ভালোবাসা আমার জীবনে, আমার কাছে,
একটি কবিতার খাতার মতো;
যার অনেকগুলো পাতা সাদা রয়ে গিয়েছে ।
কালির আঁচড় পড়েনি তাতে বহুদিন ।
ভালোবাসা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন দাদা, আসলে আপনার কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে। আপনার আজকের কবিতা পড়ে খুবই ভালো লাগলো। কবিতার ভাষা গুলো অসাধারণ, ভালোবাসার বহিঃপ্রকাশ কবিতার মাধ্যমে ফুটে উঠেছে, শুভকামনা রইল।