ফটোগ্রাফি পোস্ট||আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি ♨️♨️🌺

in আমার বাংলা ব্লগ10 days ago
আসসালামু আলাইকুম, ☺️ আপনারা সবাই কেমন আছেন ?সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনে ঘুরতে গিয়েছিলাম তার মাঝে ফটোগ্রাফি করেছিলাম।ঈদের জন্য ঠিকভাবে কাজ করতে পারি নাই।প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে নিজের ফটোগ্রাফির দক্ষতা বাড়ানোর জন্য। আজকেও চেষ্টা করেছি সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করার চেষ্টা করব।প্রতিনিয়ত ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে তারপর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভীষণ আনন্দিত।সব সময় চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত দারুণ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে আমি রেনডম ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। ফুল আমাদের মনকে আলোকিত করে ফুলগুলো বেশ দারুন ছিল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।আশা করি দেখবেন আস্তে আস্তে চমৎকার কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরবো।
🛤️পিকচার-১🛤️

IMG20240505165420.jpg

Location
Device : Reamle 8
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এই ফুলটির নাম নীলমণিলতা ফুল। দেখতে অনেকটা দারুন লাগতেছে আমার কাছে। আমি অত্যন্ত সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ও ফুল প্রতিটা মানুষ পছন্দ করে এবং ফুলের সৌন্দর্য বেশ সুন্দর ছিল।

🛤️পিকচার-২🛤️

IMG20240608182642.jpg

Location
Device :Realme 8
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও সূর্যাস্তের ছবি দেখতে পারতেছেন। মাঝখানে অনেকগুলো গাছ দেখে আমার অনেক ভালো লাগতেছে। আমি ছবিটি দেখতে পেয়ে ভীষণ আনন্দিত সাথে সাথেই ফটোগ্রাফি করেছিলাম এবং প্রকৃতির সৌন্দর্য প্রকাশ পায় গাছপালা ও আকাশের সৌন্দর্যে।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার-৩🛤️

IMG20240505165752.jpg

Location
Device :Realme 8
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এটিকে অনেকজন বেগুনী ফুল বলতেছে। আমি সঠিক নাম জানি না আপনারা যদি সঠিক নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন ফুলটি বেশ নতুনত্ব দেখতে পেয়ে ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।একটি ফুলের অনেকের নাম থাকতে পারে।আশা করি ভাল লাগবে আপনাদের।

🛤️পিকচার--৪🛤️

IMG20240505165717.jpg

Location
Device :Realme 8
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এটি হচ্ছে জবা ফুল। জবা ফুল আপনারা সকলেই চিনেন।এগুলো অনেক আকৃতির হয়ে থাকে।বিশেষ করে এই জবা ফুলটি আমার অনেক ভাল লাগছে।এর কালারটি বেশ সুন্দর ভাবে ফুটে ওঠেছে।ওখানে আর ও অনেক সুন্দর সুন্দর ফুল ছিল।আমি আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করবো।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৫🛤️

IMG20240619161842.jpg

Location
Device :Realme 8
Photo Edit:Snapped
এই ফুলটির সঠিক নাম আমার জানা নাই। সাদা আকৃতির এই ফুলটি দেখতে অনেকটা চমৎকার লাগতেছে। অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। এমন অনেক ফুল আছে যেগুলো নাম না জানা। এই ফুলগুলো আসলেই অনেক সুন্দর আশা করি আপনারা এটা পছন্দ করবেন আর যদি আপনারা নাম জেনে থাকেন অবশ্যই বলবেন নামটি।
🛤️পিকচার--৬🛤️

IMG20240619161641.jpg

Location
Device :Realme 8
Photo Edit:Snapped
এই ফুলটি বিদেশি ফুল। এটাকে থেভিটিয়া ফুল দিয়ে বলা হয় ।বিদেশি ফুল গুলো বেশ সুন্দর। এটা কিছুটা মাইক ফুলের মত লাগতেছে।ফুলের সৌন্দর্য দেখে মন এমনিতেই ভালো হয়ে যায়। ফুল মানুষের মনকে আকর্ষণ করে।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৭🛤️

IMG20240619161917.jpg

Location
Device :Remle 8
Photo Edit:Snapped
এটি দেখতে পারতেছেন কচমচ ফুল। অনেক দারুণ লাগতেছে। নিচে ঘাসগুলি বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পরিবেশটা অনেক ভালো লাগে তাই চেষ্টা করি মাঝে মাঝে যাওয়ার জন্য। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরব আপনাদের মাঝে পরবর্তীতে।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

আজকের মত এখানেই শেষ করলাম আমি আমার ফটোগ্রাফি পর্ব এবং আজকে আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে।আমি সব সময় চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার জন্য।সবসময়ই ভালো লাগে ফুলের ফটোগ্রাফি ও পশুপাখি ফটোগ্রাফি করতে।আজকে কিছু ভিন্নমাত্রার ফটোগ্রাফি করার চেষ্টা করেছি সাধারণ মানুষের কর্ম জীবন নিয়ে। সামনে আরো সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য।

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  

Hi, @razuan12,

Thank you for your contribution to the Steem ecosystem.


- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

বাহ্ ভাই আপনার দারুন দারুন ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে আপনার ফটোগ্রাফি সুন্দর লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 days ago 

সব সময় চেষ্টা করি দারুন ফটোগ্রাফি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 days ago 

সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। তবে আমার কাছে তিন নাম্বার এবং ৫ নাম্বার ফটোগ্রাফি টা একটু বেশিই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনার কাছে তিন নাম্বার ও পাঁচ নম্বর ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে খুশি হলাম। চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার জন্য।

 10 days ago 

আপনি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ আপনার তোলা জবা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকী সব ফটোগ্রাফী বেশ ভালোই লেগেছে আমার কাছে।

 5 days ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 days ago 

আপনার ফটোগ্রাফি বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে।
আজকের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল বিশেষ করে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ নম্বর ফটো সব থেকে বেশি ভালো লাগলো।
সেই সাথে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে শুভেচ্ছা রইল আপনার জন্য।

 5 days ago 

বেশ ভালো ছিল আপনার মন্তব্যটি। সব সময় অপেক্ষা করে থাকি মন্তব্যের জন্য।

 10 days ago 

আপনার ধারন করা ফটোগ্রাফি গুলো বরাবরে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুবই নিখুঁতভাবে ফটোগ্রাফি ধারণ করেন। আজকে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করেছেন। এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

 5 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি দারুন ভাবে ফটোগ্রাফি করে তুলে ধরার জন্য।

 10 days ago 
 10 days ago 

বেগুনি এবং সাদা রঙের এই ফুলগুলোকে জারুল ফুল বলা হয়। এগুলো অনেক কালারের হয়ে থাকে। আপনি অসাধারণ ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি তো অনেক ভালো লেগেছে আমার কাছে। নীলমণিলতা ফুল আগে কখনো দেখিনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনার মাধ্যমে ফুলের নামটি জানতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আপনি সব সময় বেশ দারুন মন্তব্য করে থাকেন। অনেক ভালো লাগলো ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 10 days ago 

আপনার ধারণ করা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জবা ফুলটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। চেষ্টা করে যাব সব সময় ভালো ফটোগ্রাফি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60289.82
ETH 3304.15
USDT 1.00
SBD 2.42