গানের কভার || অবাক ভালোবাসা || Cover by @razuahmed
হে লো আমার বাংলা ব্লগ বাসী। আমি রাজু আহমেদ বাংলাদেশ থেকে। আবারো হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি অবস্থা সবার। শুক্রবার তো সবাই দারুন ভাবে কাঠাচ্ছেন আশা করি। আমি সকাল থেকেই ভালো ব্যস্ত ছিলাম। ব্যস্ততা যেনো কাটতেই চায়না। সকালে অনলাইন পরীক্ষা ছিলো। আবার বিকেলেও ছিলো। সন্ধ্যায় আব্বু আম্মুকে নিয়ে যাই যমুনা ফিউচার পার্ক এ। এরপর বাসায় এসে আবার যাই বন্ধুদের কাছে। এখন বাসায় এসে মনে হলো আজ তো পোস্ট করা হয়নি। তো ভাবলাম একটা গান করবো আজ। এরপর রেকর্ড করে ফেললাম।
আজো একটি গান করার নতুন প্রচেস্টা। গান খুব ভালো একটা পারিনা। তবে চেষ্টা করি আরকি। চেষ্টা করতে তো আর দোষ নাই। আজ যে গানটি গাবো সেটির নাম হচ্ছে অবাক ভালোবাসা। গানটি খুবই জনপ্রিয় একটি গান। এটি বলা যায় আমার দাদার আমলের গান। কিছু মাস আগে কোক স্টুডিও বাংলা গানটি রিমেক করে। তখন গানটির ফ্যান হয়ে যাই আমি। আমার মুখে গুন গুন চলতেই থাকে এই গান এর। তাই আজ আপনাদের মাঝে নিয়ে এলাম। ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমার গানে যাওয়া যাক -
- গানঃ অবাক ভালোবাসা
- ব্যান্ডঃ ওয়ারফেয।
আমার গান -
গানের লিরিক্স
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে
শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে
শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
লিরিক্স সোর্স
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
সারাদিনের ব্যস্ততা শেষ করে এসে আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। যদিও এই গান এর আগে শুনা হয়নি তবে প্রথমবার আপনার কণ্ঠে শুনে খুব ভালো লাগলো। গান প্রতিটা লাইন যেমন সুন্দর তেমনি আপনিও খুব সুন্দর ভাবে গেয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।
গান টি অসাধারন আপু। আপনিও শুনে দেখতে পারেন।
গানটা আমার অনেক পছন্দের। বিশেষ করে এই গানটা শুনলে এক অসাধারণ ছবি হয় মনের মধ্যে। ভাবনা করিম ভাইয়ের অসাধারণ এক সৃষ্টি এই গানটা। চমৎকার কভার করেছেন গানটা ভাই। আপনার কন্ঠে গানটা শুনে খুবই ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাথে গানটা শেয়ার করে নেওয়ার জন্য।।
ঠিক বলেছেন। এক কল্পনার জগতে যেনো হারিয়ে যাই।
এই গানটা বেশ ভালো লাগে শুনতে। অনেকদিন পর আপনার কন্ঠে গান শুনলাম মনে হচ্ছে। খুব সুন্দর ভাবে পুরো গানটা কভার করেছেন আপনি। বেশ ভালো লাগলো গানটা শুনে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।
হুম আপু। অনেক দিন পর গাইলাম।
এরকম সুন্দর গানগুলো যত শুনি ততই আমার কাছে খুব ভালো লাগে। অবাক ভালোবাসা গানটা অনেক বেশি সুন্দর। এই গানটা যদিও আমার আগে কখনো শোনা হয়নি, তবে প্রথমবারের মতো আপনার কন্ঠ শুনতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি এরকম সুন্দর গানের কভার আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে শেয়ার করে যাবেন। মনটা একেবারে ভরে গেলো ভাইয়া আপনার কন্ঠে গানটি শুনে। ধন্যবাদ সুন্দর গান কভার শেয়ার করার জন্য।
আমার কাছেও অসম্ভব ভালো লাগে এই গানটি।
আমরা মাঝে মাঝে অনেক ব্যস্ত হয়ে পরি।আর ব্যস্ততার কারণে অনেক কিছু আর করতে পারি না ভাইয়া। আপনি ব্যস্ততার জীবনের মাঝেও আমাদের মাঝে ফিরে এসেছেন আর দারুণ একটি গান শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
হুম ভাই। ব্যস্ততা আমাদের বদ্ধ করে রাখে।