ্যমে সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে।কোনভাবেই কিছুতেই শুরু করতে পারতেছি না, এবার শুরু করতেই হবে আর পারতেছি না।প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতেছি প্রমোশন করার জন্য। আমাদের সকলেরই উচিত যে প্রমোশনের কাজে এগিয়ে আসা।দাদার পরিকল্পনা অনেক বড়। এটা আস্তে আস্তে বেশ জনপ্রিয়তা লাভ করতেছে দিনে দিনে প্রচার বাড়তেছে। মার্কেট ভালো খারাপ দুটোই থাকবে যদি শুধু ভালোই থাকে তাহলে কখনো মার্কেটটা ঠিক থাকতে পারে না। আজকের মত আমি এই কবিতাটি আবৃত্তি করছি।আপনারা সকলে দোয়া করবেন আমি যেন আবারও বেশ সুন্দরভাবে কাজ করতে পারি।

কবিতার নাম :আমি আজ ক্লান্ত
কবি: রেদোয়ান মাসুদ
আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

চারিদিকে শুধু কষ্ট আর কষ্ট
আমি আর পারছিনা
কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।
হাজার ফুলের গন্ধ
চাঁদের সেই হাসি মাখা মুখ
কিছুই যেন আজ
আমাকে করতে পারছেনা শান্ত
কারন আমি আর পারছি না
কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।
ভোরবেলা পাখিদের গান
নিশি রাতে বাঁশিওয়ালার সেই তান
ভাটির টানে মাঝিদের গান
সবই যেন আজ বন্ধ
গাছের পাতায় নেই কোন নাড়া
নদীতে নেই সেই কলকল শব্দ
সবই যেন আজ স্তব্দ
কারন আমি আর পারছিনা
কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।
আকাশে মেঘের ভার
বাতাসে ঝড়ের শব্দ
সাগরে উঠেছে ঢেউ
হৃদয়ের ডাকে সাড়া দিচ্ছে না কেউ
আমি এখন কি করে হব শান্ত
কারন আমি আর পারছিনা
কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।
বিকেল বেলা মাঠের ধারে
সহপাঠীদের উল্লাস
বৃষ্টি ভেজা সবুজ ঘাসে
কাক শালিকের পাখা মেলে বিচরণ
সন্ধার আগে পশ্চিম আকাশে
গোধূলি লগন
উঠানে বসে গায়ের বধূদের
উকুন মারা, আর খেক শিয়ালের গল্প
সবই যেন আজ একেবারে বন্ধ
কারন আমি আর পারছিনা
কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।
সবাই বলে আর একটু ধৈর্য ধর
আর একটু অপেক্ষা কর
এক সময় হবেই হবে তুমি শান্ত।
যেদিন মাথার উপর আকাশ ভেঙ্গে পরবে
যেদিন পায়ের উপর উল্কা পিন্ড পরবে
আমি সেদিন ঠিকই হব শান্ত
আর সেদিনই কেটে যাবে আমার
জীবনের সকল ভারাক্রান্ত
কারন আমি আর পারছিনা
কষ্টের ভারে আমি আজ ক্লান্ত।।

Source

কবিতা আবৃত্তির লিংক

https://youtube.com/shorts/SHAMa8tafpg?si=vbyvQHOvnZjZbg1m

আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি।কবিতা আবৃতি করতে পারতাম না এখন অনেকটাই নিজের কাছে ভালো লাগে আপনাদের অনুপ্রেরণার জন্য। আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা আবারও সুন্দরভাবে কাজ করতে পারি। মানুষের জীবনে ভালো ও খারাপ দুটি সময়ই আসে।সর্বদা আমাদের সংগ্রাম করে যেতে হবে। বর্তমানে দাদা অনেক প্রজেক্ট নিয়ে কাজ করছে। দিনের পর দিন নতুনত্ব প্রজেক্ট আমাদের সামনে আসছে সত্যি এটা আমাদের জন্য বেশ কল্যাণকর। সামনে যেন আরো সুন্দরভাবে কাজ করতে পারি।শুরু করতে যাচ্ছি কিন্তু কিছুতেই শুরু করতে পারতেছি না আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আজকের টাস্ক:

IMG_20250108_183849.jpg

 4 days ago 

আপনি একদম ঠিক বলছেন সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে যাচ্ছে। এই বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করলে খুব সুন্দর সময় কেটে যায়। অন্যান্য কাজ করে যে সময়গুলো হাতে থাকে সেগুলো এখানে কাজে লাগানো যায়। সবার সাথে সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায়। সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করলেন। অনেক ভালো লেগেছে আপনার কবিতা আবৃত্তি শুনে।

 4 days ago 

রেদওয়ান মাসুদের লেখা আমি আজ ক্লান্ত কবিতাটি আপনি আজকে খুবই সুন্দর ভাবে আবৃতি করে আমাদেরকে শোনালেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কবিতা আবৃত্তি করার দক্ষতা অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে।

 4 days ago 

অনেক সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আমি প্রায় খেয়াল করে থাকি আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে আবৃত্তি করে শুনে থাকেন। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন। অনেক সুন্দর হয়েছে আপনার আবৃত্তি করা।

 4 days ago 

খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94555.15
ETH 3282.15
SBD 7.16