চন্দ্রিমা রাতের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #209
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোর দলে। শীত কিন্তু এসেই গেলো দেখতে দেখতে। আশা করি খুব দ্রুতই তীব্র শীত পরবে। আর শীতের আবহাওয়া আমার খুবই পছন্দের। তো আজ আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে মাঝামাঝি একটি মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে কালো রঙ দিয়ে ভরাট করি।
এবার উক্ত লেয়ারে ঘাস যুক্ত করি।
এবার কাষ্টম ব্রাশ টুল দিয়ে গাছ যুক্ত করে দেই।
এবার আমি ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার একটি অর্ধ আকৃতির চাঁদ আঁকি। এক্ষেত্রে এলিপ্টিক্যাল মারকিউ টুল ব্যবহার করেছি।
এবার মাঝের লেয়ার গুলোর প্রতিবিম্ব তৈরি করি পানিতে।
এবার আকাশে তারা যুক্ত করি।
এবার প্রথমে কালার কারেকশন করি এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Twitter : https://x.com/razuahmed788/status/1859265809727856833
অনেক ভালো লাগলো ভাইয়া আপনার এমন সুন্দর ডিজিটাল আর্ট করতে দেখে। চাঁদনী রাতের অসাধারণ দৃশ্য হয়েছে। বেশি দারুন দক্ষতা রয়েছে দেখলাম আপনার। খুব সুন্দরভাবে আপনি ডিজিটাল আর্টের কাজ সম্পন্ন করেছেন।
দারুন একটি ডিজিটাল আর্ট অংকন করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে বেশ সুন্দর লাগছে ভাই বিশেষ করে চাঁদের দৃশ্যটা এই ডিজিটাল আর্ট এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে যাই হোক আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য ধন্যবাদ।
ডিজিটাল আর্ট #209 নাম্বার আর্টে চন্দ্রিমা রাতের দৃশ্য অঙ্কন দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আর্টটিতে খুব সুন্দর ভাবে চাঁদ রাতের সৌন্দর্য কে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
চাঁদ রাতের খুব সুন্দর একটা দৃশ্য অঙ্কন করেছেন আপনি। আপনার ডিজিটাল আর্ট অনেক আগ থেকেই দেখা হয়। আপনি খুব সুন্দর ভাবে এগুলো করেন। আপনার আজকের আর্টের চাঁদটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। সবমিলিয়ে দারুন হয়েছে এই দৃশ্যটা।