আসসালামু আলাইকুম/আদাব🤝
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে। |
পাওয়ার আপ প্রতিযোগিতায় সিজন -২ এর ৩৪ তম সপ্তাহে আবারো পাওয়ার আপ করলাম। ৩৪ তম সপ্তাহে আমি ৫০ এসপি পাওয়ার আপ করলাম।আমি নিয়মিত পাওয়ার আপ করে আমার স্বপ্ন ডলফিন পূরণ করতে চায়। তাই আমি আমার স্বপ্ন পূরণের জন্য নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি। আজকে আমি ৫০ স্টিম পাওয়ার আপ করলাম।আমি এভাবে পাওয়ার আপ করে আমার স্বপ্ন পূরণ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।🦈🐬
আমি পাওয়ার আপ টার্গেট ডিসেম্বর সিজন-২ তে আমার লক্ষ্য ১০,০০০ এসপি মালিক হবো এবং আমি ডাবল ডলফিন ক্যাটাগরিতে নিজের নাম লেখাবো। এজন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাওয়ার আপ করে যাব। আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের এত সুন্দর একটি প্রতিয়োগীতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ।🙏🐬💪🐳🙏।
আমি ৩৪ তম সপ্তাহে এসে আমার ৬৬১২+ এসপি পাওয়ার আপ করে আমি ডাবল ডলফিন এর স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের অনুপ্রেরণায় আমি ডলফিন ক্যাটাগরিতে নিজের নাম লেখাতে পেতেছি। এখন স্বপ্ন ডাবল ডলফিন। |
![IMG_20220905_093707.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYU2z4t6A1S7iGNgauzZRtahTtZxmDUHFL9K5MSkCrzjT/IMG_20220905_093707.jpg)
টার্গেট ডিসেম্বর সিজন-২, এর ৩৪ তম সপ্তাহে পাওয়ার আপ যে ভাবে করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করছি।
আমার পাওয়ার আপ করার আগে আমার ৬৫৬২.৩০৪ স্টিম ছিল। |
![IMG_20220905_093254.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmddybgAi1syySANAGH2YQ2zAW8wMpgYqmzBp3KjTr2Sbo/IMG_20220905_093254.jpg)
![IMG_20220905_093315.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmahnpXNwwHTtfqp7g3vUkjhP5MmCmsWLGqeXc7wW59vY2/IMG_20220905_093315.jpg)
![IMG_20220905_093345.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUEnj2qrBcZxmxBFy31hHeY1Lhi6uFrDyxbMFLVJKUGxx/IMG_20220905_093345.jpg)
আমার পাওয়ার আপ করার পরে ৬৬১২.৩০৪ স্টিম হলো। |
৩৪ তম সপ্তাহের পাওয়ার আপ সম্পন্ন করলাম। এভাবে আমি নিয়মিত পাওয়ার আপ এর মাধ্যমে আমার ডাবল ডলফিন এর স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ।আপনারা সবাইন আমার জন্য দোয়া করবেন 🙏🤲🙏।
আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।
![Amar_Bangla_Blog_logo_png.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmT7FS4G6HK5QQR2iNVKKn4AkXtczka4eyHTUhtFyeERAZ/Amar_Bangla_Blog_logo_png.png)
👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
অনেক বড় এ্যামাউন্ট পাওয়ার আপ করলে। আপনার ৫০ স্টিম পাওয়ার আপ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনি আপনার লক্ষ্য পূরণ করুন।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
আপনি বেশ বড় বড় অ্যামাউন্টের স্টিম পাওয়ার আপ করেন। এটা দেখে ভালো লাগে। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই ডাবল ডলফিনে পরিণত হবেন। আপনার জন্য শুভকামনা। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা।।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
🐬
যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতার জন্য আপনি প্রতিনিয়তই পাওয়ার বৃদ্ধি করে আসতেন এ সপ্তাহের পঞ্চাশ টীম পাওয়ার বৃদ্ধি করা দেখে খুবই ভালো লাগলো এবং নিজে অনেক উৎসাহ বোধ করছি
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
ভাইয়া আপনাকে অভিনন্দন। দেখতে দেখতে অনেক গুলো পাওয়ারের মালিক হয়ে গেলেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
পাওয়ার আপ পোস্ট দেখতে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে। পাওয়ার আপ পোস্ট করতে আমি অনেক বেশি ভালবাসি।পাওয়ার করতে আপনি দেখে আমাদের মাঝে হিউজ পরিমাণে পাওয়ার করেছেন ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য। এগিয়ে যান সামনের দিকে শুভকামনা রইল।
আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাই
টার্গেট ডিসেম্বরকে সামনে রেখে আপনি আজ 50 স্টিম পাওয়ার আপ করেছেন। বেশ বড় এমাউন্টের পাওয়ার আপ এটি। পাওয়ার আপ দেখে আমার খুবই ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।