চিংড়ি মাছের সাথে ব্রাহ্মী শাক ভাজি রেসিপি দেখে অনেক মজাদার মনে হচ্ছে। আসলে দাদা আজকে আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম এই ব্রাহ্মী শাকের সম্পর্কে। এই শাকে আসলে এতটা উপকারী সেটা আমার জানা ছিল না। তবে এর কান্ড পাতাতে উপকার রয়েছেন বেশি। যদি কাণ্ড পাতা ভালো করে রান্না করা না হয়। তাহলে যতই মজাদার হোক না কেন এই রেসিপি উপকার পাবো না।তাই আপনি বলেছেন এই কাণ্ড পাতা শিলে রস করে খেলে বেশি উপকার পাবো।যাই হোক আজকে আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। এই মজাদার ও উপকারী রেসিপি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।