RE: অহংকার যখন মনে বাসা বাঁধে, অকৃতজ্ঞতা তখন প্রকাশিত হয়।
আপনার আজকের পোস্টটি পড়ে খুবই খারাপ লাগলো। এরকম অকৃতজ্ঞ মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে। যাদেরকে নিচ থেকে উঠিয়ে উপরে তোলা হয়, আর যখন তারা উপরে উঠে তখন কে তাকে উপরে উঠতে সাহায্য করেছে তাঁকেই ভুলে যায়। আসলে উপকারীর উপকার স্বীকার করতে চায় না এরকম অকৃতজ্ঞ মানুষ সমাজের জন্য অনেক ভয়ঙ্কর, এর মাধ্যমে যে ব্যাক্তি সাহায্য করে তার মন-মানসিকতা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে কাউকে আর সাহায্য করার ইচ্ছা থাকে না। আসলে আপনার মামা এবং তার ছাত্রের গল্পটি পড়ে খুবই কষ্ট পেলাম, কারণ আপনার মামা ছাত্রটিকে নেশাগ্রস্ত থেকে উঠিয়ে এনে একটি ভালো ছাত্র বানিয়ে ভালো রেজাল্ট করাতে সাহায্য করেছে এবং তাকে সেই অফিসে চাকরির ব্যবস্থা করে দিয়েছে,এতো বড় অবদান রেখেছে কিন্তু শেষমেশ সেই ছাত্রের জীবনের গল্পটা জানতে চাইল তখন আপনার মামা অবদানের কথাই বলল নয়। আসলে তখন আপনার মামা খুবই কষ্ট পেয়েছে। কারণ জন্য এত উপকার করল,কিন্তু বিনিময়ে কোন অর্থ নয় শুধু একটু সন্মানের সাথে তার নামটা বললে অনেক খুশি হতো, কিন্তু সে তার কোন অবদানের কথা বললো না,তাই আপনার মামা খুব কষ্ট পেয়েছে। সামান্য নামটুকু বলে তাকে সম্মান দেওয়া হল না। আসলে এরকম মানুষ অনেক রয়েছে আমাদের সমাজে। যাদের আমরা প্রতিনিয়ত সাহায্য করি কিন্তু শেষমেশ যখন গুরুত্বপূর্ণ জায়গায় নামটা বললে খুশি হব, সেই জায়গাটায় আমরা তারা অবদানকে তুচ্ছ মনে করি। আমরা সে জায়গার নামটা বলি না আমরা কিভাবে এতো দুর এসেছি, বরং এটা বলে থাকি যে আমরা নিজের চেষ্টায় এসেছে,বা নিজের পরিশ্রমের এর মাধ্যমে এসেছি।কিন্তু আমাদের যে পথ দেখালো তাকে আমরা ভুলে যাই। আসলে খুবই কষ্ট পেলাম, প্রতিনিয়ত আমাদের সমাজে এরকম উপকারী ব্যক্তিদের আমরাই ছোট করছি। তবে দিন শেষে একটা কথাই বলবো এরকম অকৃতজ্ঞ মানুষ বেশিদিন সমাজেটিকে থাকতে পারে না। যে আমাদের উপরে উঠেছে তাকে যখন ভুলে যাবো।তখন আমরা উপরে উঠতে নিজেকে টিকে রাখতে পারবো না।
আপনি অনেক কাছের একজন ব্যক্তি, যার কারণে আপনি বিষয়টি খুব চমৎকার ভাবে বুঝতে পেরেছেন।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।