🦊আজকে দিনলিপি/ব্যস্ততার মাঝে কাটানো একটি দিন 🦊আমার বাংলা ব্লগ 🦊১০% @shy-fox
তারিখঃ১৮ সেপ্টেম্বর ২০২১
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন ।আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমারা দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত আমি শেয়ার করব। আশা করি আপনারা সকলে দেখবেন।
সকালটা শুরু হচ্ছে মহান আল্লাহতালার অশেষ রহমত দিয়। আমি সকাল আটটার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। একটু বাইরে গেছে বাইরে যেয়ে আমার আম্মু রান্না করছিল। রান্না হওয়ার পর আমিও রুটি দিয়ে আলুর মালিশ দিয়ে খেলাম ।খুবই ভালো লাগল তারপর আমার মেজ আম্মুর বাসায় গেলাম এবং আমার মেজ আম্মুর বড় ছেলের মেয়ে হয়েছে। অনেক কিউট । আমাকে দেখে
হাসাহাসি করছিল। আমি ক্যামেরা টা বার করে তার সুন্দর একটি ছবি তুললাম। ছবিটি সত্যিই অসাধারন ছিল বাচ্চা ছেলে মেয়ে দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়।
Location:https://what3words.com/studded.keepsakes.layouts
তারপর মেয়েটির সাথে অনেক আড্ডা দেয়ার পর আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে একটু রেস্ট নিলাম।তারপরও দুপুর গড়িয়ে আসলো। আমি বসেছিলাম ঘরে। থাকতে থাকতে আমি ছাদের উপরে গিয়ে বসলাম। বসে দেখলাম আকাশের কি অপরূপ সৌন্দর্য। আকাশটি কত সুন্দর ভাবে ফুটে উঠেছে। তার একটি পিকচার আমি ক্যামেরা বন্দি করলাম।
Location:https://what3words.com/studded.keepsakes.layouts
ওখানে বসেছিলাম বসে থাকতে খুবই ভালো লাগছিল একটা সময়ের পর আমি ছাদের উপর থেকে নেমে আসলাম। অনেক রোদ ছিল। আবহাওয়া টি অনেক সুন্দর ছিলো। গোসল করলাম। গোসল করে আমি খাওয়া-দাওয়া না করে আমি ল্যাপটপটা অন করলাম। ল্যাপটপটা অন করার পর দেখা দিচ্ছে উইন্ডোজ দিতে হবে। তাই আমি আর আমার ফুফাতো ভাই সাথে আমি বাজারে চলে গেলাম উইন্ডোজ দিতে।
Location:https://what3words.com/studded.keepsakes.layouts
তারপর আমি ওখানে চলে গেলাম। ওখানে চলে গিয়ে আমি ল্যাপটপ টা উইন্ডোজ টেন দিলাম এবং অফিসে 2016 দিলাম। তারপর আমি ওখানে ল্যাপটপটা রেখে আমি ফোনের ব্যাকপাট কিনতে গেলাম কিন্তু ওখানে ব্যাকপাট পেলাম না। ওরা বলল রবিবারে আসবে তাই আবার আসতে হবে। এইখানে তারপর আমরা একটা সময়ের পর আমরা ক্ষিদে লেগে গিয়েছিল রেস্টুরেন্টে গেলাম।
Location: https://what3words.com/studded.keepsakes.layouts
ওখানে গিয়ে বসলাম এবং রেস্টুরেন্টের নাম ছিল আমিনা ফুড ভিলেজ। ওখানে বসার পর আমরা অর্ডার করলাম দুইটা চিকেন বার্গার।ওখানে অনেকখন থাকার পর আমরা একটা সময় বিল আসল বিল দিয়ে চলে গেলাম। চলে গিয়ে আমি ল্যাপটপ এর কাছে গেলাম। ল্যাপটপ এর কাজ হয়ে গেছিল আর আমি চলে আসলাম।আমি আমার বাসায় চলে আসলাম। আমি সবকিছু দেখলাম ল্যাপটপের ঠিক আছে কিনা তারপর একটু বিকাল হয়ে গেল। আসতে আসতে আমি বলছিলাম আমার ছাদে কিছু ফুলগাছ লাগিয়েছিলাম।
Location:https://what3words.com/studded.keepsakes.layouts
