অন্য রকম এক সন্ধ্যার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #200
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোর দলে। জীবনটা কেমন এক ঘেয়ে হয়ে গিয়েছে। অফিস, ভার্সিটি, খাওয়া দাওয়া, ঘুম । এভাবেই চলছে প্রতিদিন। আজ অনলাইনে একটা ফোনের ওয়ালপেপার দেখে অনেক ভালো লেগে যায়। এরপর ভাবতে থাকি এটা কিভাবে আঁকা যায়। পোট্রেট সেই ওয়ালপেপার টা ল্যান্ডস্কেপ ভাবে কল্পনা করলাম। এরপর এঁকেও ফেললাম। একটু ভিন্নতা দিয়েই এঁকেছি। সে দৃশ্য ছিলো রাতের। আর আমি তৈরি করেছি সন্ধ্যার। আর এটি আমার ২০০ তম আর্ট আমার বাংলা ব্লগ এ। আমার ডিজিটাল আর্টের যাত্রা আমার বাংলা ব্লগ থেকেই শুরু।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি সলিড কালো রঙ নিয়ে পুরো পেজটাই ভরাট করে দেই। এরপর এখান থেকে দৃশ্য মতন কেটে নিবো।
এবার আমি পেন টুল ব্যবহার করে কালো সে লেয়ার থেকে মাঝের কিছু অংশ কেটে নেই।
একই ভাবে মাঝের পানির অংশ টুকু কেটে নেই। এখন হয়তো এতোটা ভালো লাগছেনা। তবে ব্যাকগ্রাউন্ড রঙ যুক্ত করলে দেখবেন অনেক ভালো লাগবে।
এবার আমি কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে কিছু নারিকেল গাছ ও তাল গাছ যুক্ত করি আমার আর্টে। এটি সৌন্দর্য বৃদ্ধি করবে।
এবার আবারো কাষ্টম ব্রাশ টুল ব্যবহার করে ঘাস যুক্ত করে দেই নদীর পাড় গুলোতে।
এবার আমি ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার একটু সূর্য এঁকে দেই। যেটি অস্ত যাবে যাবে এমন অবস্থা।
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
ডিজিটাল মাধ্যমে এমন সন্ধ্যার আর্ট সচরাচর আমি দেখিনি। ভীষণ সুন্দর করে তৈরি করলেন এই আর্ট ফর্মটি। সন্ধ্যার যে গোধূলি রং আপনার চিত্রে ফুটে উঠেছে তা ছবিটিকে এক অন্য মাধুর্যতে নিয়ে গেছে। অসাধারণ চিন্তাধারার প্রকাশ। ডিজিটাল আর্টের মাধ্যমে আরো বিভিন্ন ছবি দেখার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ ভাইয়া। আসলে চেষ্টা করি যতটা সম্ভব ইউনিক করে করার।
আপনার এই অসাধারণ আর্ট দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ খুব সুন্দরভাবে আপনি এই আর্ট তৈরি করেছেন এবং যেভাবে আপনি এখানে এই রংয়ের সংমিশ্রণ গুলো দিয়েছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এর ডিজাইনগুলো নিখুঁতভাবেই দিয়েছেন৷ ধন্যবাদ এই সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
জ্বি ভাইয়া চেষ্টা করেছি সুন্দর করে আর্ট করার।
ভাইয়া এটি আপনার ২০০ তম ডিজিটাল আর্ট জেনে খুব খুশি হলাম। আমি মনে হয় আপনার প্রায় অনেক গুলো আর্ট এ কমেন্ট করেছি। আপনার ডিজিটাল আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজকে ফোনের ওয়ালপেপার দেখে ল্যান্ডস্কেপ ভাবে কল্পনা করে এই সুন্দর দৃশ্য কে ডিজিটাল আর্টে রূপ দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। রাতের দৃশ্য ছিল আর আপনি সন্ধ্যার দৃশ্য এঁকেছেন দেখে ভালো লাগলো। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য। এভাবে এগিয়ে যেতে থাকেন, আশা করি সামনে আরও অনেক ডিজিটাল আর্ট দেখতে পাবো।
জ্বি আপু দেখতে দেখতে ২০০ তম আর্ট করে ফেললাম।
জ্বি আপু। আসলে চেষ্টা করেছি সুন্দর ভাবে করার।
সন্ধ্যা বেলার দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আর অনেকদিন পর আপনার এই ডিজিটাল আর্ট দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
সন্ধ্যা বেলার দৃশ্য গুলো দেখতে বেশ ভালো লাগে আমার।
সব চেয়ে বেশি ভাল লাগলো আপনি ২০০ এর ঘরে পোছে গিয়েছেন দেখে।আপনি শুরু থেকে মজার মজার দারুন সব ডিজিটাল চিত্র একে আসছেন দেখেছি খুবই ভালো লাগে আমার কাছে।ধন্যবাদ ভাইয়া এগিয়ে যান।
জ্বি ভাইয়া। এভাবে এগোতে চাই।
বাহ দারুন তো, একটা অন্যরকম আর্ট দেখলাম। মনোমুগ্ধকর একটা পরিবেশ ছুটিয়ে তোলা হয়েছে ডিজিটাল আর্টের চমৎকার ব্রাশের ছোঁয়ায়। আমার কাছে বেশ ভালো লেগেছে এছাড়াও নতুন কিছু আইডিয়া পেলাম আমি এই ছবিটা দেখে।
হুম একটু অন্য ভাবে করার ট্রাই করলাম।
আপনার ডিজিটাল চিত্রাংকন অনেক সুন্দর হয়েছে, দেখতে পেয়ে মুগ্ধ হলাম. খুবই দক্ষতার সাথে অঙ্কন করেছেন অসাধারণ ছিল.
আপনাদের এই মুগ্ধতাই যেনো আমার জন্য অনুপ্রেরণা।
আপনি বরাবরই ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেন।আপনার সন্ধ্যার দৃশ্য অঙ্কন টি অসাধারণ হয়েছে ভাই। প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
চেষ্টা করেছি সুন্দর করে আর্ট করার ভাই।
অনেক ধন্যবাদ ভাই $PUSS টোকেন হোল্ড করার জন্য।
চেষ্টা করেছি ভাই। যদিও খুব কম। তবে আমার বেস্ট টা দিয়ে চেষ্টা করেছি। ইন শা আল্লাহ সামনে আরো হোল্ড করার চেষ্টা করবো।