একা আমি, জানো তো প্রিয়া, ভীষণই একাকী কাটে
তোমাকে ছাড়া আমার প্রতিটা মুহূর্ত,
হাজার পরিচিত মানুষের সান্নিধ্যেও
আজও তাই আমি একা, নিঃসঙ্গ ।
প্রিয় মানুষকে ছাড়া থাকা সত্যি অনেক কষ্টের ব্যাপার দাদা। প্রতিটা মুহূর্ত থাকে একাকীত্বে ভরা। একটুও ভালো সময় কাটেনা যেনো। কবিতাটি দারুণ ছিলো। খুবই ভালো লেগেছে।