এখানে কিছু রকমের ফুল গাছ লাগানো আছে এগুলো গাঁদা ফুল। এর নিচে অ্যালোভেরা গাছ লাগানো আছে। অ্যালোভেরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার করতে সহায়তা করে এবং এটি চুলে দিলে চুল ঘন হয়। খুবই ভালো লাগে ছাদ বাগান করতে এবং এখানে অনেক রকমের গাছ আমি লাগাইছিলাম। এটিকে পরিচর্যা করতে হবে এবং ঠিকমত পানি দিতে হয়।
Location:https://what3words.com/studded.keepsakes.layouts
তারপর আমার একটা বড় ভাই সব সময় দোকান চালাতো। আজকে সেই দোকান বেঁচে দিয়েছিল। আজকে আমাকে ঘুরতে নিয়ে গেছিল খুবই ভালো লাগছে অনেকদিন পর তার সাথে ঘুরে। গাড়ি চালাচ্ছিল সে। আমি ছবিটি তুললাম তারপর আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে আসলো আমিও বাসায় চলে আসলাম।এবং চারিপাশে প্রকৃতি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছিল। খুবই সুন্দর লাগছিল। হালকা হালকা বাতাস ছিল।
Location:https://what3words.com/studded.keepsakes.layouts
দুই বছরও কলেজ বন্ধ থাকায় ।পড়াশোনা একদম অফ হয়েগিয়েছিল আবার কলেজে খুলছে। টেবিল ঠিক করলাম পড়াশোনা করার জন্য আবারো নিউ ভাবে স্টার্ট করলাম একদম নোংরা হয়ে গেছিল।তারপর আমি বাড়িতে সকলের সাথে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া-দাওয়া শেষ করে আমি এই প্ল্যাটফর্মে কিছু কাজ করে। রাতে পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। আজকের মতো আমি আমার দিনটি শেষ করছি। অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি আপনারা সকলে ভাল থাকবেন। আমি আবার হাজির হব আপনাদের মাঝে।
আপনার প্রতিটি দিন কাটুক আল্লাহ তায়ালার রহমত ও বরকতে। আপনার দিনলিপিটি অনেক সুন্দর ছিলো।
আপনার জন্য শুভকামনা অবিরাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার দিনটি অনেক সুন্দর এবং আনন্দময় ছিল। অনেকদিন পর লেখা পড়া চালু হওয়া তে সবাই এখন মন দিয়ে পড়ার চেষ্টা করছে। ধন্যবাদ আপনার দিনটি শেয়ার করার জন্য।
অনেকদিন পর কলেজে যাওয়ার মজাই আলাদা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য এর জন্য
ভাই আপনার দ্বিতীয় ছবির প্রশংসা না করে পারা গেল না ।অনেক অনেক সুন্দর হয়েছে ছবিটি ।আর আপনার মেজ আম্মুর ছেলের মেয়ে তার মানে আপনার ভাস্তি ।ভাস্তি মাশাল্লাহ অনেক কিউট হয়েছে আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। দ্বিতীয় ছবিটা পরিবেশটা খুবই সুন্দর ছিল।
বাচ্চারা সবসময় পবিত্র ও সুন্দর হয়।তাদের মুখের মিষ্টি হাসি দেখলে মন ভরে যায়।আপনি সুন্দর সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া।
বাচ্চারা অনেক পবিত্র হয় তাদের মুখের হাসি দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। অনেক সুন্দর কমেন্টস করেছেন। আপু, অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো।
সুন্দর লিখেছো তুমি শুভকামনা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।