৭ টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম #8|| ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।


IMG_20220624_171752-COLLAGE.jpg



সবাইকে শুবেচ্ছা। আমি ছবি তুলতে বরাবরই অনেক ভালোবাসি। খুব ভালো লাগে আমার ছবি তুলতে। যেখানেই যাই টুকটাক ছবি তুলে ফেলি আমি। আসলে যাদের ছবি তোলার অনেক ঝোক আছে তারাই ছবি তুলার প্রকৃত মন্ত্র বুঝতে পারে। তো যাই হোক আজ আর কথা বাড়াচ্ছিনা । সোজা ছবি তে চলে যাচ্ছি।


#১

IMG_20220722_185314.jpg

https://w3w.co/hillsides.reclaim.cooks

সেদিন ঘুরতে গিয়েছিলাম বনরূপা। তো সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম বাসায় ফিরে যাই। কারন সব বন্ধুরা আসবে এক সাথে আড্ডা দিবো। তো রওনা দেওয়ার আগেই দেখি এই মেঘ। মনে হচ্ছে যেনো এক গুচ্ছ মেঘ আমাদের দিকেই এগিয়ে আসছে। ফোন বের করে ছবি নিলাম। যদিও আলোর সল্পতা ছিলো অনেক। তবুও আমাকে থামায় কে। তুলে ফেললাম ছবি।


#২

IMG_20220808_160155.jpg

https://w3w.co/warping.mysteries.librarian

এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে এটি যখন তৈরি করা হচ্ছিলো তখন ভেবেছিলাম এটি মেট্রোরেল এর প্রজেক্ট। হাসি পায় অনেক। আগের কথা মনে পরলে। এই দিকটায় আগে বিশাল বড় এক বাজার ছিলো। এখন ওসব ভেঙ্গে দিয়ে এলিভেটেড এক্সপ্রেস এর কাজ চলছে। এখন আবার ওইদিক দিয়ে নতুন রেললাইন ও করতেছে দুইটা। এর পরের এপিসোড এ সেই ছবি দিবো নে।


#৩

IMG_20220723_181103.jpg

https://w3w.co/icebergs.arranges.hurls

এটি যেনো আকাশ এর মাঠ। দেখতে কি চমতকারই না লাগে। আমি খুব উপভোগ করি এই ধরনের দৃশ্য। বিশেষ করে বিকেল বেলা এই দৃশ্য দেখা যায় খব ভালো ভাবেই। আর আকাশে যদি একটু ধুসর মেঘ জমে তাহলে তো কথাই নাই। এই মেঘের মাঠে আমি যদি খেলা করতে পারতাম কতই না ভালো লাগতো আমার কাছে।


#৪

IMG_20220808_155947.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

বাসের জন্য অপেক্ষা করছিলাম বাস স্টপ এ। কিন্তু অনেক্ষন থাকার পর ও বাস আসছিলোনা। অবশ্য আমি নিজেই আগের বাস গুলো ছেড়ে দিচ্ছিলাম কারন আমার বন্ধুরা আসতেছিলো একই বাসে তবে একটু পর। তারপর দেখলাম রোড দেখতে সুন্দরই লাগছে। তাই ফোন বের করে ছবি তুলে নিলাম। আমার আবার এমন ক্লিয়ার দৃশ্য দেখলে ছবি না তুলে থাকতে মন চায়না।


#৫

IMG_20220808_155825.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

ঢাকার শহরের বিরাট দালান এর মাঝে দিয়ে একটু খোলা আকাশ। এই ফাকা দিয়ে যে আকাশ টা দেখা যায়। সেইদিকে বেরিবাধ নামক একটা যায়গা আছে। সেখানে আগে ঘুরতে যেতে পারতাম। কিন্ত এখন আর সেখানে যেতে দেয়না। জানিনা কি কারন। তবে সে যায়গাটা সত্যি অসাধারন এক যায়গা ছিলো। সেখান থেকে সোজা সুজি তাকালে প্লেন উড়া দেখতে পাওয়া যেতো। কারন রানওয়ে এর অনেক কাছে ছিলো সে যায়গা টা।


#৬

IMG_20220624_171752.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

রংধনুর বিশাল খেলা। জানিনা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা। তবে এটি বিশাল এক রংধনু ছিলো। অনেক দিন পর এমন এক রংধনু দেখতে পেলাম। এর আগে এমন রংধনু দেখিনি। মানে এতো বড় রংধনু আরকি। প্রথমে অর্ধেক রংধনু দেখতে পেয়ে অনেক অবাক হই। কিছুক্ষন পরই পুরো রংধনু দেখতে পাই। মজার বিষয় হচ্ছে এক সাথে দুইটি রংধনু হয়েছিলো সেদিন। যদিও আরেকটা ক্যামেরাতে বুঝা যায়না। তবে খালি চোখে বুঝা যায় একটু।


#৭

IMG_20220808_155937.jpg

https://w3w.co/waters.movements.hurricane

নিচে পিচ ঢালাই করা রাস্তা। আর উপরে এতো পরিস্কার আকাশ সাথে সাদা মেঘ এর এক দারুন কম্বিনেশন। তাকিয়ে থাকার মতন। ভালোই লাগে কিন্তু এই ধরনের পরিবেশ। যদিও রোদ ছিলো একটু। তবে আকাশ টা জোশ লাগছিলো আমার কাছে। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে।



ক্যামেরা পরিচিতি
ক্যামেরাOneplus 7t
মোডওয়াইড, ম্যাক্রো
ফটোগ্রাফি এরিয়াঢাকা


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 2 years ago 

ঢাকা শহরের অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপন করেছেন ভাই। সত্যি যা দেখে ভালো লাগলো। কারণ আপনার ক্যাপচার স্টাইল গুলো অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

শহরে একটু স্টাইল করে তোলা যায় আরকি।

 2 years ago 

সাতটি ফটো নিয়ে খুব অসাধারণ একটি অ্যালবাম তৈরি করেছেন এবং প্রত্যেকটি ফটোগ্রাফি খুব চমৎকারভাবে আপনি আমাদের সাথে বর্ণনার মাধ্যমে তুলে ধরেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জ্বি ভাইয়া। চেস্টা ছিলো আমার তোলা বেস্ট ছবি গুলো দিয়ে এ্যালবাম টি সাজানোর।

 2 years ago 

তাহলে বলব আপনার চেষ্টা সফল হয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদাই

 2 years ago 

বাহ বেশ চমৎকার ছিল সবগুলো ফটোগ্রাফি, জায়গাগুলো আমার বেশ পরিচিত, অনেকদিন হলো রংধনু দেখা হয়না রংধনু সে ছবিটা ছিল খুবই সুন্দর।

 2 years ago 

আমিও বেশ অনেক বছর পর এমন রংধনু দেখতে পেলাম।

 2 years ago 

আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে দ্বিতীয় নাম্বার ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

২য় ছবিটা ছিলো মেট্রো রেল এর। তাই ভালো লেগেছে।

 2 years ago 

সত্যি মেঘ পূর্ব মুহূর্তে তোলা ফটোগ্রফিগুলো দারুণ ছিল।আর প্রতিটি ছবির অপনি অনেক সুন্দর বর্ণনা করেছেন।ফটোগ্রাফি গুলো শেয়ার কজরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হুম আপু। বর্ননা দেওয়ার কারন না হলে অনেকেই বুঝবেনা বিষয় গুলো।

 2 years ago 

আপনি ছবি উঠেছে ভালবাসেন একথা জেনে খুব ভালো লাগলো। আসলে অনেকেই ছবি তোলানো তাদের নিজের শখ হিসেবে নিয়ে থাকে। আপনি বনরূপাতে গিয়ে কতগুলো সুন্দর ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করেছেন ।সবগুলো ফটোগ্রাফি ছিল নজর করার মত ।ধন্যবাদ ভাই এত সুন্দর কতগুলো ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রচন্ড ভালোবাসি ছবি তুলতে ভাই। আমার সত্যি অনেক ভালো লাগে ছবি তুলতে

 2 years ago (edited)

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে ভাইয়া। ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 years ago 

আসলে এই টাইপের ফটোগ্রাফি খুবই ভালো লাগে আমার কাছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।

 2 years ago 

আপনি শহরের সাতটি ফটোগ্রাফি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ৷আসলে শহরের জীবন-যাবন জন্য রকম বড় বড় দালান রাস্তা ইত্যাদি ৷সবমিলে অনেক ভালো লেগেছে

 2 years ago 

হুম ভাই। শহরের এই দৃশ্য গুলো দারুন লাগে দেখতে। আমি খুব উপভোগ করি বিষয় গুলো।

 2 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া এই পর্বের ফটোগ্রাফির মাধ্যমে শহরকেন্দ্রিক সৌন্দর্য তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জ্বি ভাইয়া। বেশির ভাগ ছবি কাছা কাছি লোকেশন এর। আকাশ এর রঙ দেখলেই বুঝতে পারবেন।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। চোখ ধাঁধানো ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি ফটোগ্রাফি করতে খুবই দক্ষ। রংধনু আকাশের ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চোখ ধাঁধানো হয়েছে কিনা জানিনা। তবে সুন্দর করে ক্যাপচার করার চেস্টা করেছি আমি। যেনো সুন্দর দেখায় সব গুলো ছবি।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.038
BTC 95137.53
ETH 3601.95
USDT 1.00
SBD 3.77